1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশন

৯ ফেব্রুয়ারি ২০১২

বাংলাদেশের নবনিযুক্ত নির্বাচন কমিশনররা বলেছেন, কোন হুমকির কাছে মাথা নোয়ালে চলবেনা৷ নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করবেন৷ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে তারা সবার কাছে গ্রহণযোগ্য হবেন বলে তাদের আশা৷

ছবি: DW

নতুন চারজন নির্বাচন কমিশনারের একজন হলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক৷ নিয়োগ পাওয়ার পর তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন, স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে৷ আইনি সীমানা জেনে কাজ করতে হবে৷ কোন হুমকির কাছে মাথা নোয়ানো যাবেনা৷

আরেকজন নতুন নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ মনে করে,ন নিরপেক্ষভাবে কাজ করলে সবার কাছেই গ্রহণযাগ্য হওয়া যায়৷ তিনি বলেন, তিনি যদি বিএনপি'র জন্য কোন ক্ষতিকর কাজ না করেন তাহলে বিএনপি'র তাকে মেনে না নেয়ার কোন কারণ নেই৷

প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদছবি: DW

আর বিদায়ী নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, শুধু সার্চ কমিটি নয়, তারা চেয়েছিলেন নির্বাচন কমিশন গঠনে আইনের পরিবর্তন৷ হয়তো সময়ের অভাবে সরকার সেটি করতে পারেনি৷

অন্যদিকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মনে করেন, এখন যত না না করুক শেষ পর্যন্ত বিএনপি নতুন নির্বাচন কমিশনকে মেনে নেবে৷ আর বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, অতীতে কখনোই এত স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠন করা হয়নি৷ বিএনপি'র উচিত দায়িত্বশীল হওয়া৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ