1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নবজাতককে হত্যা চেষ্টার সন্দেহে মা গ্রেপ্তার জার্মানিতে

২৫ মে ২০২০

জার্মানির বাড জেগেন ব্যার্গ শহরে রাস্তার ধারে ঝোপের ভেতর এক শিশুকে কম্বল মোড়ানো অবস্থায় পাওয়া যায়৷ শিশুটিকে হত্যার সন্দেহে মাকে গ্রেপ্তার করা হয়েছে৷

নবজাতককে হত্যা চেষ্টার সন্দেহে মা গ্রেপ্তার জার্মানিতে
প্রতীকী ছবিছবি: AP

নবজাতককে হত্যার সন্দেহে তার মাকে গত রোববার জার্মানির শ্লেসভিগ -হলস্টাইন রাজ্যের বাড জেগেন ব্যার্গ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে জানায় পুলিশ৷ ২৬ বছর বয়সি এই মা তার শিশুকে রাস্তার পাশে এক ঝোপের মধ্যে ফেলে যায়

শিশুর মায়ের পরিচিতজনদের জানানো তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ যদিও এ সম্পর্কে বিস্তারিকভাবে এখনো জানা যায়নি৷

শনিবার রাতে রাস্তার দিয়ে যাওয়ার সময় একজন পথচারী পাশের ঝোপ থেকে কেমন যেন  শব্দ শুনতে পেয়ে কাছে গিয়ে গরম কম্বলে মোড়ানো একটি  শিশুকে দেখতে পায়৷

ঠান্ডায় প্রায় জমে যাওয়া ছেলে শিশুটিকে সাথে সাথেই অ্যাম্বুলেন্সে করে হামবুর্গের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শিশুর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল৷  শিশুর মায়ের পরিচিতদের তথ্যমতে রাস্তার পাশে ফুটপাতেই নাকি এই নবজাতকের জন্ম হয়েছে৷

এনএস/কেএম (এএফপি) 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ