নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলা। অপহৃত ১৪০ ছাত্রছাত্রী। তদন্তে পুলিশ।
বিজ্ঞাপন
ফের নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীদের হামলা। ১৪০ জন ছাত্রছাত্রীকে অপহরণ করা হয়েছে। সোমবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পুলিশ ঘটনার বিস্তারিত বিবরণ জানায়নি। তবে বন্দুকধারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
উত্তর পশ্চিম নাইজেরিয়ার একটি বোর্ডিং স্কুলে সোমবার আচমকাই হামলা চালায় একদল বন্দুকধারী। স্কুলের পাঁচিল টপকে হামলা চালায় তারা। মিশনারি স্কুলটির নাম বেথেল ব্যাপটিস্ট হাই স্কুল। স্কুলের শিক্ষক ইমানুয়েল পল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৫ জন ছাত্রছাত্রী লুকিয়ে পড়েছিল। বন্দুকধারীদের হাত থেকে তারা রক্ষা পেয়েছে। স্থানীয় পুলিশ অবশ্য অপহৃত ছাত্রছাত্রীদের সংখ্যা জানায়ননি। সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, সোমবার ভোরের দিকে এই ঘটনা ঘটেছে। ছাত্রছাত্রীরা তখন ঘুমোচ্ছিল।
৩০০ শিশুকে ফিরে পাওয়ার অপেক্ষা
নাইজেরিয়ার স্কুলটিতে হঠাৎ নেমে আসে মৃত্যুর আতঙ্ক৷ বন্দুকধারীরা এসে হত্যা না করলেও তুলে নিয়ে গেছে তিনশ’রও বেশি ছাত্রকে৷ দায় স্বীকার করেছে বোকো হারাম৷ মা-বাবারা এখনো সন্তান ফিরে পাওয়ার অপেক্ষায়৷ দেখুন ছবিঘরে...
ছবি: Afolabi Sotunde/REUTERS
এখানে ছিল তারা
গত শুক্রবার নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাংকারার সরকারি বিজ্ঞান স্কুল ছিল তিনশরও বেশি ছাত্রের কলকাকলিতে মুখর৷এই ক্লাসরুমে বসেও সুন্দর জীবন গড়ার স্বপ্ন দেখছিল অনেকে৷এই ঘরটির মতো স্কুলের সব ঘরই এখন ফাঁকা৷
ছবি: Afolabi Sotunde/REUTERS
ভাগ্যবান আবুবকর
মুহাম্মদ আবুবকরের সৌভাগ্য, অল্পের সেদিন রক্ষা পেয়েছে৷ নইলে এখন তার বাড়িতেও চলতো প্রিয়জনদের আহাজারি৷ ১৫ বছর বয়সি কিশোর প্রিয় স্কুলের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাই যেন ভাবছে৷
ছবি: Afolabi Sotunde/REUTERS
জনশূন্য স্কুল
দূর থেকে তোলা ছবিতে কাংকারার সরকারি বিজ্ঞান স্কুল৷ছাত্ররা মৃত্যুআতঙ্ক নিয়ে কোথায় কে জানে, ফাঁকা পড়ে আছে তাদের স্কুল৷
ছবি: Afolabi Sotunde/REUTERS
ঘরে ঘরে আহাজারি
কাংকারার ঘরে ঘরে চলছে সন্তানের জন্য কান্না৷ ওপরের ছবির মতো অনেক ঘরের সামনে কান্নাভেজা চোখে চলছে স্বজনদের অপেক্ষা৷
ছবি: Afolabi Sotunde/REUTERS
একজন মা
প্রতিদিন স্কুলের সামনে এসে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষা করেন স্বজনরা৷ অপেক্ষারত এক মায়ের চোখে উৎকন্ঠা, শোক আর অসহায়ত্ব৷
ছবি: Afolabi Sotunde/REUTERS
অপেক্ষার শেষ কবে?
বিজ্ঞান স্কুলের কাছে ঘণ্টার পর ঘণ্টা প্রাণপ্রিয় সন্তানের জন্য অপেক্ষা করেন তারা৷ অপেক্ষার শেষ কবে জানা নেই তাদের৷
ছবি: Afolabi Sotunde/REUTERS
বেলো কাছে নেই..
এই মা সেদিন আদরের ছেলে মুহাম্মদ বেলো-কে স্কুলে পাঠিয়েছিলেন৷ এখন দিন কাটে স্কুল থেকে ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার অপেক্ষায়৷
ছবি: Afolabi Sotunde/REUTERS
অভিভাবকদের সমাবেশ
স্কুলের কাছে এভাবেই প্রতিদিন বসে ছেলেহারা বাবা-মায়েদের সমাবেশ৷ সরকার কী উদ্যোগ নিলো, অপহরণকারীদের পক্ষ থেকে নতুন কোনো বার্তা এসেছে কিনা- চলে এই নিয়ে আলোচনা৷
ছবি: Afolabi Sotunde/REUTERS
বোকো হারামের দায় স্বীকার
বার্তা সংস্থা এপি নাইজেরিয়ার ডেইলি নাইজেরিয়ান-কে উদ্ধৃত করে জানায়, কাংকারার সরকারি বিজ্ঞান স্কুল থেকে ছাত্রদের অপহরণের দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম৷ ডেইলি নাইজেরিয়ান-এর খবর অনুযায়ী, নাইজেরিয়ার বোকো হারাম নেতা আবুবকর শেকাউ বলেছেন, তার সংগঠন মনে করে ওই স্কুলের ছাত্রদের ‘ইসলামবিরোধী পশ্চিমা শিক্ষা’ দেয়া হয়, এ কারণেই তাদের অপহরণ করা হয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo
9 ছবি1 | 9
পুলিশ জানিয়েছে, ট্যাকটিকাল পুলিশের একটি দল অপহরণকারীদের পিছনে ধাওয়া করেছে। যেহেতু এখনো অপারেশন চলছে, তাই বিস্তারিত কিছু জানানো হবে না। তবে স্থানীয় মানুষ জানিয়েছেন, অপহরণকারীদের কেউ দেখতে পাননি। স্কুল কর্তৃপক্ষও জানিয়েছেন, অপহরণকারীদের তারা চেনেন না। এই ঘটনার পিছনে বোকো হারামের মতো জঙ্গি গোষ্ঠীর হাত আছে কি না, তা দেখা হচ্ছে।
একাধিক অপহরণ
গত ডিসেম্বর থেকে উত্তর নাইজেরিয়ায় সব মিলিয়ে চারটি অপহরণের ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই অপহরণকারীরা বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করেছে। বিশেষজ্ঞদের বক্তব্য, গত ডিসেম্বর থেকে সব মিলিয়ে ৮০০ ছাত্রছাত্রীকে অপহরণ করেছে আততায়ীরা। এর মধ্যে দেড়শ ছাত্রছাত্রী এখনো নিখোঁজ।