1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নদী ভাঙন ও বন্যায় অসহায় মানুষ

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২ সেপ্টেম্বর ২০২১

দেশের ১৩ জেলা এখন বন্যা কবলিত৷ বন্যার পানিতে মানুষের ঘরবাড়ি যেমন তলিয়ে গেছে, তেমনি নদী ভাঙনেও সর্বস্ব হারাচ্ছে মানুষ৷ ব্রহ্মপুত্র, যমুনা আর তিস্তা নদীর ভাঙন তাদের সব কিছু কেড়ে নিচ্ছে৷

পদ্মার উপচে পড়া পানিতে মানিকগঞ্চের প্লাবিত অঞ্চল৷ ছবিটি ২৩ আগস্টের৷ ছবি: Fatima-Tuj Johora/picture alliance/ZUMAPRESS.com

বন্যা পূর্ভাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি বেশ খারাপ৷
দেশের আটটি নদীর পানি ১৯টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে৷ দেশের উত্তর, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের ১৩ জেলার বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত আছে৷ ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা, পদ্মা নদীর পানি বাড়ছে৷
কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এবং শরীয়তপুর- এই ১১ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে৷ এর সাথে মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে বলে জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া৷

মো. আরিফুজ্জামান ভূঁইয়া

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘এবারের এই বন্যার কারণে উজানে প্রবল বৃষ্টিপাত৷ আসামে অনেক বৃষ্টি হয়েছে৷ সেই পানির ঢলে বাংলাদেশের উত্তর, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের জেলাগুলো বন্যার পানিতে প্লাবিত হচ্ছে৷’’

তিনি জানান, আরো দুই-তিন দিন বন্যা পরিস্থিতির অবনতি ঘটবে৷ তারপর উন্নতির আশা করা যায়৷ তিনি আরো জানান, যেসব জেলায় বন্যা হচ্ছে হচ্ছে সব জেলায়ই কম বেশি নদী ভাঙন হচ্ছে৷

ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ এর তীরবর্তী কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া এবং বেগমগঞ্জ ইউনিয়ন, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন এবং চিলমারীর নয়ারহাট ইউনিয়নসহ আরো অনেক এলকায় তীব্র নদী ভাঙন চলছে৷ কয়েকশ’ পরিবার গৃহহীন হয়ে পড়েছে৷ উলিপুরের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘‘উলিপুরের মোল্লারহাট নদী গর্ভে চলে গেছে৷ সেখানে ৩৫০টির মতো দোকান ছিল৷ ৬ নাম্বার ওয়ার্ডে সাড়ে তিনশ'র মতো পরিবার ছিল৷ তাদের সবার বাড়িঘর নদীতে ভেঙে গেছে৷ ৭ নাম্বার ওয়ার্ডের ১০০ বাড়ি নদী গর্ভে চলে গেছে৷’’

তিনি জানান, ‘‘যাদের বাড়িঘর ভেঙে গেছে, তারা পাশের গ্রামগুলোর খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন৷ কোনো সহায়তা তারা এখনো পাননি৷’’

মিজানুর রহমান

This browser does not support the audio element.

একই জেলার রাজাহাটে তিস্তার ভাঙনও তীব্র হয়েছে৷ ত্রাণ বরাদ্দ হলেও তা বিতরণ এখনো শুরু হয়নি৷ তালিকাও করা হয়নি৷

যমুনার তীরেও তীব্র ভাঙন চলছে৷ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নেও ভাঙন চলছে৷ ওই ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ জানান, ‘‘জালালপুর ইউনিয়নের জালালপুর , পাকড়তলা,ঘাটামারি, পুটিপাড়া ও ঘেটা গ্রামের ৭৫০টির মতো বাড়িঘর নদীতে ভেঙে গেছে৷ প্রায় আড়াই-তিন হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছেন৷ কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন৷ কেউ আবার নাটোরে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছেন৷ দূরের বাঁধেও পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন কেউ কেউ৷” তিনি বলেন, বন্যার চেয়ে নদী ভাঙন বেশি বিপদে ফেলেছে৷

‘‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একবার মাত্র ৫০০ জনের জন্য পাঁচ মেট্রিক টন চাল দিয়ে গেছে৷ কিন্তু অনেক মানুষের সহায়তা দরকার,’’ বলেন তিনি৷

প্রতিবছরই এখানে নদী ভাঙে৷ কিন্তু ভাঙন রোধের কোনো উদ্যোগ অতীতে নেয়া হয়নি৷ এ বছর একনেকে নদী শাসনের জন্য ৬৫০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে৷ তিনি দুঃখ করে বলেন, ‘‘আমাদের এলাকায় কোনো এমপি-মন্ত্রী নাই, তাই আমাদের দেখার কেউ নাই৷’’

সুলতান মাহমুদ

This browser does not support the audio element.

বাংলাদেশে প্রতিবছর পাঁচ-ছয় হাজার হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়৷ ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে এক লাখ মানুষ৷ ওয়াটার কিপারস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী শরীফ জামিল বলেন, ‘‘ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর উজানে ভারতে বাঁধ দেয়ায় নদীর স্বাভাকিক গতিপ্রবাহ নষ্ট হয়ে গেছে৷ আর আমাদের দেশে এই নদীর বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করা হয়েছে , যার পরিণতি এই নদী ভাঙন৷ কারণ, নদীর পানি নিয়ন্ত্রণ করায় নদী ভরাট হয়ে যায়৷ নদী তার গতিপথ পরিবর্তন করে৷ বর্ষা মৌসুমে যখন পানি ছেড়ে দেয়া হয়, তখন নদীর ওই পানি নেয়ার সক্ষমতা থাকে না৷’’

তিনি বলেন, ‘‘বগুড়ার শারিয়াকন্দিতে এ পর্যন্ত বিভিন্ন সময়ে সাতবার নদীভাঙন হয়েছে৷’’ তিনি জানান, নদী ভাঙনসহ জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর চার লাখ মানুষ উদ্বাস্তু হয়ে ঢাকা শহরে আসেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ