1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার ঘটনা তদন্ত করবে দুদক

২৬ জুন ২০১১

নাইকোর কাছ থেকে বিএনপি আমলের সাবেক সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের ঘুষ নেয়ার ঘটনা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানান তদন্তে সাবেক প্রধানমন্ত্রীর নাম এলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

ঘুষ দেয়ার অভিযোগে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানে নিয়োজিত ক্যানাডার প্রতিষ্ঠান নাইকো রিসোর্সেসকে জরিমানা করেছে সেদেশের একটি আদালত৷ তারা ২০০৫ সালে তখনকার জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনেকে ঘুষ হিসেবে একটি গাড়ি এবং পাঁচ হাজার ডলার ভ্রমনব্যয় দেয়ার কথা স্বীকার করে৷ ছাতকের টেংরা টিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরনের পর এই ঘুষ দেয়ার কথা জানায় তারা৷ এখবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর আজ দুদক চেয়ারম্যান গোলাম রহমান ডয়চে ভেলেকে জানান, এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগসহ পুরো ঘটনার অনুসন্ধান করবেন তারা৷ চলতি সপ্তাহের মধ্যেই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানান তিনি৷

গোলাম রহমান আরও বলেন অনুসন্ধানে মোশাররফ হোসেন ছাড়াও আরো যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে৷ বিষয়টি নিয়ে তারা প্রথমেই সরাসরি মামলা করছেন না৷ অনুসন্ধানে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে মামলা এবং পরবর্তী প্রক্রিয়া নিয়ে তারা এগোবেন৷

মোশাররফ হোসেন অবশ্য ইতিমধ্যে অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাপেক্সের মাধ্যমে তাকে গাড়িটি দেয়া হলেও তিনি তখন তা ফিরিয়ে দেন এবং ব্যবহার করেননি৷ তখন পত্রিকায় গাড়ির ছবিসহ খবর ছাপা হলে তাকে পদত্যাগ করতে হয়েছিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ