1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদের অধিবেশন শেষ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ নভেম্বর ২০১৩

নবম জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়েছে বুধবার৷ সংসদ সদস্যরা তাঁদের পদে বহাল থাকলেও এই মেয়াদে সংসদের অধিবেশ আর বসবে না৷ তাই বিরোধী দলের নির্দলীয় সরকারের দাবি পূরণে সংবিধান সংশোধনেরও কোনো সুযোগ নেই৷

SBB-64333 : Parliament House in Dhaka ; Bangladesh picture-alliance/Dinodia Photo
ছবি: picture-alliance/Dinodia Photo

বুধবার রাতে নবম জাতীয় সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত৷ নির্বাচন হবে সাংবিধানিক কাঠামোর মধ্যেই৷ এছাড়া নির্বাচনকালীন সরকার পরিচালনার দায়িত্ব পালন করতে রাষ্ট্রপতি তাঁকে অনুমতি দিয়েছেন বলেও জানান তিনি৷ তিনি বলেন, বৃহস্পতিবার নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্যদের নাম এবং তাঁদের দপ্তর বণ্টনের গেজেট প্রকাশিত হবে৷ তাই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়কে আবারো নাকোচ করে দিয়ে বিরোধী দল বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলকেও নির্বাচনকালীন সরকারে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল৷ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, তারা যোগ দেয়নি৷ তিনি বলেন, ছোট আকারের নির্বাচনকালীন মন্ত্রিসভা নির্বাচন কমিশনকে সহায়তা করবে আর ‘রুটিন ওয়ার্ক' চালিয়ে যাবে৷

শেখ হাসিনা তাঁর সমাপনী ভাষণে বলেন, একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে৷ নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই৷ তাঁর কথায়, দেশের উন্নয়নের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা প্রয়োজন৷ সে কারণেই তাঁর সরকার কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়াকে সুযোগ দেবে না৷

তিনি সংসদে জানান, দশম জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে৷ এই নির্বাচন কেউ বাধাগ্রস্থ করতে পারবে না৷ তিনি বলেন, নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ৷

২০০৯ সালের ২৫শে জানুযারি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল৷ মোট ১৯টি অধিবেশনের মাধ্যমে এই সংসদের কার্যক্রম শেষ হলো৷ এই সংসদের মেয়াদ ২৪শে জানুয়রি পর্যন্ত হলেও আর অধিবেশন বসবে না৷ অর্থাৎ, আগামী জানুযারি মাসে নির্বাচনকে সামনে রেখেই অধিবেশ শেষ করা হলো৷

এদিকে বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে আসছে৷ তাদের দাবি ছিল, সংসদের এই শেষ অধিবেশনেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা৷ এ জন্য তারা এই অধিবেশনের শুরুর দিকে সংসদে গিয়ে খালেদা জিয়ার প্রস্তাব তুলে ধরেছিল৷ কিন্তু সংসদের অধিবেশন শেষ হয়ে যাওয়ায় এখন আর সেই সুযোগ নেই বলে ডয়চে ভেলেকে জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ. ম রেজাউল করিম৷ তিনি বলেন, অতি গুরত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রয়োজনে রাষ্ট্রপতি চাইলে সংসদের অধিবেশন ডাকতে পারেন৷ তবে তার নজির এখন পর্যন্ত বাংলাদেশে নেই বলে জানান তিনি৷

ছবি: picture-alliance/dpa
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ