1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইফোন

১৩ সেপ্টেম্বর ২০১২

অ্যাপলের নতুন চমক হিসেবে এবার এসেছে আইফোন ফাইভ৷ আকারে যেমন আগের চেয়ে ছোট তেমনি ওজনও কম৷ থাকছে আরও নতুন নতুন প্রযুক্তির ছোঁয়া৷ ক্রেতাদের কাছে ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে অ্যাপলের নতুন আইফোন ফাইভ৷

Phil Schiller, senior vice president of worldwide marketing at Apple Inc, speaks about iPhone 5 during Apple Inc.'s iPhone media event in San Francisco, California September 12, 2012. REUTERS/Beck Diefenbach (UNITED STATES - Tags: SCIENCE TECHNOLOGY BUSINESS)
ছবি: REUTERS

বুধবার অ্যাপলের নতুন আইফোন ফাইভ আসার পর প্রযুক্তি বাজারে শোরগোল সৃষ্টি হয়েছে৷ কারণ নতুন এই আইফোনটি আগের আইফোন ফোরএস এর চেয়ে শতকরা ১৮ ভাগ পাতলা এবং ২০ ভাগ হাল্কা৷ অথচ এটির আকার আগেরটির চেয়ে ছোট না হয়ে বড় হয়েছে৷ নতুন আইফোন ফাইভের ডিসপ্লের আগের চেয়ে বড়, তবে লম্বালম্বি৷ পাশের দিক থেকে না বেড়ে উপর নীচে কেন বাড়লো? এর জবাবে অ্যাপলের মার্কেটিং বিভাগের প্রধান ফিল শিলার বলেন, ‘‘ফোনটি যখন আপনি ধরবেন তখন এটি আপনার হাতে ফিট করতে হবে৷ তাই এটি পাশে না বেড়ে লম্বা হয়েছে৷'' নতুন ওয়াইডস্ক্রিনে রয়েছে হাই ডেফিনিশন ডিসপ্লে৷ অ্যাপলের নতুন এই আইফোন নিয়ে কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক এর মন্তব্য, ‘‘আইফোন চালুর পর এটাই আইফোনের জন্য সবচেয়ে বড় ঘটনা৷''

অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক নতুন আইফোন ফাইভকে পরিচয় করিয়ে দিচ্ছেনছবি: REUTERS

আইফোন ফাইভে রয়েছে অ্যাপলের নতুন এ সিক্স প্রসেসর৷ আরও দ্রুত ইন্টারনেট ব্রাউজিং এর জন্য এতে সংযুক্ত করা হয়েছে এলটিই ইন্টারনেট সংযোগ৷ ব্যাটারির ক্ষমতা আরও বাড়ানো হয়েছে, মোবাইল চালু থাকলে এটি কমপক্ষে আট ঘণ্টা তাজা থাকবে৷ থাকছে এতে ন্যাভিগেশন, ভয়েস কমান্ডিং সহ আরও বহু সুবিধা৷

শুক্রবার থেকে অ্যাপল নতুন আইফোন ফাইভ এর অর্ডার নিতে শুরু করবে৷ আগামী ২১ সেপ্টেম্বর এটি একসঙ্গে যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, হংকং, সিঙ্গাপুর এবং জাপানের বাজারে ছাড়া হবে৷ চলতি বছরের শেষ নাগাদ অন্তত ১০০টি দেশে পাওয়া যাবে নতুন আইফোন ফাইভ৷ যুক্তরাষ্ট্রে নতুন আইফোনের দাম পড়বে ১৯৯ ডলার করে৷

উল্লেখ্য, বিশ্বজুড়ে অ্যাপলের অত্যন্ত সুনাম থাকলেও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের বাজার এখনও সবচেয়ে বেশি৷ স্মার্টফোন বাজারের শতকরা ১৬.৯ ভাগ অ্যাপলের দখলে৷ অন্যদিকে অ্যান্ড্রয়েড ফোনের দখলে শতকরা ৬৮ ভাগ, যার নেতৃত্ব এখনও স্যামসাং এর হাতে৷

আরআই/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ