1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নভেম্বর মাসে জার্মানিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ নভেম্বর ২০১০

দুশ্চিন্তার কারণ থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই – চলতি নভেম্বর মাসে জার্মানিতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের কথা বলেও জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী এমন আশ্বাস দিলেন৷

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়েরছবি: picture-alliance/dpa

স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়ের অত্যন্ত শান্ত স্বভাবের নির্ভরযোগ্য মানুষ হিসেবে পরিচিত৷ তাঁর কণ্ঠে উত্তেজনার রেশ পাওয়া কঠিন৷ জার্মানিতে সন্ত্রাসীদের কার্যকলাপ সম্পর্কে এর আগেও তিনি অনেকবার মুখ খুলেছেন বটে, কিন্তু বুধবার তিনি এই প্রথম সুনির্দিষ্ট হামলার ষড়যন্ত্রের কথা বললেন৷ তিনি বললেন, গত মাসে ইউরোপ ও অ্যামেরিকার উদ্দেশ্যে ইয়েমেন থেকে পার্সেল বোমা পাঠানোর ঘটনার পর এবার নভেম্বর মাসের শেষে জার্মানির মাটিতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র চলছে৷ এক আন্তর্জাতিক সহযোগী এই মর্মে সতর্ক করে দিয়েছে৷ তবে শুধু বিদেশি সূত্র নয়, দেশের নিজস্ব গোয়েন্দা সংস্থাও একই ইঙ্গিত দিচ্ছে৷ তাদের মতে, দেশের মধ্যে উগ্র ইসলামপন্থীরাও হামলার প্রস্তুতি নিচ্ছে৷ এমনকি সুনির্দিষ্ট হামলারও আভাস পাওয়া যাচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানালেন, গত কয়েক দিনে তাদের তৎপরতা আচমকা বেড়ে গেছে৷

জার্মান চ্যান্সেলরের দপ্তরের সামনে কড়া পাহারাছবি: dapd

স্বরাষ্ট্রমন্ত্রী দেমেজিয়ের নভেম্বর মাসে হামলার ষড়যন্ত্রের কথা বললেও কোথায়, কখন, কীভাবে হামলা হতে পারে, সেবিষয়ে কোনো ইঙ্গিত দেন নি৷ তিনি নিজে কতটা জানেন এবং জানলেও দেশের নিরাপত্তার স্বার্থে জনসমক্ষে ঠিক কতটা তথ্য পেশ করেছেন, তা বলা কঠিন৷ তিনি শুধু দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন৷ নাগরিকদের আশ্বস্ত করতে তিনি বলেছেন, ফেডারেল ও রাজ্য স্তরে পুলিশ ও কর্তৃপক্ষ এমন এক পরিস্থিতি সামলানোর জন্য পুরোপুরি প্রস্তুত৷ বিমানবন্দর, রেল স্টেশনের মত জায়গায় নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হচ্ছে৷ নেপথ্যেও চলছে অনেক তৎপরতা, যা জনগণ দেখতে পাবে না৷ মোটকথা আতঙ্ক ছড়ানোর কোনো কারণ নেই৷ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র বানচাল করতে জার্মানি যথাসম্ভব চেষ্টা করছে – এমনটাই বললেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী৷

বিমানবন্দরে বাড়ানো হচ্ছে নিরাপত্তাছবি: AP

গত বছরও মোটামুটি একই সময়, অর্থাৎ জার্মানিতে সংসদ নির্বাচনের ঠিক আগে হামলার আশঙ্কা দেখা দিয়েছিল৷ স্পেনের নির্বাচনের ঠিক আগে যেভাবে মাদ্রিদে মারাত্মক হামলা চালিয়ে নির্বাচনের ফলাফল অনেকটাই ঘুরিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা, জার্মানিতেও ঠিক তেমনটাই ঘটানোর চেষ্টা করছিল সন্ত্রাসীরা – এমনটা অনেক বিশেষজ্ঞ মনে করেন৷ এছাড়া আমরা জানি, নাইন-ইলেভেনের মূল নায়ক মহম্মদ আটা ও তার কিছু সঙ্গী জার্মানির হামবুর্গ শহরে বসবাস করতো৷ তবে জার্মানি এতকাল সন্ত্রাসীর কার্যকলাপের ডেরা হলেও এদেশের মাটিতে এখনো কোনো হামলা ঘটে নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ