1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নন-ডেস্ট্রাক্টিভ টেস্টিং’: অ-বৈনাশিক পরীক্ষা

কর্নেলিয়া বর্মান/এসি৩১ মে ২০১৪

ফ্লাক্স-স্ক্রলার কাকে বলে জানেন? মসৃণ লোহার ওপর চুলের দাগের মতো, কিংবা আঁচড়ের মতো সরু ফাটল আবিষ্কার করার ক্ষমতা রাখে এই যন্ত্র৷ অপর একটি সেন্সর যন্ত্র দিয়ে কংক্রিটে চিড় ধরেছে কিনা, তাও বোঝা সম্ভব৷

ফ্লাক্স-স্ক্রলার দিয়ে ট্রেনের চাকায় চুলের মতো সূক্ষ্ম ফাটলও ধরা পড়েছবি: Reuters

এই সব যন্ত্র উদ্ভাবন করা হচ্ছে জারব্রুকেনের ফ্রাউনহোফার ইনস্টিটিউটে, যার পুরো নাম হলো: ফ্রাউনহোফার ইনস্টিটিউট ফর নন-ডেস্ট্রাক্টিভ টেস্টিং বা আইজেডএফপি৷ ইনস্টিটিউটের গবেষকরা তাঁদের যন্ত্রপাতি ভাড়াও দিয়ে থাকেন, কেননা সেন্সরের মাধ্যমে টেস্টিং-এর বাজার বাড়ছে বৈ কমছে না৷

কখনো গোঙাচ্ছে, কখনো চিঁ চিঁ করছে: এমনই একটি অদ্ভুত বস্তু হলো এই ‘ফ্লাক্স-স্ক্রলার'৷ জার্মান ও ফরাসি গবেষকরা মিলে যন্ত্রটি উদ্ভাবন করেছেন৷ এটি বস্তুত একটি রোবোট৷ এই ফ্লাক্স-স্ক্রলার যখন একটি লোহার পাইপের চারপাশে ঘোরে কিংবা কেঁচোর মতো সেই পাইপ বেয়ে এগোতে থাকে, তখন সে আসলে পাইপের উপরিভাগ পরীক্ষা করে দেখে খুঁত বার করার চেষ্টা করছে৷ সেটাই হলো এই যন্ত্রের কাজ৷ প্রযুক্তিবিদ ও তাদের সহযোগী শিল্পসংস্থারা মিলে যন্ত্রটিকে বাজারে বিক্রি করার পর্যায়ে আনার চেষ্টা করছেন৷ চেইন বা শিকল তৈরির কোম্পানিরা ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে৷

জারব্রুকেনের আইজেডএফপি-র ইওখেন কুরৎস বলেন: ‘‘চেইন বা শিকল পরীক্ষার আন্তর্জাতিক চাহিদা আছে৷ আমরা তো শুধু ঝোলানো সেতুর চেইনের কথাই ভাবছি না: যে কোনো ধরনের কনস্ট্রাকশন, যা-তে চেইন আছে, সে সবই এভাবে পরীক্ষা করা সম্ভব৷ কাজেই এর একটা বেশ বড় বাজার আছে, বলে আমার ধারণা৷''

সেতু হলো অবকাঠামোর অঙ্গ৷ কাজেই সেতু পরীক্ষা ফ্রাউনহোফার ইনস্টিটিউটের গবেষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ কাজ৷ এ কাজের জন্য তাঁরা একটি বিশেষ ধরনের সেন্সর উদ্ভাবন করেছেন৷ এই যন্ত্রটি তাঁরা বানিয়েছেন জার্মান রেলওয়ের জন্য: যন্ত্রটি দিয়ে ট্রেনের চাকায় চুলের মতো সূক্ষ্ম ফাটলও ধরা পড়ে৷ ইতিমধ্যেই একশোটির বেশি ওয়ার্কশপে এই টেস্টিং প্রণালী চালু হয়ে গেছে৷ তার মধ্যে একটি বসানো হয়েছে ইংলিশ চ্যানেলের নীচে ইউরো টানেলে৷

ইওখেন কুরৎস বলেন: ‘‘ফ্রাউনহোফার সমিতির ঘোষিত লক্ষ্য হলো, ফলিত বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা৷ যে কারণে আমরা শিল্পসংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলি৷ ফ্রাইনহোফার সমিতি তার কর্মীদের শিল্প-ব্যবসায়ের পক্ষে উপযোগী গবেষণা প্রকল্পে কাজ করতে উৎসাহ দেয়৷'' কোনো শিল্পসংস্থার প্রকল্পে এক ইউরো রোজগার হলে, তার ৩০ সেন্ট পান গবেষকরা৷ যেমন তেল ও গ্যাসের পাইপলাইন পরীক্ষা করার সেন্সর৷ গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তৈরি ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে ভালোই আমদানি হয়৷ গবেষকরা গতবছর এভাবে রোজগার করেছেন মোট ১ কোটি ২০ লক্ষ ইউরো৷

টেস্টিং-এর জন্য রোবোট ভাড়া দিয়েও রোজগার হয়৷ অবশ্য ভাড়ার রোবোট মাত্র দু'টি৷ চাকা দেওয়া গাড়িটি যা পরীক্ষা করে, তা হলো কংক্রিট, যা কিনা পরীক্ষা করা খুব শক্ত৷ এই রোবোটটি প্রায়শই ভাড়া দেওয়া হয়ে থাকে, কেননা রোবোটটি দ্রুত এবং অপেক্ষাকৃত সহজ পন্থায় ভবনটির অবস্থা যাচাই করতে পারে৷ ইওখেন কুরৎস-এর ভাষ্যে:

‘‘এ থেকে জানা যায়, কোথায়, কখন এবং কীভাবে মেরামতির কাজ করতে হবে৷ মেরামতির জন্য পরিকল্পনার প্রয়োজন৷ প্রায়ই দেখা যায়, কারখানা অথবা বাড়ির আদত নকশা খোয়া গেছে৷ কাজেই ভেতরের কাঠামো সম্বন্ধে কেউ কিছু জানে না৷ কিন্তু ক্ষয়ক্ষতি চোখে পড়লে, সেগুলো কোত্থেকে এলো, তা জানা দরকার৷''

এখনও বহু বাড়ি, সেতু কিংবা অন্যান্য স্থাপত্যে স্থায়ী সেন্সর না বসিয়ে উপায় নেই৷ তবে ইনস্টল্ড হোক আর মোবাইল, সেন্সরের মাধ্যমে টেস্টিং বেড়েই চলেছে৷ কেননা সর্বত্রই বাড়ছে অবকাঠামোর বয়স৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ