1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কমিশন

৯ ফেব্রুয়ারি ২০১২

বাংলাদেশের নবনিযুক্ত নির্বাচন কমিশনররা বলেছেন, কোন হুমকির কাছে মাথা নোয়ালে চলবেনা৷ নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করবেন৷ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে তারা সবার কাছে গ্রহণযোগ্য হবেন বলে তাদের আশা৷

ছবি: DW

নতুন চারজন নির্বাচন কমিশনারের একজন হলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক৷ নিয়োগ পাওয়ার পর তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন, স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে৷ আইনি সীমানা জেনে কাজ করতে হবে৷ কোন হুমকির কাছে মাথা নোয়ানো যাবেনা৷

আরেকজন নতুন নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ মনে করে,ন নিরপেক্ষভাবে কাজ করলে সবার কাছেই গ্রহণযাগ্য হওয়া যায়৷ তিনি বলেন, তিনি যদি বিএনপি'র জন্য কোন ক্ষতিকর কাজ না করেন তাহলে বিএনপি'র তাকে মেনে না নেয়ার কোন কারণ নেই৷

প্রধান নির্বাচন কমিশনার সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদছবি: DW

আর বিদায়ী নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, শুধু সার্চ কমিটি নয়, তারা চেয়েছিলেন নির্বাচন কমিশন গঠনে আইনের পরিবর্তন৷ হয়তো সময়ের অভাবে সরকার সেটি করতে পারেনি৷

অন্যদিকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মনে করেন, এখন যত না না করুক শেষ পর্যন্ত বিএনপি নতুন নির্বাচন কমিশনকে মেনে নেবে৷ আর বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, অতীতে কখনোই এত স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠন করা হয়নি৷ বিএনপি'র উচিত দায়িত্বশীল হওয়া৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ