1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে জনপ্রিয় ‘‘জলক্রীড়া''

আরাফাতুল ইসলাম১২ সেপ্টেম্বর ২০১৩

নদীমাতৃক দেশ বাংলাদেশ৷ ১৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই দেশে শাখা-প্রশাখাসহ প্রায় ৮০০ নদনদীর অবস্থান৷ নদী তাই এখানকার মানুষের জীবনের অংশ৷ আর বিভিন্ন ধরনের ‘‘জলক্রীড়া'' নিত্যদিনের ব্যাপার৷

TO GO WITH AFP STORY "Lifestyle-Bangladesh-surfing,FEATURE" by Julie Clothier Bangladeshi surfer Jafar Alam prepares to surf in the waters of The Bay of Bengal at Cox's Bazar on June 30, 2008. With his fluorescent board shorts and muscular body, Jafar Alam does not look like a typical Bangladeshi. While most men his age in this conservative Muslim country are obsessed with cricket, the 25-year-old is more likely to be found surfing the waves on one of the world�s longest beaches. Alam, who says he is Bangladesh�s first surfer, is working to not only popularise the sport, but also to build international recognition for the largely untouched beach where he surfs. AFP PHOTO/Farjana Khan GODHULY (Photo credit should read Farjana KHAN GODHULY/AFP/Getty Images)
ছবি: Farjana KHAN GODHULY/AFP/Getty Images

বাংলাদেশে পানিতে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে নৌকাবাইচ৷ বাংলার লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এটি৷ নদীতে নৌকা চালানোর প্রতিযোগিতা প্রায় সব অঞ্চলেই দেখা যায়৷

বাইচের জন্য তৈরি নৌকাগুলোও দেখার মতো৷ গঠনে সরু এবং লম্বাটে৷ আর মাঝিরা বৈঠা হাতে সারিবদ্ধভাবে বসেন তাতে৷ প্রতিযোগিতার সময় নৌকাগুলোকে নানা রংয়ে সাজানো হয় আর মাঝিরা সার গানের তালে তালে দাঁড় টানেন৷

বাংলাদেশে জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ তবে আঞ্চলিক পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা তেমন একটা জনপ্রিয় নয়৷ অলিম্পিকেও বাংলাদেশ কোনো সাফল্য পায়নি৷ সাফ গেমসে কিছু সাফল্য রয়েছে৷

বলাবাহুল্য, ক্রীড়া হিসেবে সাঁতার বিশেষ জনপ্রিয় না হলেও গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষকে নিত্যদিনের প্রয়োজনেই সাঁতার শিখতে হয়৷ এখনো বাংলাদেশের অনেক অঞ্চলে চলাচলের অন্যতম বাহন নৌকা৷ আর পুকুরে গোসল খুবই স্বাভাবিক ব্যাপার৷ শিশুরা তাই ছোটবেলাতেই শিখে নেয় সাঁতার৷ তাছাড়া গ্রামাঞ্চলের শিশু-কিশোররা সাধারণত পানিতে সময় কাটায় বেশি৷ কখনো পুকুরে ডুব দিয়ে শাপলা তোলা, কখনো সেতুর উপর দিয়ে খালে ঝাপ দেয়া – তাদের কাছে এসবই খেলা৷ তারা কলাগাছ দিয়ে ভেলা তৈরি করে ভাসাতে ভালোবাসে, সুযোগ পেলে বিলে গিয়ে ধরে ছোট মাছ৷

নৌকাবাইচ, সাঁতার ছাড়াও নতুন আরেক ধারা যোগ হয়েছে জলক্রীড়ায়৷ উন্নতি বিশ্বের বিভিন্ন সমুদ্র সৈকতের মতো এখন কক্সবাজারেও সার্ফিং জনপ্রিয় হয়ে উঠেছে৷ উইকিপিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘‘বিশ্বের দীর্ঘতম অভঙ্গুর প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত কক্সবাজার শহর থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১২০ কি.মি. পর্যন্ত বিস্তৃত৷'' দীর্ঘ এই সৈকতে সার্ফিং-এর উজ্জ্বল ভবিষ্যত দেখছেন অনেকে৷

উল্লেখ্য, নদীমাতৃক দেশ বাংলাদেশের নদীতে পালতোলা নৌকা হরহামেশাই দেখা যায়৷ এরকম এক পাটের তৈরি ছোট পালতোলা নৌকা নিয়ে বাংলাদেশের কুয়াকাটা থেকে ফ্রান্সের লা সিওতা অবধি পাড়ি দেওয়ার রেকর্ডও রয়েছে৷ ২০১০ সালে কোরঁত্যাঁ দ্য শাতেলপেরঁ নামক এক ফরাসি যুবক এই অসাধ্য সাধন করেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ