1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নববর্ষের গান

৫ জানুয়ারি ২০১২

যুগ যুগ ধরে সুখ, শান্তি আর সমৃদ্ধি কামনা করে নববর্ষকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন স্বাদে বাঁধা হয়েছে বহু গান৷

বার্লিনে ২০১২ সালের নববর্ষছবি: Reuters

বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আনন্দ আর ঝলমলে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছরকে৷ ৩১ ডিসেম্বরের মধ্যরাত থেকে পয়লা জানুয়ারির ভোরবেলা অবধি আনন্দ উৎসবে মেতে থাকে মানুষ৷ নববর্ষের ঐতিহ্যবাহী গানের মধ্যে ‘অল্ড লেইন সাইন' খুবই জনপ্রিয় একটি গান৷ অষ্টাদশ শতাব্দীতে রচিত স্কটিশ এই গান গেয়েছেন বহু খ্যাতিমান সংগীত শিল্পী৷ যেমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন সংগীত তারকা মারিয়া ক্যারি৷ আর খোদ রবীন্দ্রনাথ এই সুরের আদলে রচনা করেন তাঁর চিরায়ত হয়ে ওঠা সেই গান - ‘পুরানো সেই দিনের কথা...'৷

ইউ-টু গোষ্ঠীর গায়ক বোনোছবি: AP

১৯৮৩ সালে মুক্তি পায় বিখ্যাত ব্রিটিশ সংগীত গোষ্ঠি ইউ টু-এর অ্যালবাম ‘ওয়ার'৷ এই অ্যালবামের একটি হিট গান ‘নিউ ইয়ার্স ডে'৷ এই গান মূলত পোলান্ডের সেই সময়কার ‘সলিডারিটি' আন্দোলনকে উৎসর্গ ক'রে৷ ইউরোপ সহ বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় প্রথমদিকে স্থান পায় এই গান৷

মার্কিন হিপ-হপ সংগীত গোষ্ঠী ‘ব্ল্যাক আইড পিজ' পশ্চিমের বর্তমান তরুণ সমাজে অত্যন্ত জনপ্রিয়৷ ২০০৪ সালে প্রকাশিত তাদের অ্যালবাম ‘লেটস গেট ইট স্টার্টেড' স্বাগত জানায় ২০০৫ কে৷ সে বছর এই অ্যালবামের জন্য সেরা সঙ্গীত গোষ্ঠী হিসেবে গ্র্যামি পুরস্কারে ভূষিত হয় ‘ব্ল্যাক আইড পিজ'৷

বিশ্বখ্যাত সুইডিশ শিল্পী গোষ্ঠী ‘আবা'র ‘হ্যাপি নিউ ইয়ার' একটি অত্যন্ত জনপ্রিয় গান৷ ১৯৮০ সালে ‘সুপার ট্রুপার' অ্যালবামের মধ্য দিয়ে এই গান প্রথম প্রকাশ পেলেও ১৯৯৯ সালে মুক্তি পায় তার ইংরেজি সংস্করণ৷ আজো চির সবুজ হয়ে আছে এই গান৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ