1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজডেনমার্ক

নর্ড স্ট্রিম ১ গ্যাস পাইপলাইনেও ফুটো

২৮ সেপ্টেম্বর ২০২২

ডেনমার্ক এবং সুইডেনের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে একাজ করা হয়েছে। ইইউ-প্রধান জানিয়েছেন, যারা একাজ করেছে, তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

নর্ড স্ট্রিম ১
ছবি: Danish Defence Command/AP/picture alliance

মঙ্গলবার ডেনমার্কের একটি দ্বীপের কাছে সমুদ্রে নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনে ফুটো ধরা পড়েছিল। মঙ্গলবার বিকেলের মধ্যে ডেনমার্ক এবং সুইডেনের সীমান্তে নর্ড স্ট্রিম ১ গ্যাস পাইপলাইনেও দুইটি ফুটো মেলে। সেখানেও সমুদ্রে বুদবুদ দেখে বোঝা যায়, পাইপলাইন ফুটো হয়ে গেছে। এরপরেই সুইডেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী আলাদা আলাদা সাংবাদিক বৈঠক করে জানান, দুর্ঘটনার কারণে এমন ফুটো হয়নি। এর পিছনে চক্রান্ত আছে। তবে কারা এর পিছনে আছে, দুই দেশই তা স্পষ্ট করে জানাতে পারেনি।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন জানিয়েছেন, পাইপলাইন যে ইচ্ছাকৃতভাবে ফুটো করা হয়েছে, তা স্পষ্ট। যারা একাজ করেছে, তাদের চরমতম শাস্তি দেওয়া হবে। তবে কারা একাজ করেছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।

ডেনমার্ক এবং সুইডেনের প্রধানমন্ত্রী বলেছেন, ইচ্ছাকৃতভাবে একাজ করা হলেও এটি ইউরোপের উপর আক্রমণ কি না, সে বিষয়টি স্পষ্ট নয়। বস্তুত, বিষয়টিকে আক্রমণ বলে মনে করছেন না তারা। কিন্তু প্রশ্ন উঠছে, আক্রমণ না হলে কেন ইচ্ছাকৃতভাবে ফুটোগুলি করা হলো।

নর্ড স্ট্রিম ২ রাশিয়া এবং জার্মানির মধ্যে চালু হওয়ার কথা ছিল। পরীক্ষামূলকভাবে তা শুরু হওয়ার পরেই যুদ্ধের আবহাওয়া শুরু হয়। ফলে ওই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ হয়নি। কিন্তু নর্ড স্ট্রিম ১ দিয়ে এখনো রাশিয়া থেকে গ্যাস পৌঁছাচ্ছে ইউরোপের বিভিন্ন জায়গায়। গ্যাসের পরিমাণ কমে যাওয়ায় ইউরোপে গ্যাসের দাম ক্রমশ বাড়ছে। তার মধ্যেই এই ঘটনা দুশ্চিন্তার যথেষ্ট কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ