1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নরেন্দ্র মোদীর জন্মদিনে ডনাল্ড ট্রাম্পের ফোন

১৭ সেপ্টেম্বর ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ৭৫ বছরে পা দিলেন। তার জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানালেন ডনাল্ড ট্রাম্প।

হাত মেলাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটনে গত ফেব্রুয়ারিতে তোলা ছবি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: ZUMAPRESS.com/picture alliance

তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প লিখেছেন, ''এইমাত্র আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললাম। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। তিনি অসাধারণ কাজ করছেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে তিনি যে সাহায্য করছেন তার জন্য তাকে ধন্যবাদ।'' 

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ''আপনার মতো আমিও ভারত-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আপনি যে প্রয়াস করছেন, আমরা তা সমর্থন করি।'' 

মঙ্গলবারই ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। তারপর জানানো হয়েছে, দুই দেশের পক্ষে ভালো একটি বাণিজ্য চুক্তি দ্রুত করার জন্য আরো বেশি করে চেষ্টা করা হবে। 

দিল্লির বিজ্ঞান ভবনে সাত ঘণ্টা ধরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। তারপর ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, ''আলোচনা ইতিবাচক হয়েছে এবং বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি দুই দেশের পক্ষে লাভজনক একটা বাণিজ্য চুক্তি করা হবে।'' 


 
সূত্র জানাচ্ছে, আগে যেমন অ্যামেরিকা ভারতের কৃষিক্ষেত্র তাদের পণ্যের জন্য খুলে দিতে বলেছিল, এখন তারা সুর নরম করেছে। তারা তাদের কয়েক ধরনের দামি চিজ ও ভুট্টার জন্য ভারতের বাজার খুলে দিতে বলছে। 

কিন্তু বিহার হলো ভুট্টা উৎপাদক রাজ্য। সেখানে নির্বাচন আছে। তাছাড়া মার্কিন ভুট্টা হলো জেনেটিকালি মডিফায়েড। ভারত সেক্ষেত্রে এই ভুট্টা শুধু এথেনলে তৈরি করার জন্য ব্যবহার করবে, এমন একটা মধ্যপন্থা নেওয়া হতে পারে। 

জন্মদিনে মোদী কী করছেন?

তার ৭৫তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ যাচ্ছেন। সেখানে তিনি 'স্বস্থ্য নারী, সশক্ত পরিবার' এবং 'পোষণ মা' প্রকল্পের উদ্বোধন করবেন। দিল্লির এইমস চারটি কেন্দ্রে মেডিক্যাল চেকআপের ব্যবস্থা করেছে।

জিএইচ/এসসি(পিটিআই, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ