1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পান্তা-ইলিশ’ না ‘পান্তা-ভর্তা’

১৪ এপ্রিল ২০১৪

আজ পহেলা বৈশাখ৷ বাঙালির আজ আনন্দের দিন, উৎসবের দিন৷ সেই হাওয়ার পরশ লেগেছে ব্লগ আর ফেসবুকেও৷ বৈশাখী খাওয়া দাওয়া, রঙিন পোশাক, মঙ্গল শোভাযাত্রা – এ সব ছবিতেই সেজেছে সবার ফেসবুক ওয়াল, চলছে আলোচনা৷

ছবি: DW/M. Mamun

সামহয়্যার ইন ব্লগ, আমারব্লগ সহ কয়েকটি ব্লগ সাইট পাঠকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তাদের প্রথম পাতায় পরিবর্তন এনেছে৷ ‘নববর্ষের সেকাল একাল' শিরোনামে সামহয়্যার ইন ব্লগে লেখা একটি পোস্টে তাসজিদ বাংলা বর্ষবরণের ইতিহাস তুলে ধরেছেন৷

একই ব্লগে শাহজাহান আহমেদ তাঁর পোস্টে ভবিষ্যতে পান্তা-ইলিশের পরিবর্তে পান্তা-ভর্তা খাওয়ার চল শুরুর পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছেন৷ তিনি লিখেছেন, ‘‘বৈশাখ মাস ইলিশের মৌসুম না৷ অমৌসুমের ইলিশের দাম হয় আকাশ-ছোঁয়া৷ যাদের প্রচুর টাকা-পয়সা তাঁরাই ইলিশ বিলাস করতে পারে৷ বেশিরভাগ মানুষই ইলিশ কিনতে পারে না৷ নতুন বছরে জাতির একটা বিশাল অংশকে বঞ্চিত করে কিছু মানুষ পান্তা-ইলিশ খেয়ে সংস্কৃতি রক্ষার গর্ব করবে, তা হতে পারে না৷ নববর্ষের এই আইটেমটা বাদ দিয়ে যদি আগামী বছর থেকে আমরা পান্তা-ভর্তা যোগ করি, তাহলেই আমার মনে হয় সর্বোচ্চ বাঙালিয়ানার গর্বে আমরা গর্বিত হতে পারব৷ পান্তা ভাতের সাথে ভর্তাটাই মানানসই, ইলিশ না৷''

আজ ফেসবুক খুললেই পাওয়া যাচ্ছে বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা৷ সঙ্গে থাকছে তাঁদের নতুন বছরকে বরণ করে নেয়ার কথা৷ এসবের মধ্যে সুমন রহমান নববর্ষ উপলক্ষ্যে ‘প্রথম আলো'-র বিশেষ সংখ্যায় প্রকাশিত তাঁর নিজের লেখার একটি অংশ ফেসবুকে তুলে দিয়েছেন৷ বাউলগানের ‘বাহিরানা' শীর্ষক লেখায় তিনি লিখেছেন, ‘‘বাউলগান যে সমসাময়িক বাংলাদেশে অত্যন্ত দাপটের সঙ্গে টিকে আছে, তার পেছনে বাউল জীবনচর্চার অবদান হয়ত খুব বেশি নেই৷ লালনের পর আরও যাঁরা বাউলগানকে সমৃদ্ধ করেছেন, তাঁদের বেশির ভাগই জীবনচর্চায় বাউল ছিলেন না৷ আবার তাঁরা যে ঘটা করে নিজেদের ‘অবাউল' দাবি করেছেন, এমনও নয়৷ জাতিগঠনের চক্করে বাউলগানের অছিলায় বাউলিয়ানার একটা ঢিলেঢালা চর্চা সমাজে দাঁড়িয়ে গেছে৷ ফলে এই অবধারিত ডায়ালেকটিকসকে খেয়াল না করে আমাদের উপায় নেই: একদিকে আখড়ার বাউল এবং তাদের অথেনটিসিটির অহম, অন্যদিকে হাইব্রিড বাউল এবং তাদের অভিযোজনের জখম৷ একদিকে সাধনা, অন্যদিকে বাজার৷ একদিকে তত্ত্বের আলাপ, অন্যদিকে সমাজ-অনুশীলন৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ