হার্ট অপারেশন, হার্ট ট্রান্সপ্ল্যান্ট৷ কিন্তু ডোনর হার্ট যদি না পাওয়া যায়? ইঁদুরের হার্ট থেকে স্টেম সেল নিয়ে ইঁদুরের হার্টের টিস্যু কালচার করেছেন গবেষকরা৷ বিশেষ পরিস্থিতিতে সেই টিস্যু হার্টের মতোই স্পন্দিত হতে শুরু করে৷
বিজ্ঞাপন
...এসেছে সেই দিন, সেই মুহূর্ত৷ পেশেন্টের নতুন হৃদযন্ত্রটি তার স্পন্দন শুরু করেছে৷ পেশেন্টের নতুন জীবন শুরু হচ্ছে৷ কার্ডিয়াক সার্জন ড. মার্কুস বার্টেন বলেন, ‘‘হ্যাঁ, সকলেই সে কথা ভাবেন৷ সব হার্ট ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টের কাছে তাদের অপারেশনের দিনটা তাঁদের দ্বিতীয় জন্মদিন৷''
লাইপসিগের হার্ট সেন্টার বিশ্বের সবচেয়ে নামকরা হার্ট ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকগুলোর মধ্যে পড়ে৷ কিন্তু সব রোগীর জন্য ডোনর হার্ট পাওয়া কঠিন৷ যত হৃদযন্ত্রের প্রয়োজন, তার মাত্র অর্ধেক দান করা হয়ে থাকে৷ কাজেই ডাক্তার ও গবেষকরা অন্য কোনো বিকল্পের খোঁজ চালাচ্ছেন৷
ডোনর হার্ট বা দান করা হৃদযন্ত্র দুষ্প্রাপ্য হওয়ার ফলে গবেষকরা বিজ্ঞানের পথ ধরেছেন৷ তাঁরা ইঁদুরের হার্টের স্টেম সেল কালচার করে এমন একটি টিস্যু সৃষ্টি করেছেন, যা হার্টের মতোই স্পন্দিত হয়৷
কার্ডিয়াক সার্জন প্রফেসর স্টেফান ডেইন বলেন, ‘‘এখানে যা দেখছেন, তা হলো একটি কৃত্রিম হার্ট টিস্যু৷ সেটা একটা গোল আধারে ফেলে বৈদ্যুতিক আর যান্ত্রিক ইমপালস দিলে ১৪ দিনের মধ্যে এ ধরনের একটা স্পন্দিত রিং পাওয়া যায়৷''
হার্ট অ্যাটাকের ছয় লক্ষণ
হার্ট অ্যাটাকের লক্ষণগুলো না জানা বা না বোঝার কারণে ডাক্তারের কাছে যেতে অনেক সময় এতটাই দেরি হয়ে যায় যে, তখন আর কিছুই করার থাকে না৷ তাই হার্ট অ্যাটাক সম্পর্কে সচেতন হতে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো জেনে নিন৷
ছবি: picture-alliance/dpa
অসহ্য ব্যথা
দেখা গেছে হার্ট অ্যাটাকের আগে বুকে অসহ্য ব্যথা হয় এবং এই ব্যথা কমপক্ষে পাঁচ মনিট স্থায়ী হয়৷ ব্যথা সাধারণত বুক থেকে হাতে এবং পেটের ওপরের দিকে যায়৷ তাছাড়া কোমর, ঘাড়, গলা এবং চোয়ালেও অনুভূত হতে পারে এই ব্যথা৷ তবে শুধু ব্যথা নয়, সেই সাথে বুকে জ্বালাও হয় অনেক সময়৷
ছবি: Colourbox/E. Wodicka
বুকে টান বা চাপ লাগে
হার্টের বহু রোগীই জানান, তাঁরা হার্ট অ্যাটাক হওয়ার আগে বুকে ভীষণ চাপ বা টান অনুভব করেছেন৷ এবং সেই সাথে তাঁদের মনে হয়েছে যে, বুকের আশেপাশে শক্ত কী যেন চাপ দিয়ে আটকে রেখেছে৷
ছবি: nebari/Fotolia
বমি, বমিভাব, নিঃশ্বাস নিতে অসুবিধা
বমিভাব, বমি হওয়া বা নিঃশ্বাসে কষ্ট হওয়ার মতো উপসর্গও দেখা দেয় অনেকক্ষেত্রে, বিশেষ করে নারীদের মধ্যে৷ এ সব লক্ষণকে সাধারণ ব্যাপার ভেবে অনেকেই গুরুত্ব দেন না৷ তবে যাঁদের এই লক্ষণগুলো প্রথমবারের মতো একসাথে দেখা দেয়, তাঁদের অবশ্যই যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হওয়া উচিত৷
ছবি: Colourbox/absolutimages
ভয়ে ঘেমে যাওয়া ও ফ্যাকাসে চেহারা
যাঁদের হার্ট অ্যাটাক হয়ে গেছে, সেরকম অনেক রোগীই জানিয়েছেন যে, কোনো কারণে ভীষণ ভয় বা আতঙ্ক থেকেও হার্ট অ্যাটাক হতে পারে৷ সে সময় শরীর প্রচণ্ড ঘামতে এবং ত্বক রক্তশূন্য হয়ে ফ্যাকাসে দেখায়৷ এমন অবস্থায় দেরি না করে সাথে সাথেই রোগীকে ইমারজেন্সিতে নিয়ে যেতে হবে৷
ছবি: Colourbox
জরুরি ব্যবস্থা
হার্ট অ্যাটাক বা মস্তিষ্কে রক্তক্ষরণ, অর্থাৎ স্ট্রোক হলে সেক্ষেত্রে রোগীর সুস্থতা নির্ভর করে তাঁকে কত তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, তার ওপর৷ তাই এই লক্ষণগুলো দেখা দিলে কোনোভাবেই দেরি নয়! বরং প্রয়োজনে আশেপাশের যে কোনো মানুষের সাহায্য নিতে দ্বিধা না করাই স্রেয়!
ছবি: picture-alliance/dpa
বিশেষ পরীক্ষা
সত্যি হার্ট অ্যাটাক হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য হার্টের অন্যান্য জরুরি পরীক্ষার পাশাপাশি প্রথমেই যে রক্ত পরীক্ষা প্রয়োজন, তা হচ্ছে ‘কার্ডিঅ্যাক ট্রপোনিন’৷ তাই বুকে ব্যথা শুরু হলে দেরি না করে ডাক্তার দেখান অথবা জরুরিভিত্তিতে হাসপাতালে যান৷
ছবি: picture-alliance/dpa
6 ছবি1 | 6
জন্তুজানোয়ারদের নিয়ে পরীক্ষা করে ভালো ফল পাওয়া গিয়েছে৷ ইলাস্টিক রিংটি একটি ইঁদুরের রুগ্ন হার্টের ওপর পরিয়ে দিলে হার্টের দুর্বল পেশিগুলো রিংয়ের স্পন্দন থেকে সাহায্য পায়৷
অন্য পন্থা
ইঁদুরের ক্ষেত্রে যা করা সম্ভব, মানুষের ক্ষেত্রে তা করা অতটা সহজ হবে না৷ জার্মান আইন অনুযায়ী ভ্রুণ পর্যায়ের ‘স্টেম সেল' সংগ্রহ করা নিষিদ্ধ৷ কিন্তু গবেষকরা অন্য পন্থা ধরছেন৷ প্রফেসর ডেইন বলেন, ‘‘মানুষের জন্য এ কাজ করার আগে মূল সিদ্ধান্ত নিতে হবে, কোথা থেকে স্টেম সেলগুলো নেওয়া হবে – পরে সে স্টেম সেলগুলোর কোডও বদলে দেওয়া যেতে পারে৷ শরীরের মেদ বা চুল, এমনকি অণ্ডকোষ থেকেও তা নেওয়া যেতে পারে৷ সেটা করা সম্ভব হলেই এই প্রযুক্তি বেশ তাড়াতাড়ি মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে৷''
ড. বার্টেন বলেন, ‘‘পরে আরো কী হতে পারে, তা ভাবতে গেলে বলতে হয়: মানুষের হৃদযন্ত্রের জন্য এরকম একটা রিং সৃষ্টি করা যেতে পারে – যা হলে দারুণ হয়! তাহলে আর নানা ধরনের যান্ত্রিক পাম্প বসানোর প্রয়োজন পড়বে না, হার্ট ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন পড়বে না৷ তাহলে একটা বিরাট কাজ হবে৷ কাজেই এই গবেষণা চালিয়ে যেতে হবে৷''
যতোই জরুরি হোক না কেন, মার্কুসকে গত তিন মাস ধরে একটি ডোনর হার্টের অপেক্ষায় থাকতে হচ্ছে৷ অথচ যে কোনো দিন তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যে অপারেশন করাই হয়ত আর সম্ভব হবে না৷
নারীদের হার্ট সুস্থ রাখার ৯ উপায়
পুরুষদের চেয়ে নারীদের হার্ট অ্যাটাক হয় কিছুটা দেরিতে, আরো বেশি বয়সে৷ তবে নারীদের ক্ষেত্রে এমটা নাকি ঘটে নাটকীয়ভাবে, যে জন্য তা সহজে বোঝা যায় না৷ তাই নারীর হৃদপিণ্ডকে সুস্থ রাখতে বিশেষজ্ঞদের দেয়া কিছু উপায় থাকছে ছবিঘরে৷
ছবি: auremar - Fotolia
খাওয়া-দাওয়া
স্বাস্থ্যের কথা এলেই চলে আসে খাওয়া-দাওয়ার কথা৷ স্বাস্থ্যকর খাবার যে হৃদপিণ্ডকে সুস্থ রাখে, তা বলার অপেক্ষা রাখে না৷ যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের হৃদরোগ বিশেষেজ্ঞ ডা. বেথ অলিভার বলেন, ‘‘প্রতিদিন, প্রতিবেলায় বিভিন্ন রঙের ফল ও সবজি এবং যথেষ্ট পরিমাণে আঁশযুক্ত খাবার খান৷ মাংসের পরিবর্তে খান মাছ৷ তার সঙ্গে পানি, আপেল ও বিভিন্ন বাদাম বেশি করে খান আর কম খান চিনি, কফি বা চিনিযুক্ত পানীয়৷
ছবি: Fotolia/Robert Kneschke
ব্লাডপ্রেশার ও কোলেস্টোরল নিয়ন্ত্রণে রাখা
প্রতিটি নারীর উচিত নিয়মিত ব্লাডপ্রেশার মাপা এবং কোলেস্টোরল নিয়ন্ত্রণে রাখা, বিশেষ করে যাঁদের বয়স ৩৫ বছরের বেশি৷ এছাড়া প্রতি দু’বছর অন্তর শরীরের পুরো চেকআপ করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এর সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে, শরীরের ওজন যাতে ঠিক থাকে, এমনটাই বলেন বিশেষজ্ঞরা৷
ছবি: Fotolia/Andrei Tsalko
৩০ মিনিট ব্যায়াম বা হাঁটাচলা
হার্ট সুস্থ রাখার মূলমন্ত্র ব্যায়াম অথবা খেলাধুলা৷ তবে দেখা যায় চাকরি, সন্তান, সংসার – এ সব নানা কারণে মহিলাদের নিজের দিকে নজর দেবার সময় থাকে না৷ ফলে অবহেলিত হয় শরীরচর্চার দিকটা৷ অথচ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রতিদিন ৩০ মিনিট জোড়ে জোড়ে হাঁটলেই যথেষ্ট উপকার হয়৷ এ কথা বলেন আরেক মার্কিন ‘কার্ডিওলজিস্ট’ ডা. আন মেকলাফলিন৷
ছবি: AP
পেটের চর্বি কমানো জরুরি
হার্টের অসুখের ক্ষেত্রে শরীরের অন্যান্য অংশের চর্বির তুলনায় পেটের চর্বি অনেক বেশি বিপজ্জনক হয়, বলেন বিশেষজ্ঞরা৷ মেয়েদের ক্ষেত্রে পেটের এই অতিরিক্ত চর্বি হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়৷ তাই কোমরের মাপ ৮৯ সেমিটারের বেশি হলে তা হার্টে চাপ পড়ে বা হৃদপিণ্ডের জন্য বোঝা হয়ে দাঁড়ায়৷ তাই এক্ষেত্রে দিনে কয়েক মিনিট সময় বের করে শুধুমাত্র পেটের ব্যায়াম করলেও উপকার পেতে পারেন নারীরা৷
ছবি: picture alliance / dpa
ধূমপান এবং মদ্যপান
ধূমপান ও মদ্যপান পশ্চিমা বিশ্বের নারীদের ক্ষেত্রে স্বাভাবিক হলেও আমাদের দেশে মোটেই তা নয়৷ যদিও আধুনিক যুগের অনেক মেয়েই আজকাল ধূমপান করে থাকে৷ ধূমপান নারীদের হার্ট অ্যাটাকের জন্য বড় ঝুঁকি এবং ধমনি সংক্রান্ত অসুখের জন্যও বিপজ্জনক৷ দিনে এক গ্লাসের বেশি মদ্যপান করলে, তা নারীদের রক্তচাপ এবং হৃদপিণ্ডের রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায়৷ কাজেই হৃদপিণ্ডকে সুস্থ রাখতে নারীদের ধূমপান ও মদ্যপান না করাই শ্রেয়৷
ছবি: Colourbox
পারিবারিক রোগ
যাঁদের পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে, তাঁদের আরো বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন৷ কারণ তাঁদের হার্ট অ্যাটাকের আশঙ্কা অন্যদের তুলনায় অনেক বেশি থাকে৷ তাই নিয়মিত চেকআপের সময় আপনার ডাক্তারকে এ বিষয়টি অবশ্যই জানানো প্রয়োজন৷
ছবি: Fotolia/Robert Kneschke
শ্বাসকষ্ট এবং পা ফুলে যাওয়া
কোনো নারীর নিয়মিত শ্বাসকষ্ট বা পা ফুলে গেলে অবশ্যই তাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে৷ যাঁদের হৃদপিণ্ড দূর্বল, তাঁদের রক্তচাপ বেড়ে গেলে তা নারী-পুরুষ সকলের ক্ষেত্রেই হার্ট অ্যাটাক পর্যন্ত গড়াতে পারে৷ শ্বাসকষ্ট, কাশি, ক্লান্তি, পা ফুলে যাওয়া, হাঁটতে কষ্ট হওয়া, অনিয়মিত হৃদস্পন্দন ইত্যাদি হলে, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখানো উচিত৷
ছবি: Colourbox/absolutimages
সুস্থ হৃদপিণ্ড, সুস্থ পরিবার
আমাদের দেশের নারীরা স্বামী, সংসার আর সন্তানের মঙ্গল নিয়েই ব্যস্ত৷ নারী বা মা একটি সংসারের চালিকা শক্তি৷ তিনি অসুস্থ হলে সংসারে বিশৃঙ্খলা দেখা দেয়৷ তাই সংসারকে সচল রাখতে নারীদের নিজের হৃদপিণ্ডকে সুস্থ রাখতে হবে, নজর দিতে হবে নিজের দিকে৷ তবেই গড়ে উঠবে সুস্থ পরিবার, সুস্থ সমাজ৷
ছবি: picture-alliance/dpa/F. Gentsch
হার্ট সুস্থ রাখতে হাসির বিকল্প নেই!
হৃদপিণ্ড সুস্থ রাখতে হাসির বিকল্প নেই৷ তাই দিনে অন্তত একবার জোরে জোরে প্রাণ খুলে হাসুন – উপদেশ বিশেষজ্ঞদের৷ বিষণ্ণতা বিভিন্ন অসুখের জন্ম তো দেয়ই, এমনকি কোনো অসুখ সারতেও দেরি হয়৷ তাই হাসিখুসি আর আনন্দে থাকার চেষ্টা করুন৷
ছবি: auremar - Fotolia
9 ছবি1 | 9
হার্টের রোগী মার্কুস জানেন, ‘‘আমি আর এখান থেকে বেরতে পারব না; অথবা এখান থেকে বেরনোর আগে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে, নয়ত বেরনো যাবে না৷ এটা মেনে নিতে পারলে আর ততটা খারাপ লাগে না৷''
লাইপসিগে বছরে প্রায় ৩০টা হার্ট ট্রান্সপ্ল্যান্ট অপারেশন হয়, গোটা জার্মানিতে ৩৮০টি৷ কে জানে, হয়ত কালই মার্কুসের জন্যও একটি নতুন হৃদযন্ত্র পাওয়া যাবে৷