1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে বড় কাঠের বাড়ি

৩০ মে ২০১৯

পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেলে ছোট কাঠের বাড়ি দেখলে অনেকেরই সেখানে থাকতে ইচ্ছা করে৷ নরওয়েতে এক আধুনিক বহুতল কাঠের বাড়ি পরিবেশবান্ধব নির্মাণ পদ্ধতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে৷

ছবি: DW

নরওয়ের ব্রিমুনডাল উপত্যকায় মিয়োসা হ্রদের তীরে কাঠের তৈরি ১৮ তলার ভবনটির উচ্চতা সাড়ে পঁচাশি মিটার৷ গোটা বিশ্বে অন্য কোথাও এত বড় কাঠের বাড়ি নেই৷ এই প্রকল্প আবাসন ব্যবসায়ী আর্তুর বুখার্ট-এর ব্যক্তিগত স্বপ্ন ছিল৷ তিনি বলেন, ‘‘কাঠ দিয়ে কী করা সম্ভব, এই ভবন তার প্রতীক৷ জটিল ভবন, বহুতল ভবনও বটে৷ আমাদের কার্বন নির্গমন কমাতে হবে৷ ইস্পাত ও কংক্রিটের তুলনায় এই ভবন ৬০ শতাংশ কম সিওটু নির্গমন করে৷ নির্মল ও আরও স্পষ্ট এই ভাবনা মানুষ ও প্রকৃতির স্বাস্থ্যের জন্যও ভালো৷’’

১৫ তলায় লাইফ আটলে ভিকেন-এর একটি ফ্ল্যাট রয়েছে৷ চারিপাশে কাঠের সংস্পর্শ তিনি খুবই উপভোগ করেন৷ লাইফ বলেন, ‘‘এভাবে কাঠের অনুভূতি, তার গন্ধ পাওয়া যায়৷ এত কাঠ যেন মনে আবেশ এনে দেয়৷ কাঠ জীবন্ত, ইস্পাত ও কংক্রিট মৃত৷ তাই মনে হয় এই ভবনটি যেন আপনার সঙ্গে বেঁচে রয়েছে৷’’

বহু বছরের মৌলিক গবেষণার মাধ্যমে এই ভবনটিকে তীব্র বাতাস ও চরম আবহাওয়ার ধাক্কা থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে৷ কাঠ দিয়ে নির্মাণে পারদর্শী একটি কোম্পানি বাড়িটি ডিজাইন করেছে৷

শহরের চিত্র বদলে দিচ্ছে কাঠের বহুতল

03:57

This browser does not support the video element.

প্রকল্পের সমন্বয়ক ও্যস্টেন এলিগসাস স্থাপত্যের ক্ষেত্রে একেবারে নতুন এই প্রচেষ্টায় শামিল ছিলেন৷ তিনি বলেন, ‘‘এর আগে আমরা কখনো এমন কাজ করি নি৷ তাই এটা যে সম্ভব, সেই বিশ্বাস রাখা জরুরি ছিল৷ অনেক পরিশ্রম ও বিনিদ্র রজনীর পর আমরা সঠিক দিশা দেখতে পেয়েছি৷ এত হালকা উপকরণই ছিল সবচেয়ে বড় সমস্যা৷ বাতাসের ধাক্কা, বাইরের সব শক্তি ভবনটিকে হেলিয়ে দিতে বা তা স্থানান্তর করতে পারতো৷’’

ভবনটির ভার সামলাতে থামগুলি মাটির আরও গভীরে বসাতে হয়েছে৷ অগ্নিনির্বাপক ব্যবস্থাও বড় বিষয় ছিল৷ মোটা কাঠের থামগুলি এমনকি ইস্পাতের তুলনায়ও আরও বেশিক্ষণ আগুনের শিখা সামলাতে পারে৷ কাঠ দিয়ে নির্মাণের ক্ষেত্রে এটাও বড় সুবিধা৷

ভিয়েনা শহরেও ৮৪ মিটার উঁচু একটি কাঠের বহুতল তৈরি করা হচ্ছে৷ ফ্রান্সের বোর্দো শহরেও পরিবেশবান্ধব কাঠ দিয়ে একটি গোটা বসতি গড়ে তোলা হচ্ছে৷ লন্ডন শহরে স্থপতিরা প্রায় ৩০০ মিটার উঁচু ওক কাঠের ভবন পরিকল্পনা করছেন৷ নরওয়ের প্রকল্পের সমন্বয়ক ও্যস্টেন এলিগসাস মনে করেন, ‘‘এমন প্রবণতা পরিবেশবান্ধব নির্মাণের প্রতীক বলে আমি মনে করি৷ পরিবেশের কথা ভাবতে হবে৷ ভবিষ্যতে নির্মাণের ক্ষেত্রে কাঠ পরিবেশবান্ধব উপকরণ হতে পারে৷ শুধু উঁচু ভবন নয়, যে কোনো বাড়িতেই তা ব্যবহার করা যায়৷’’

কাঠের এই বহুতল ভবনে হোটেল ও কনফারেন্স রুমও রয়েছে৷ এখনো পর্যন্ত কাঠের তৈরি বহুতল ভবন ব্যতিক্রম রয়ে গেছে৷ কিন্তু মিয়োসা টাওয়ারকে ভবিষ্যতের ফ্ল্যাটবাড়ির ভালো দৃষ্টান্ত হিসেবে গণ্য করা যেতে পারে৷

গেয়ারহার্ড সনলাইটনার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ