নব্য-নাৎসিবাদীরা কতটা উগ্র হয়ে থাকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লটসভিলের ঘটনা দেখেই বোঝা যায়৷ কিন্তু এর প্রতিবাদ করতে গিয়ে আপনাকেও যে সমান উগ্র হতে হবে, তার মানে নেই৷ নাৎসিবাদীদের ভাষাকে ব্যঙ্গ করেই এবার চলছে প্রতিবাদ৷
বিজ্ঞাপন
আপনার দেশেও কি এমন মজার প্রতিবাদ হয়? লিখুন নীচের ঘরে৷