1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নশ্বর' ইউরোপের চ্যালেঞ্জের কথা বললেন শলৎস ও মাক্রোঁ

২৮ মে ২০২৪

নিজেদের মধ্যে বিভেদ ভুলে ইউরোপীয় ইউনিয়নকে আরো শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছেন জার্মানি ও ফ্রান্সের শীর্ষ দুই নেতা৷ বর্তমান চ্যালেঞ্জ সামলাতে একাধিক উদ্যোগের প্রস্তাব দিয়েছেন তাঁরা৷

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ
জার্মানিতে মাক্রোঁর রাষ্ট্রীয় সফরে দুই নেতা আবার একই সুরে কথা বলে কিছুটা স্বস্তি আনলেনছবি: Ludovic MARIN/AFP

ইউরোপের চালিকাশক্তি হিসেবে পরিচিত দুই দেশ জার্মানি ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক কালে অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে গেছে৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর ব্যক্তিগত সমীকরণের ক্ষেত্রেও সমস্যা দেখা গেছে৷ ফলে কঠিন সংকটের সময়ে ইউরোপের দিশা নিয়ে সংশয় বাড়ছে৷ কিন্তু জার্মানিতে মাক্রোঁর রাষ্ট্রীয় সফরে দুই নেতা আবার একই সুরে কথা বলে কিছুটা স্বস্তি আনলেন৷

ফিনান্সিয়াল টাইমস সংবাদপত্রের জন্য এক যৌথ লেখায় শলৎস ও মাক্রোঁ ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷ তাঁদের মতে, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এই রাষ্ট্রজোটকে নাটকীয় মাত্রায় উদ্যোগ নিতে হবে৷ বিশেষ করে কার্বনের উপর অর্থনৈতিক নির্ভরতা কমানো বড় চ্যালেঞ্জ বলে দুই নেতা মনে করেন৷ কিন্তু এ ক্ষেত্রে  কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বদলে প্রত্যেক সদস্য দেশকে নিজস্ব পথ বেছে নেওয়ার সুযোগ দিতে হবে৷ ফলে ফ্রান্সের ক্ষেত্রে পরমাণু শিল্পখাত বাড়তি সুবিধা পাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ শলৎস ও মাক্রোঁ ইইউ পর্যায়ে একক আর্থিক বাজার সৃষ্টির উদ্যোগ চূড়ান্ত করতে দেউলিয়া আইন, কর বিনিয়োগ কাঠামো চালু করার আহ্বান জানান৷ তাঁদের মতে, ‘আমাদের ইউরোপ আসলে নশ্বর৷ তাই আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে৷''

ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরু হওয়ার পর জার্মান চ্যান্সেলর শলৎস সংসদে সেই ঘটনাকে জার্মানির প্রতিরক্ষার ক্ষেত্রে ‘সাইটেনভেন্ডে' বা যুগান্তকারী পরিবর্তন হিসেবে বর্ণনা করেছিলেন৷ মাক্রোঁ সেই শব্দটিকে বৃহত্তর অর্থে প্রয়োগ করে লেখেন, গত পাঁচ বছরে করোনা মহামারি, ইউক্রেনের উপর রাশিয়ার চলমান হামলা বা একাধিক ভূ-রাজনৈতিক রদবদল সেই পরিবর্তন তুলে ধরছে৷

আসন্ন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে শলৎস ও মাক্রোঁ ইউরোপীয় ইউনিয়নের একক সাধারণ বাজার আরো মজবুত করার আহ্বান জানান৷ গুরুত্বপূর্ণ পণ্যের জোগানের ক্ষেত্রে বহির্বিশ্বের উপর নির্ভরতা কমিয়ে ইউরোপে বিনিয়োগ আরো বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরছেন দুই শীর্ষ নেতা৷ মঙ্গলবার বার্লিনের কাছে মেসেব্যার্গে শলৎস ও মাক্রোঁর নেতৃত্বে দুই দেশের মন্ত্রিসভার যৌথ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরো অগ্রগতির আশা করা হচ্ছে৷ জার্মানিতে ২৪ বছর পর কোনো ফরাসি প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফরকে ঘিরে বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ