বাংলাদেশে কোভিড-১৯ শনাক্তের জন্য এতদিন বিনামূল্যে নমুনা পরীক্ষা করা হয়েছে৷ কিন্তু সেই সুযোগ আর থাকছে না৷
বিজ্ঞাপন
নমুনা পরীক্ষায় ফি আরোপে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়৷
প্রজ্ঞাপনে বুথ থেকে সংগৃহীত নমুনার জন্য ২০০ টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনার জন্য ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা ফি ধার্যের কথা জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
শিগগিরই এই নির্দেশনা কার্যকর হবে বলে জানান স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. নার্গিস বেগম৷
এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে৷ নতুন রোগী শনাক্ত হয়েছে চার হাজার ১৪ জন৷
করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে সোমবার দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, আরো চার হাজার ১৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে৷
করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের যেভাবে সৎকার করা হয়
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মৃত্যুর মিছিল বেড়েই চলছে৷ কিন্তু কীভাবে মৃত ব্যক্তিদের সৎকার করা হয় জানেন কি? বিস্তারিত জানুন ছবিঘরে৷
ছবি: Reuters/F. Mascarenhas
মুম্বইয়ের চিত্র
করোনা ভাইরাসে মৃত ব্যক্তির কফিনবন্দি লাশ নামানো হচ্ছে কবরে৷ দূরে দাঁড়িয়ে দেখছেন যাজক ও আত্মীয়রা৷ কিন্তু যারা কবরে কফিন নামাচ্ছেন, তাদের একজনের তার পরনে প্রতিরক্ষা পোশাক অর্থাৎ পিপিই নেই৷ আছে কেবল মাস্ক৷
ছবি: Reuters/F. Mascarenhas
মেক্সিকো সিটি
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির উপকণ্ঠে সান এফরেন কবরস্থানে সেখানকার কর্মীরা প্রতিরক্ষা পোশাক পরে এজনকে সমাহিত করছেন৷
ছবি: Reuters/H. Romero
নীরবে নিভৃতে
মুম্বইয়ে করোনায় মৃত এক ব্যক্তির কফিন এভাবে নির্জন এলাকা দিয়ে নিচ্ছে যাচ্ছে গুটি কয়েক মানুষ৷
ছবি: Reuters/F. Mascarenhas
স্বজন ও বন্ধু-বান্ধব
মেক্সিকো সিটির উপকণ্ঠে সান ইসিদ্রো কবরস্থানে করোনায় মৃত এক নারীর কফিনের সঙ্গে যাচ্ছেন চার থেকে পাঁচ জন আত্মীয় ও বন্ধু৷
ছবি: Reuters/H. Romero
স্বজনহীন
মেক্সিকো সিটির একটি কবরস্থানে সৎকার কর্মীরা করোনায় মৃত এক নারীর কফিন সরাচ্ছেন৷ সঙ্গে নেই আর কেউ৷
ছবি: Reuters/C. Jasso
কফিনের চাহিদা
পেরুর রাজধানী লিমায় একটি ট্রাকে কফিন ভর্তি করছে এক ব্যক্তি৷
লিমায় একটি কবরস্থানে করোনায় মৃত ব্যক্তিকে কবর দেয়ার পর মাটি ছুঁড়ে দিচ্ছেন স্বজনরা৷
ছবি: Reuters/S. Castaneda
11 ছবি1 | 11
গত ২৪ ঘণ্টায় ৬৫টি পরীক্ষাগারে ১৭ হাজার ৮৩৭টি নমুনা পরীক্ষা করে নতুন এ আক্রান্ত শনাক্ত হয়৷ মোট শনাক্ত এক লাখ ৪১ হজার ৮০১ জন৷ পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৬ শতাংশ৷
এদিন মারা যাওয়াদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ৯ জন নারী৷ করোনা ভাইরাস এখন পর্যন্ত এক হাজার ৭৮৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে৷
দুই হাজার ৫৩ জন সুস্থ হয়ে উঠায় মোট সুস্থ ৫৭ হাজার ৭৮০ জন৷ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ৷