1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাচ্চা ডায়ালিসিস মেশিন

২৬ মে ২০১৪

অনেকের ধারণা কিডনির অসুখ একমাত্র বড়দেরই হয়৷ কিন্তু না৷ জন্ম নেয়ার পরপরই যে শিশুদের কিডনি জটিলতা ধরা পড়ে, তাদের জন্য এবার ছোট আকৃতির ডায়ালিসিস মেশিন তৈরি করেছেন ইটালির চিকিৎসকরা, যা দিয়ে তাদের জীবন বাঁচানো সম্ভব৷

Deutschland Krebskranke Kinder im Krankenhaus
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

এমনিতে হাসপাতালে শিশু বা নবজাতকের কিডনি জটিলতার ক্ষেত্রে সাধারণ ডায়ালিসিস মেশিনই ব্যবহার করা হয়৷ কিন্তু সঠিক মাপে বদলে নেয়া না হলে শিশুদের জন্য তা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে৷

ইউরোপের বিভিন্ন হাসপাতালে প্রতি বছর যেসব শিশুর জন্ম হয়, তাদের ১ থেকে ২ শতাংশের ক্ষেত্রে কিডনি জটিলতা দেখা দেয়৷ কিডনি কাজ না করলে শরীরে রক্ত পরিশোধন হয় না৷ তখন ডায়ালিসিস মেশিন ব্যবহার করে এই পরিশোধনের কাজটি করা হয়৷

ব্রিটিশ রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেল্থ-এর মুখপাত্র ডা. হিদার ল্যাম্বার্ট বলেন, ‘‘খুব কম নবজাতকের ক্ষেত্রেই হয়ত এ ধরনের চিকিৎসা প্রয়োজন হয়৷ তবে সময়মতো চিকিৎসা দিতে পারলে এই মেশিন জীবন বাঁচাতে পারে৷''

ল্যাম্বার্ট ও তাঁর সহকর্মীরা ‘গ্রেট নর্থ চিলড্রেনস হসপিটাল'-এ শিশুদের জন্য বিশেষ ধরনের ডায়ালিসিস যন্ত্র তৈরির কাজ করছেন৷ আর ইটালির সান বর্তোলো হাসপাতালের ডা. ক্লাওদিও রংকো ও তাঁর সহকর্মীদের তৈরি করা ডায়ালিসিস মেশিন গত বছরই ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন পেয়েছে৷

এই মিনি ডায়ালিসিস মেশিন ব্যবহার করা যায় সেই শিশুদের ক্ষেত্রে যাঁদের ওজন দশ কিলোগ্রামের কম৷ এই মেশিনে প্রথম যে শিশুটির চিকিৎসা দেয়া হয়েছিল, তার ওজন ছিল তিন কিলোগ্রাম৷ তার কিডনিসহ বেশ কয়েকটি অঙ্গ কাজ করছিল না৷

ডা. রংকো বলেন, ‘‘মেয়েটার বাবা-মা ধরেই নিয়েছিল যে সে আর বাঁচবে না৷ কিন্তু এক মাস চিকিৎসা চলার পর সে সুস্থ হয়ে উঠতে শুরু করল৷''

এই চিকিৎসক জানান, মেয়েটির কিডনিতে এখনো সামান্য সমস্যা রয়েছে৷ তার আরো ভিটামিন ডি প্রয়োজন৷ এ সব বাদ দিলে সে স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে৷

প্রতিটি মিনি ডায়ালিসিস মেশিনের দাম পড়ে ৩৫ হাজার ইউরো৷ এর বিক্রি থেকে কোনো মুনাফা করা হয় না বলে ডা. রংকো জানান৷

তাঁরা এই যন্ত্র চালু করার পর এ পর্যন্ত দশটি শিশু চিকিৎসা পেয়ে ভালো হয়ে উঠেছে৷

জেকে/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ