1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নরওয়েতে তির-ধনুক নিয়ে হামলা, মৃত পাঁচ

১৪ অক্টোবর ২০২১

নরওয়ের কঙ্গসবার্গের ঘটনা। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতরা ভর্তি হাসপাতালে।

নরওয়ে
ছবি: Hakon Mosvold/NTB/REUTERS

দক্ষিণ-পূর্ব নরওয়ের শহর কঙ্গসবার্গ। বুধবার সন্ধে সাড়ে ছয়টা নাগাদ সেখানে আচমকাই তির-ধনুক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে এই ঘটনা ঘটেছে। বহু মানুষ সে সময় ওই জায়গায় ছিলেন। আচমকাই তাদের উপর তির ছুঁড়তে থাকে ওই ব্যক্তি। পালানোর আগেই পাঁচজন তিরবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরো দুইজন। তারা একটি মুদির দোকানের সামনে ছিলেন।

ছবি: Hakon Mosvold Larsen/NTB Scanpix /AP/picture alliance

ঘটনার আকস্মিকতা কাটিয়ে মানুষ পালাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে আটক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। কেন সে হামলা চালালো, তা এখনো স্পষ্ট নয়। এর সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক আছে কি না, তা-ও এখনো স্পষ্ট নয়।

তবে নরওয়ের পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাদের ধারণা, ওই ব্যক্তির পিছনে কোনো গোষ্ঠী নেই। কিন্তু কেন সে এমন হামলা চালালো, তা এখনো স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য আর্জি জানাতে থাকে। পুলিশ সশস্ত্র অবস্থায় এসেছিল বলে জানা গেছে। সাধারণত স্ক্যানডেনেভিয়ার দেশগুলিতে পুলিশ প্রয়োজন ছাড়া সশস্ত্র অবস্থায় রাস্তা নামে না।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শোকপ্রকাশকরেছেন। দুইজনেই ঘটনাটিকে মর্মান্তিক বলে ব্যাখ্যা করেছেন। তবে এখনো পর্যন্ত কেউই ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে ব্যাখ্যা করেনি।

ঠিক ১০ বছর আগে নরওয়েতে আরো একটি হামলার ঘটনা ঘটেছিল। তাতে ৭৭ জনের মৃত্যু হয়েছিল।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি) 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ