1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নববর্ষে বাজি ফাটাতে গিয়ে জার্মানিতে নিহত চার

১ জানুয়ারি ২০২৫

দেশজুড়ে একাধিক আগুন লাগার ঘটনা ঘটেছে। শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জার্মানির বর্ষবরণে চারজনের মৃত্যু
জার্মানিতে আতসবাজি ফেটে মৃত চারছবি: Pia Bayer/dpa/picture alliance

জার্মানির বিভিন্ন প্রান্তে নববর্ষের রাতে চার জনের মৃত্যু হয়েছে। বাজি ফাটাতে গিয়ে আগুন লেগে এই ঘটনা ঘটেছে। বাজি থেকেই একটি গুদামে বিরাট আগুন লেগে যায়।

মঙ্গলবার রাতে প্রায় গোটা দেশেই ব্যস্ত থাকতে হয় পুলিশ এবং দমকলকর্মীদের। আগুন নেভাতে গিয়ে বেশ কিছু জায়গায় আহত হয়েছেন দমকলকর্মীরা। বার্লিনে এক দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, একটি সার্জারি করতে হয়েছে। তবে এখনো ওই ব্যক্তির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে বার্লিনের ইউনিভার্সিটি হাসপাতাল জানিয়েছে, সেখানে আটজনকে ভর্তি করা হয়েছে। ভোরের দিকে আরো সাতজনকে ভর্তি করতে হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

বার্লিন পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বার্লিনের সিটি সেন্টারকে নো-ফায়ারওয়ার্ক জোন বানানো হয়েছিল। কিন্তু সেখানেও কেউ কেউ আতসবাজি ফাটানোর চেষ্টা করেছিল বলে পুলিশ জানিয়েছে।

জার্মানিতে বর্ষবরণের রাতছবি: Sebastian Willnow/dpa/picture alliance

বার্লিন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানিয়েছেন, ''ভোর পর্যন্ত ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'' কিছু জায়গায় যারা আতসবাজি ফাটাবেন, তাদের পুলিশ এসকর্ট করে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, বেশ কিছু পুলিশ অফিসারও আক্রান্ত হয়েছেন। মূলত বেআইনি আতসবাজি ফেটে তারা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কোলন পুলিশ জানিয়েছে, সেখানে দুজন অফিসার আহত হয়েছেন। লাইপজিগে ৫০ জনের একটি দল দমকলকর্মীদের আক্রমণ করেন। হামবুর্গেও একই ঘটনা ঘটেছে।

তবে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে নইভিডে। জার্মানির পশ্চিমে এই ছোট্ট শহরে একটি গুদামে আগুন লেগে যায়। পুলিশের ধারণা, আতসবাজি থেকেই সেখানে আগুন লাগে। ওই গুদামে কাঠ রাখা ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে যায়। আশপাশের বাড়িতে আগুন ছড়াতে থাকে। দমকলকর্মীরা আশপাশের বাড়ির মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে যান।

এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ