1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‌নরকঙ্কালের রমরমা ব্যবসা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৪ মার্চ ২০১৭

ভারতের পশ্চিমবঙ্গে জেলায় জেলায় নরকঙ্কালের ফলাও ব্যবসা দীর্ঘদিনের৷ কবর থেকে কঙ্কাল তুলে বেচে দেওয়ার এই কারবার চেষ্টা করেও বন্ধ করতে পারে না প্রশাসন৷

নরকঙ্কাল
ছবি: dapd

ওদের কাজ রাতের অন্ধকারে৷ খ্রিষ্টান অথবা মুসলিমদের কবর খুঁড়ে পচা-গলা মৃতদেহ বের করে এনে, ভেতরের কঙ্কাল চুন, অ্যাসিড ও অন্যান্য রাসায়নিক দিয়ে পরিষ্কার করে বিদেশে পাচার করা৷ প্রত্যন্ত এলাকায় টাকার অভাবে অর্ধেক জ্বালিয়ে ফেলে চলে যাওয়া মৃতদেহ, নদীর জলে ভাসিয়ে দেওয়া শব জোগাড় করা হয় একই তৎপরতায়৷ এ ছাড়াও হাসপাতালের মর্গ, প্রায়শই যেখানে বেওয়ারিশ লাশের পাহাড় জমে ওঠে, সেখান থেকেও মৃতদেহ চোরাপথে বাইরে চলে আসে বলে খবর৷

দু'দিন আগেই বর্ধমানের পূর্বস্থলিতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়৷ একটি-দু'টি নয়, মোট ১৮টি পূর্ণ দৈর্ঘের নরকঙ্কাল উদ্ধার হয়, আটক করা হয় চোরাই নরকঙ্কাল ব্যবসার সঙ্গে যুক্ত চারজনকে৷ রাজ্য পুলিশের কালনা সাব ডিভিশনের দায়িত্বে থাকা পুলিশ অফিসার প্রিয়ব্রত রায় ডয়চে ভেলেকে জানালেন, কীভাবে এই ব্যবসা চলে৷ মূলত এদের কারখানা থাকে শ্মশানের পাশে, নদীর ধারে৷ নানা উপায়ে সংগ্রহ করা লাশ অ্যাসিড দিয়ে, হাইড্রোজেন পারঅক্সইডের সাহায্যে পরিষ্কার করে, তার থেকে বের করে আনা কঙ্কালটাকে প্রথমে রোদে শুকিয়ে, তার পর ব্লিচ করে তৈরি করা হয় বিক্রির জন্য৷ জেলা পুলিশের কাছে খবর, মূলত কলকাতার মেডিকেল কলেজে অস্থিবিদ্যা পড়ানোর জন্য বিক্রি হয় এই নরকঙ্কাল৷ কিন্তু বৃহত্তর ক্ষেত্রে প্রতিবেশী বাংলাদেশ, নেপাল এবং চীনেও নরকঙ্কালের রমরমা ব্যবসা৷ এছাড়া জাপান, মধ্যপ্রাচ্য, এমনকি সুদূর ইউরোপ-অ্যামেরিকাতেও মেডিকেল স্কুলে পৌঁছে যায় এই নরকঙ্কাল৷

পুলিশ অফিসার প্রিয়ব্রত রায়

This browser does not support the audio element.

কিন্তু কলকাতার অস্থি চিকিৎসকরা জানাচ্ছেন, আজকাল আসল নরকঙ্কালের অপ্রতুলতার জন্যই মেডিকেল কলেজে পলিমারের তৈরি নকল নরকঙ্কাল ব্যবহার হয় বেশি৷ কিন্তু কালনার এসডিপিও বলছেন, এখনও আসল নরকঙ্কাল পেলে, তারই বেশি কদর৷ ফলে এই ব্যবসা চলতেই থাকছে৷ যদিও মানবাধিকার সংগঠনগুলির চাপে ১৯৮৫ সালে আইন করে নিষিদ্ধ করা হয়েছে নরকঙ্কালের ব্যবসা৷ পুলিশ খবর পেলে হানা দেয়, বেআইনি কঙ্কালের মজুত বাজেয়াপ্ত করে পুড়িয়ে নষ্ট করে, এই ব্যবসায় জড়িতদের গ্রেপ্তার করা হয় – কিন্তু এর বেশি কিছু করার নেই পুলিশ কিংবা প্রশাসনের৷ দোষীদের সাজা দেওয়ার বিষয়টাও স্বাভাবিকভাবেই আদালতের হাতে৷

আসল নরকঙ্কালের আরও কিছু বেআইনি ব্যবহারের কথা শোনা যায় চীনে এবং জাপানে৷ প্রাচীন প্রথা অনুযায়ী নানা ধরনের ওষুধ, বিশেষত যৌনশক্তি বর্ধক ওষুধ বানাতে নরদেহের কিছু বিশেষ হাড় নাকি কাজে লাগে৷ এছাড়া আছে তান্ত্রিক আরাধনার জন্য করোটি ও হাড়ের চাহিদা৷ নানা ধরনের ব্ল্যাক ম্যাজিক, আধিভৌতিক বিদ্যার চর্চার জন্যও মানবশরীরের হাড়ের প্রয়োজন হয়৷

পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অবৈধ নরকঙ্কাল ব্যবসার এক বড় কেন্দ্র৷ এখান থেকে চোরাপথে কঙ্কাল যায় লাগোয়া রাজ্য বিহার বা ঝাড়খণ্ড হয়ে নেপালে ও অন্যত্র৷ ২০০৯ সালে বিহারের ছাপরা জেলায় এক বাসযাত্রীর কাছ থেকে ৬৭টি করোটি বা মাথার খুলি উদ্ধার করেছিল পুলিশ৷ তার মাসখানেকের মাথায় উত্তরবঙ্গের শিলিগুড়িতে উদ্ধার হয় ২৭টি বাচ্চার মাথার খুলি এবং শ'‌খানেক হাড়৷ তবে এ সংক্রান্ত সবথেকে বড় ঘটনা ২০০৪ সালে৷ বিহারে বোধগয়ায় ল্গু নদীর তীরে বালি খুঁড়ে পাওয়া গিয়েছিল ১০০০ করোটি!‌ আর পশ্চিমবঙ্গের অন্যতম সম্পন্ন জেলা বর্ধমান বরাবরই চোরাই নরকঙ্কাল ব্যবসার এক বড় ঘাঁটি৷ ২০০৬ সালে এই পূর্বস্থলী গ্রামেই একসঙ্গে ২০টি করোটি উদ্ধারের পর উত্তেজনা ছড়ায়৷ এলাকার কবরখানাগুলির নিরাপত্তার দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা৷ তবে সমস্যার শিকড় অনেক গভীরে৷ স্থানীয় গুন্ডা-মস্তানরা অনেক ক্ষেত্রেই এই ব্যবসার সঙ্গে জড়িত থাকে, যে বস্তুত এক বড় এবং ক্ষমতাবান আন্তর্জাতিক পাচার চক্রের অংশ৷ এদের ক্ষমতার হাত অনেক দূর পর্যন্ত প্রসারিত এবং অর্থের দাপটও বেশি৷ ফলে চাইলেও নরকঙ্কাল ব্যবসা বন্ধে খুব বেশি দূর এগোনো সম্ভব হয় না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ