1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‌নন্দীগ্রামে ভোটারও হলেন প্রার্থী শুভেন্দু

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১২ মার্চ ২০২১

শুক্রবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী৷ তার আগে নিজের ভোটও নিয়ে এলেন নন্দীগ্রামে৷

শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিচ্ছেন
শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দিচ্ছেনছবি: Privat

কয়েকদিন আগেই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ‘‌বহিরাগত’ তত্ত্বের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘‘আমি তো এখানকার মানুষ, এখানকার ভোটার৷ উনি তো এখানে বহিরাগত৷ ভবানীপুরে বসে ওঁকে দেখতে হবে, নন্দীগ্রাম হাতছাড়া হচ্ছে৷ মাননীয়াকে নন্দীগ্রামে হারাবো, হারাবোই, হারাবোই!‌’’

সেই বক্তব্যকে আরো মজবুত করতেই সম্ভবত শুক্রবার হলদিয়া এসডিও দপ্তরে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগে নিজের ভোটার নথিভুক্তি বদলে ফেললেন শুভেন্দু অধিকারী৷ এতদিন তিনি ছিলেন হলদিয়ার ভোটার, এবার তিনি নন্দীগ্রামের ভোটার হিসেবে ভোট দেবেন৷ তার নতুন ভোটগ্রহণ কেন্দ্র হবে নন্দীগ্রামের নন্দয়কবাড়ি প্রাথমিক স্কুল৷

তার আগে স্থানীয় সিংহবাহিনী মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী, জানকীনাথ মন্দিরে যজ্ঞে আহুতি দেন৷ শ্রদ্ধা জানান বামফ্রন্ট আমলে নন্দীগ্রামে আন্দোলনরত বাসিন্দাদের ওপর পুলিশের গুলিতে নিহত তৃণমূল কংগ্রেস কর্মীদের স্মারক বেদিতে৷ এই নন্দীগ্রাম আন্দোলনই দশ বছর আগে মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার ক্ষেত্রে সহায়ক হয়েছিল৷ এই আন্দোলনেই রাজ্যের বাম–বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হিসেবে উঠে এসেছিলেন শুভেন্দু অধিকারী৷ হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একজন বিশ্বস্ত সেনাপতি৷ তৃণমূল প্রার্থী হিসেবে লোকসভা ভোটে জিতে সংসদে গিয়েছিলেন শুভেন্দু৷ পরে বিধানসভায় জিতে মমতা ব্যানার্জির সরকারের মন্ত্রীও হয়েছিলেন৷ ঘটনাচক্রে দুজন এখন পরস্পরের প্রতিপক্ষ৷ এদিন মনোনয়ন জমা দেওয়ার পর হলদিয়ায় ফিরে এক জনসভায় শুভেন্দু কড়া ভাষায় আক্রমণ করেন প্রাক্তন নেত্রীকে৷ কটাক্ষ করেন, তৃণমূল দলটা এখন তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড৷ নেত্রী এবং তার ভাইপোই সেখানে সর্বেসর্বা৷ বাকি কারো কথা বলার জায়গা নেই৷ কারো কথা নেত্রী শোনেন না৷ তাই ফের পরিবর্তন দরকার বাংলায়৷ এবার আসল পরিবর্তন হবে৷ ২ মে বিজেপি সরকার গড়বে রাজ্যে৷ ডবল ইঞ্জিন সরকার না এলে বাংলায় বেকারত্ব ঘুচবে না৷

এদিন বিরাট শোভাযাত্রা করে, রীতিমতো বাজনা বাজিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান শুভেন্দু অধিকারী৷ তবে নতুন নিয়ম অনুযায়ী যেহেতু পাঁচজনের বেশি মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারেন না, সমর্থকদের বাইরে রেখে, দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধানকে সঙ্গে নিয়ে হলদিয়া এসডিও দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু৷ এদিকে শুভেন্দুর বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে অভিযোগ জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস৷ বলেছে, নন্দীগ্রামের সভায় লাগাতার প্ররোচনা দিয়ে যাচ্ছেন শুভেন্দু৷ নন্দীগ্রামে মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনার তদন্তও দাবি করেছে তারা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ