1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিনাইজেরিয়া

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত অন্তত ৩৭

৪ সেপ্টেম্বর ২০২৪

বোকো হারামের জঙ্গিরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের এক গ্রামে মোটরসাইকেল মহড়া চালানোর সময় বাজারে গুলি চালায় ও দোকান, ঘর-বাড়িতে আগুন ধরিয়ে দেয়৷ এক সামরিক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী এ ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে৷

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘‘সন্ত্রাসীরা অনেককে হত্যা করেছে, তবে আমরা এখনো হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারিনি৷''
ইয়োবি রাজ্যে সর্বশেষ হামলা হয়েছে (ফাইল ফটো)ছবি: Olukayode Jaiyeola/NurPhoto/picture alliance

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ, অনেক গ্রামবাসী এখনো নিখোঁজ রয়েছেন৷ রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে নাইজেরিয়ার ইয়োবি রাজ্যে এই হামলার ঘটনাটি ঘটে৷

১৫ বছর ধরে নাইজেরিয়ার ৩টি রাজ্যে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে ও ২০ লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন৷

ইয়োবে পুলিশের মুখপাত্র ডুঙ্গাস আব্দুল কারিম বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘‘ইয়োবের মাফা গ্রামে হামলাটি ছিল স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর সন্দেহভাজন দুই বোকো হারাম যোদ্ধা হত্যার প্রতিশোধ৷'' 

কেন নাইজেরিয়ায় অপহরণ বাড়ছে ?

01:17

This browser does not support the video element.

আব্দুল করিম আরো বলেন, বাজারে গুলি করা ও স্থানীয় ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয়ার পর জঙ্গিরা অন্যান্য বাসিন্দাদের ধাওয়া করে ঝোপের মধ্যে ফেলে দেয় এবং সেখানে তাদের উপর এলোপাথাড়ি গুলি বর্ষণ করে৷

পুলিশের এই মুখপাত্র বলেন, ‘‘সন্ত্রাসীরা অনেককে হত্যা করেছে, তবে আমরা এখনো হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারিনি৷''

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইয়োবে থেকে মাফা যাওয়ার জন্য সেনাবাহিনীর কমান্ডিং অফিসারের সাথে থাকা এক সামরিক কর্মকর্তা গ্রামের পথে বিস্ফোরক পুঁতে রাখার কথা বলেছিলেন, যা পরবর্তীতে সেনাবাহিনীর দলটি সফলভাবে নিষ্ক্রিয় করে৷

পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক সেই সেনা কর্মকর্তা বলেন, ‘‘আমরা এখন পর্যন্ত ৩৭টি মৃতদেহ উদ্ধার করে বাবঙ্গিদা জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি৷''

স্থানীয় বাসিন্দা মোদু মোহাম্মাদ জানান, এখনো বেশ কয়েকজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা ১০০রও বেশি বলে অনুমান করা হচ্ছে৷

তিনি বলেন, কিছু মৃতদেহ এখনো ঝোপের মধ্যে রয়েছে৷

এসএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ