নাইজেরিয়ার কানকারে আবাসিক স্কুলে ঢুকে পড়েছিল জঙ্গিরা। এখনো সেই স্কুলের তিনশ ছাত্র নিখোঁজ। সম্ভবত তাঁদের অপহরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছিল গত শুক্রবারে। উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যের কানকারাতে। একটি আবাসিক স্কুলে বাইক চালিয়ে ঢুকে পড়ে জঙ্গিরা। তাদের হাতে ছিল একে ৪৭। তারপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের প্রবল গুলিবিনিময় হয়। কয়েকশ ছাত্র পাশের জঙ্গলে পালিয়ে যায়। কাটসিনার গভর্নর মাসারি রোববার জানিয়েছেন, বোর্ডিং স্কুলে ৮৩৯ জন ছাত্র ছিল। ৩৩৩ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।
মাসারি বলেছেন, জঙ্গলে পালিয়ে যাওয়া বেশ কিছু ছাত্র ফিরে এসেছে। জঙ্গিরা কতজন ছাত্রকে অপহরণ করে নিয়ে গেছে, তা জানা যাচ্ছে না। চেষ্টা চলছে, অপহৃত ছাত্রদের নাম ও সংখ্যা জানার।
নিখোঁজ ছাত্রদের পরিবারের লোকেরা উদ্বিগ্ন হয়ে অবিলম্বে বাচ্চাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। সংবাদসংস্থা রয়টার্সকে এক অভিভাবক মুরজা মোহাম্মদ জানিয়েছেন, ''সরকারকেই এই কাজ করতে হবে। আমার ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনার সাধ্য আমার নেই।''
আবার হামলা বোকো হারামের
এক দশকেরও বেশি সময় ধরে অশান্ত নাইজেরিয়া৷ বর্নো অঞ্চলে আবার আঘাত বোকো হারামের৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Audu Ali Marte/AFP/Getty Images
কেমন আছে নাইজেরিয়া
গত এক দশকেরও বেশি সময় ধরে নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে চলে আসছে চরমপন্থি ইসলামিস্ট সংগঠন বোকো হারামের কার্যকলাপ৷ তাদের তৎপরতা ও সহিংসতার কারণে নাইজেরিয়ার প্রায় ৭০ লাখ বাসিন্দা বর্তমানে মানবসংকটের মধ্য দিয়ে যাচ্ছেন৷ বোকো হারামের এককালীন ঘাঁটি ছিল উত্তরপূর্ব নাইজেরিয়ার মাইদুগুরি অঞ্চল৷ এছাড়াও তাদের প্রভাব ছড়ায় আদামাওয়া, বর্নো, গোম্বে ও ইওবে অঞ্চলেও৷
ছবি: Mark Naftalin/EPA/UNICEF/dpa/picture alliance
চরমপন্থি ইসলামিস্টদের সাথে যোগ
২০১১ সালে বলা হয়, আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাঘরেব বা আকিমের সাথে যুক্ত রয়েছে বোকো হারাম৷ ধীরে ধীরে, তাদের চরমপন্থি মতবাদের প্রতি সমর্থন স্পষ্ট হতে শুরু করে৷ ছবিতে রয়েছে আইসিসের একটি গাড়ি, যা ২০১৯ সালে নাইজেরিয়াতে দেখা যায়৷ সেই বছরই ইসলামিক স্টেটের একটি গোষ্ঠী আইএসডাব্লিউএপি বোকো হারাম ছেড়ে বেরিয়ে আসে৷ কারণ, বোকো হারামের সাধারণ জনগণের ওপর সহিংসতা প্রতি সমর্থন ছিল না তাদের৷
ছবি: Audu Ali Marte/AFP/Getty Images
গ্রেপ্তার
২০১৮ সালে ২৭৬ কিশোরী অপহরণের একটি ঘটনায় বোকো হারামের দিকে ওটে অভিযোগের আঙুল৷ গ্রেপ্তার করা হয় আট সন্দেহভাজনকে৷ ছবিতে দেখা যাচ্ছে তাদের থেকে পাওয়া অস্ত্র৷ বোকো হারামের কার্যকলাপের মধ্যে বড় অংশ জুড়ে ছিল সাধারণ নারী ও কিশোরীদের অপহরণ ও অত্যাচার৷
ছবি: Audu Ali Marte/AFP/Getty Images
অপেক্ষায় পরিবার
২০১৮ সালের অপহরণের ঘটনাটি ঘটে চিবোক অঞ্চলে৷ মোট ২৭৬জনের মধ্যে থেকে ৫৭জন পালিয়ে আসে৷ পরে, বোকো হারামের সাথে আলোচনার ফলে আরো ১০৭জনকে ছেড়ে দেয় তারা৷ কিন্তু এখনও আরো ১১২জনের কোনো খোঁজ নেই৷ ছবিতে অপেক্ষারত সেই মেযেদের পরিবারের চিত্র৷
ছবি: Audu Ali Marte/AFP/Getty Images
সর্বশেষ হামলা
মাইদুগুরির পাশে জাবারমারির একটি ক্ষেতে কর্মরত ৪৩জন কৃষককে হত্যা করা হয়৷ শনিবার ধানক্ষেতে তারা কাজ করার সময় বাইকে চেপে একদল সন্ত্রাসী এসে তাদের হাত-পা বাঁধে ও পরে গলা চিরে হত্যা করে৷ মৃতের অধিকাংশই বাইরে থেকে আসা কৃষিকর্মী৷ বর্নো অঞ্চলেই স্থানীয়দের মধ্যে তাদের জানাজার ব্যবস্থা করা হয়েছে৷
ছবি: Audu Ali Marte/AFP/Getty Images
অভিযোগ বোকো হারামের দিকে
যদিও এখনও এই হামলার দায়স্বীকার করেনি কোনো গোষ্ঠী, কিন্তু এমন হামলা এই অঞ্চলে এর আগেও চালিয়েছে বোকো হারাম ও আইএসডাব্লিউএপি৷ এই নৃশংস হত্যার নিন্দা জানিয়েছে নাইডেরিয়া কর্তৃপক্ষ ও জাতিসংঘ৷
ছবি: Getty Images/AFP/S. Yas
6 ছবি1 | 6
নাইজেরিয়ারপ্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ''সেনাবাহিনী ছাত্রদের খোঁজ করছে। কোনোরকম ক্ষতি না করে, তারা ছাত্রদের ফিরিয়ে আনবে। গোয়েন্দারা জানিয়েছেন, কোথায় জঙ্গিরা ছাত্রদের নিয়ে গেছে, তারা কোনদিকে যাচ্ছে, তা আমরা জানি। তারা কী করতে চায়, আমরা বুঝে গেছি।''
কাটসিনা হলো নাইজেরিয়ার প্রেসিডেন্টের হোম স্টেট। সেখানে এই ধরনের জঙ্গি হানা এবং এতজন ছাত্রকে অপহরণ করে নিয়ে যাওয়ায় গোটা এলাকা আতঙ্কিত ও ক্ষুব্ধ। আবুবকর লাওয়ালের তিন ছেলের মধ্যে দুই জন এই স্কুলে পড়ত। তিনি থাকেন ৭৫ কিলোমিটার দূরে। শনিবার সমানে প্রার্থনা করে যাচ্ছেন।
ইসমাইলের ছেলে ও ভাই এই স্কুলে পড়তেন। দুজনেই নিখোঁজ। তিনি জানিয়েছেন, সরকার থাকার মূল্য কী সেটাই বুঝতে পারছি না। স্কুলের প্রিন্সিপাল শুধু এসে বলছেন, সকলে প্রার্থনা করুন।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই কাজের দায় স্বীকার করেনি। এই এলাকায় বোকো হারামের মতো সশস্ত্র গোষ্ঠী আগে কখনো সক্রিয় হয়নি। বোকো হারাম অবশ্য ২০১৪ এবং ২০১৮ সালে উত্তর পশ্চিম নাইজেরিয়ার অন্য দুইটি শহর থেকে একশ ও ২৭০ জন ছাত্রীকে অপহরণ করেছিল।