1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নবায়নযোগ্য বিদ্যুৎ

৩ এপ্রিল ২০১২

নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে জার্মান উন্নয়ন ব্যাঙ্ক কেএফডাব্লিউ-এর সঙ্গে ৭০০ কোটি টাকার ঋণচুক্তি সই করলো ভারতের আরইসি৷ দূষণমুক্ত বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা বাড়াতে আর্থিক অনুদান হিসেবে দিল আরো সাড়ে তিন কোটি টাকা৷

ছবি: myclimate

দিল্লিতে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ৭০০ কোটি টাকার ঋণ চুক্তিতে সই করেন আরইসি-এর চেয়ারম্যান রাজীব শর্মা এবং জার্মান সরকারের উন্নয়ন ব্যাঙ্ক কেএফডাব্লিউ-এর কান্ট্রি ডায়রেক্টর ওস্কার ফন মাল্টৎসান৷ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পি. সাক্সেনা৷

গ্রামীণ বৈদ্যুতিকীকরণের জাতীয় উদ্যোগে রাজীব গান্ধী গ্রামীণ বৈদ্যুতিকীকরণ যোজনা রূপায়নের শীর্ষ সংস্থা হলো আরইসি৷ এই উদ্যোগ আন্তঃআঞ্চলিক স্বচ্ছ বিদ্যুৎ সরবরাহে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে৷ গ্রামাঞ্চলে বিদ্যুৎ ঘাটতি এবং কার্বন নিঃসরণের দ্বৈত সমস্যার মোকাবিলায় নামমাত্র সুদে এই ঋণ সুদূরপ্রসারী প্রভাব ফেলবে৷

পশ্চিমবঙ্গের নবায়নযোগ্য বিদ্যুৎ বিভাগের কর্তাব্যক্তি শান্তিপদ গন চৌধুরি এই প্রসঙ্গে ডয়চে ভেলেকে বললেন, ২০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুত উৎপাদন হয়৷ কিন্তু গ্রামাঞ্চলে ৫০০ মেগাওয়াটও পৌঁছায়না৷ শহর পাচ্ছে কিন্তু গ্রাম পাচ্ছেনা৷

সেখানে বিদ্যুৎ যায়নি৷ তাই পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে এই ঋণের টাকা দিয়ে যদি আরইসি লো-কার্বন প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে ভালো হয়৷ গ্রামাঞ্চলে কাঠ বা কয়লার ব্যবহার বেশি৷ যেমন, রান্নার কাজে এবং হিমালয় অঞ্চলে ঘর গরম করার কাজে৷ ফলে কার্বন নিঃসরণ প্রচুর৷

ভারত-জার্মান আর্থিক সহযোগিতার অঙ্গ হিসেবে এই ঋণচুক্তি৷ পারস্পরিক দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রতীক৷ জার্মানির আর্থিক সহযোগিতা চালিত হয় কেএফডাব্লিউ উন্নয়ন ব্যাঙ্কের মাধ্যমে৷ ১৯৫০ থেকে কেএফডাব্লিউ ভারতকে ৯০০ কোটি ইউরো দিয়েছে৷ স্বচ্ছ বিদ্যুৎ, পরিবেশ সুরক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্বাস্থ্য ক্ষেত্রে৷ বর্তমানে জার্মানির আর্থিক সাহায্য-পুষ্ট ১৫টি গ্রিন এনার্জি প্রকল্প রূপায়নের বিভিন্ন পর্যায়ে আছে৷ জার্মান সরকারের লক্ষ্য ভারতের সার্বিক বিকাশ, দারিদ্র মোচন ও মিলেনিয়াম উন্নয়নের লক্ষ্য অর্জন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ