1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়ার মসজিদে হামলার নিন্দা

২২ নভেম্বর ২০১৭

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় অর্ধশত মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ এক কিশোর আত্মঘাতী হামলাটি চালায়৷

নাইজেরিয়ার সেই মসজিদ
ছবি: picture-alliance/AP Photo

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানান, গুতেরেস এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এর জন্য যারা দায়ী, তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন৷ এছাড়া নাইজেরিয়ায় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সেদেশের সরকারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন জাতিসংঘ মহাসচিব৷

নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের মুবি শহরে মঙ্গলবার ফজরের নামাজের সময় হামলাটি চালানো হয়৷ হামলাকারী এক কিশোর নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই ৫০ জনের মৃত্যু হয়৷ এ হামলায় আহতদের অনেকের অবস্থাই আশংকাজনক বলে জানা গেছে৷

সন্ত্রাস: বোকো হারামের ত্রাস

03:15

This browser does not support the video element.

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি৷ তবে ইসলামি জঙ্গি দল বোকো হারাম এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের মানুষের কাছে এই জঙ্গি গোষ্ঠী এ ধরণের ত্রাস সৃষ্টি করে রেখেছে৷

২০০৯ সাল থেকে বোকো হারামের হামলায় অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ এলাকা ছেড়ে পালিয়েছে ২৫ লাখ মানুষ৷

২০১৪ সালে বোকো হারাম মুবি শহরের নিয়ন্ত্রণ হারানোর পর থেকে সেখানে এতদিন কোনো হামলার ঘটনা ঘটেনি৷ এই জঙ্গিগোষ্ঠী বরাবরই শিশু-কিশোর-কিশোরীদের অপহরণ করে বোমা হামলায় অংশ নেয়ার জন্য প্রশিক্ষণ দেয়৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ