1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নদীর তীরের দূষণ মোকাবিলা করতে কিশোরদের উদ্যোগ

২৬ মে ২০২১

সামান্য হলেও যেখানে-সেখানে জঞ্জাল ফেলার অভ্যাস বৃহত্তর দূষণের জন্য দায়ী৷ শিশুরাও এসব দেখে ভুল শিক্ষা পায়৷ জার্মানি ও ফ্রান্সে অভিনব উদ্যোগের মাধ্যমে নদীর বর্জ্য চিহ্বিত ও দূর করার চেষ্টা চলছে৷

Ausblick auf Burg Katz am Rhein, auch Burg Neukatzenelnbogen, hinten der Loreleyfelsen, Welterbe Oberes Mittelrheintal, St. Goarshausen, Rheinland-Pfalz, Deutschland, Europa
ছবি: Andreas Vitting/imageBROKER/picture alliance

প্রথমে মনোরম মনে হলেও জার্মানির পশ্চিমাঞ্চলে রুয়র এলাকার একটি জায়গা খুঁটিয়ে দেখলে মোটেই তেমন সুন্দর লাগবে না৷ কেভিন, নোয়েল ও তাদের ক্লাসের বন্ধুরা সেখানে ‘ফিশিং' করতে এসেছে৷ তবে মাছ ধরা নয়, তারা আসলে জঞ্জাল সংগ্রহ করছে৷ চারিদিকে অনেক আবর্জনা ছড়িয়ে রয়েছে৷ বিশেষ করে অনেক প্লাস্টিক ও কিছু কাচের বোতলও রয়েছে৷

স্থানীয় হাই স্কুলের পড়ুয়া হিসেবে তারা ‘প্লাস্টিক পাইরেটস' নামের এক উদ্যোগে অংশ নিচ্ছে৷ এই গবেষণা প্রকল্পের আওতায় কিশোর শিক্ষার্থীরা আসল বিজ্ঞানীর কাজ করে৷ তারা পানির নমুনা সংগ্রহ করে এবং নদী ও নদীর পাড়ের জঞ্জালের টুকরোগুলির মাপ নেয়, গোনে ও সে সবের রেকর্ড রাখে৷ কিল শহরের বিজ্ঞানীরা সেই তথ্য কাজে লাগিয়ে জার্মানির নদীগুলির জঞ্জালের মানচিত্র তৈরি করেন৷ সমুদ্রে কত পরিমাণ জঞ্জাল গিয়ে পড়ে, সেই হিসেবও করেন৷

ভবিষ্যতের বিজ্ঞানীদের প্রেরণা দিতে পেরে শিক্ষকরাও খুশি হন৷ শিক্ষিকা রামোনা পেট্রি বলেন, ‘‘বিষয়টি আমাকেও নাড়া দেয়৷ মানুষ আবর্জনা ফেলে চলে গেলে আমি বিরক্ত হই৷ বিশেষ করে অল্পবয়সি শিশু সঙ্গে থাকলে তাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা উচিত৷''

দূষণ মোকাবিলায় কিশোরদের উদ্যোগ

04:20

This browser does not support the video element.

‘প্লাস্টিক পাইরেটস'-দের কাজ দেখিয়ে দিচ্ছে যে, জার্মানিতে নদীর তীরে প্রতি দুই বর্গ মিটার এলাকায় গড়ে জঞ্জালের একটি টুকরো পাওয়া যায়৷

ফ্রান্সেও এমন জঞ্জাল চিহ্নিত করার লক্ষ্যে একটি প্রকল্প রয়েছে, যার নাম ‘প্লাস্টিক অরিজিন্স'৷ সেখানে আরও এক ধাপ এগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও একটি অ্যাপও কাজে লাগানো হচ্ছে৷ এমন উদ্যোগের সার্থকতা ব্যখ্যা করে সার্ফরাইডার ফাউন্ডেশন ইউরোপের অঁতোয়ান ব্রুজ বলেন, ‘‘নদীর ধারে যাবার জন্য আমরা যত বেশি সম্ভব স্বেচ্ছাসেবী ও নাগরিকদের উদ্বুদ্ধ করতে চাই৷ কায়াক নৌকা চালিয়ে অথবা নদীর পাড় বরাবর হেঁটে তারা তথ্য সংগ্রহ করুক, সেটাই চাই৷ সেই তথ্য এবং তাদের তোলা নদীর তীরের ভিডিও দেখে বিশ্লেষণ করে আমরা জঞ্জালের টুকরোগুলি শনাক্ত করতে পারি এবং তার ভিত্তিতে নদীতে প্লাস্টিক দূষণের মানচিত্র তৈরি করতে পারি৷''

প্লাস্টিক বর্জ্য সংক্রান্ত আরও কড়া আইন এবং ইউরোপের নদীগুলিতে প্লাস্টিকের পরিমাণের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়াই ‘প্লাস্টিক অরিজিন্স' প্রকল্পের লক্ষ্য৷ তাদের ‘গার্বেজ ম্যাপ'-এর সাহায্যে বিশেষ দূষণযুক্ত জায়গাগুলি শনাক্ত করা সম্ভব৷ অঁতোয়ান ব্রুজ মনে করেন, ‘‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা অগ্রাধিকার স্থির করতে পারি৷ দূষণ সব জায়গা থেকে আসে কিন্তু আমরা জানি যে সমুদ্রে দূষণের সিংহভাগের উৎসই নদীবাহিত জঞ্জাল৷ তবে কোন নদীগুলি সবচেয়ে দূষিত আমরা এখনো তা জানি না৷''

সেই অ্যাপ অবশ্য মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করতে পারে না৷ শুধু জার্মানিতেই প্রতি বছর মাথাপিছু চার কিলো মাইক্রোপ্লাস্টিক পরিবেশে যুক্ত হয়৷ যানবাহনের টায়ার, শিল্পক্ষেত্রের বর্জ্য ও গৃহস্থালীর জঞ্জালই তার মূল উৎস৷ পরিশোধনের প্লান্টে বর্জ্য পানি থেকে এত ক্ষুদ্র পদার্থ ছেঁকে নেওয়া অত্যন্ত কঠিন৷

প্লাস্টিক দূষণের মোকাবিলা করতে আরো উদ্যোগ নেওয়া উচিত বলে তরুণ ‘প্লাস্টিক পাইরেট'-রা মনে করে৷ মনোরম এই জায়গায় মাত্র দুই ঘণ্টা কাটিয়ে তারা এত জঞ্জাল সংগ্রহ করেছে যে সেগুলি বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়৷

টিম শাউয়েনব্যার্গ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ