1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজডেনমার্ক

নর্ডস্ট্রিম ২ পাইপলাইনে ফুটো

২৭ সেপ্টেম্বর ২০২২

ডেনমার্ক জানিয়েছে, সমুদ্রে বুদবুদ দেখে তারা প্রথম এই বিষয়টি বুঝতে পারে।

নর্ড স্ট্রিম ২
ছবি: Alexander Demianchuk/Tass/picture alliance

ডেনমার্কের সামুদ্রিক ট্র্যাফিক এজেন্সি বর্নহোলম দ্বীপের কাছে পাঁচ নটিক্যাল বর্গ মাইল এলাকা আটকে দিয়েছে। সমস্তরকম জাহাজ, নৌকো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ওই এলাকা দিয়েই নর্ডস্ট্রিম ২ গ্যাস পাইপ লাইন গেছে। ডেনমার্ক জানিয়েছে, ওই জায়গাতেই পাইপ লাইনে ফুটো হয়েছে। গ্যাস সমুদ্রে গিয়ে পড়েছে।

রাশিয়া থেকে জার্মানির পর্যন্ত বিস্তৃত নর্ডস্ট্রিম ২ পাইপ লাইন। পাইপ লাইনটি তৈরি হয়ে গেছে। জার্মানিকে গ্যাস সরবরাহও করার কথা ছিল। কিন্তু তারইমধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এবং গ্যাস সরবরাহ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে যায়। গ্যাস সরবরাহ না হলেও পাইপলাইনে গ্যাস আছে। কারণ, পরীক্ষা করার জন্য গ্যাস ঢোকানো হয়েছিল।

ডেনমার্ক জানিয়েছে, পাইপলাইনে গ্যাসের প্রেশার ছিল ১০৫। আচমকাই তা সাতে নেমে যায়। তারপরই তারা দেখতে পায়, সমুদ্রের জলে বুদবুদ তৈরি হয়েছে। তখনই গ্যাল লিক হওয়ার বিষয়টি স্পষ্ট হয়।

ডেনমার্ক জানিয়েছে, ওই অঞ্চলে জাহাজ ঢুকে পড়লে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা আছে। সে জন্যই গোটা এলাকাটি সিল করে দেয়া হয়েছে। বিশেষজ্ঞ ছাড়া কাউকেই ওই অঞ্চলে ঢুকতে দেওয়া হচ্ছে না।

নর্ড স্ট্রিম ১ দিয়ে রাশিয়া এখন জার্মানিকে গ্যাস সরবরাহ করে। গত ২০২১ সালেই তাদের নর্ড স্ট্রিম ২ দিয়ে গ্যাস দেয়ার কথা ছিল। চূড়ান্ত সিদ্ধান্তও হয়ে গেছিল। তারপরেই যুদ্ধের বাতাবরণ তৈরি হয়। প্রকল্পটিও বিশ বাঁও জলে গিয়ে পড়ে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ