1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় সংসদ

২৫ জানুয়ারি ২০১২

বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশন চলবে ৩৭ দিন৷ আর এই অধিবেশনে যোগ না দিলে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলের বেশ কয়েকজন সাংসদ তাদের সদস্য পদ হারাতে পারেন৷

জাতীয় সংসদ ভবনছবি: DW/Harun Ur Rashid Swapan

নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আজ বিকেল ৩টায়৷ রেওয়াজ অনুযায়ী নতুন বছরের প্রথম দিনেই সংসদে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ আর এই অধিবেশন বিরোধী দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ এই অধিবেশন হবে ৩৭ দিন৷ আর এই অধিবেশনেও যদি বিরোধী দল বিএনপি যোগ না দেয় তাহলে খালেদা জিয়াসহ তাদের অধিকাংশ সদস্যের টানা অনুপস্থিতি ৯০ দিন পেরিয়ে যাবে৷ যা সদস্যপদ হারানোর কারণ হতে পারে৷ এর জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, তারা সব সময়ই সংসদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন৷ সামনে তাদের দুটি বড় রাজনৈতিক কর্মসূচি আছে৷ এরপরই এব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন৷ তবে তিনি দাবি করেন, তাদের সংসদে জাতীয় ইস্যু নিয়ে আলোচনার সুযোগ দিতে হবে৷

আর সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, তারা যদি সংসদে এসে সামরিক অভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার সুযোগ চান অবশ্যই স্পিকার সে সুযোগ দেবেন৷ সংসদে এসে যদি তারা সামরিক অভ্যুত্থানের ব্যাপারে অবস্থান পরিষ্কার না করেন তাহলে তার মানে দাড়াবে ভিন্ন৷

জয়নুল আবদিন ফারুক মনে করেন, জাতীয় সংসদের স্পিকার সংসদকে কার্যকর করার ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখেননি৷ তিনি সক্রিয় হলে বিরোধী দল অনেক আগেই সংসদে যেতে পারত৷

তবে উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, বিরোধী দলের উচিত সংসদ কার্যকর করতে স্পিকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া৷ সেধরণের কোন প্রস্তাব না দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করা ঠিক না৷

বিশ্লেষকরা বলছেন, সংসদ সদস্যপদ বহাল রাখতে হলে ৯ম জাতীয় সংসদের এই দ্বাদশ অধিবেশনে বিএনপিকে যোগ দিতেই হবে৷ আর সংসদ থেকে পদত্যাগের মত কোন আলামত বিরোধী দলে এখনো দেখা যাচ্ছেনা৷ তাই শেষের দিকে হলেও এই অধিবেশনেই সংসদে দেখা যেতে পারে বিরোধী দলকে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ