1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়ায় আবারও শিশু অপহরণ

৩১ মে ২০২১

নাইজেরিয়ার একটি স্কুল থেকে আবারও কয়েক ডজন শিশুকে অপহরণ করা হয়েছে৷ নতুন ঘটনাটি  দেশটির পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে৷

ছবি: Sunday Alamba/picture-alliance/AP

অপহরণের নতুন ঘটনাটি নাইজেরিয়ার তেগিনা শহরের৷ কর্তৃপক্ষ এবং স্থানীয়দের মতে হামলাকারীরা মোটরসাইকেলে করে শহরে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করার পর স্কুলে প্রবেশ করে৷  

হামলার সময় প্রায় ২০০ শিশু ছিল স্কুলে, তাদের মধ্যে কেউ কেউ পালাতে সক্ষম হয়৷ নাম জানাতে রাজি নন এমন এক শিক্ষক জানান, জঙ্গিরা প্রাথমিকভাবে ১০০-র বেশি শিশুকে জিম্মি করে পরে চার থেকে বারো বছর বয়সীদের ছেড়ে দেয়া হয়৷ তবে অপহৃত হওয়া মোট শিশুর সংখ্যা তিনি জানাতে পারেন নি৷

ছয় সপ্তাহ আগে অপহৃত হওয়া ১৪ জন শিক্ষার্থীর মুক্তির ঠিক একদিন পরেই এই অপহরণের ঘটনাটি ঘটল৷ হামলাকারীরা ২০ এপ্রিল কদুনার গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপহরণ করেছিল, ওই হামলায় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী নিহত হন৷ হামলাকারীরা ২০ জন শিক্ষার্থীকে অপহরণ করেছিল৷ হামলার পরপরই মুক্তিপণ দাবি আদায়ের জন্য পাঁচ শিক্ষার্থীকে হত্যা করা হয়৷ কাদুনা রাজ্য সরকার অপহরণকারীদের মা-বাবাকে মুক্তিপণ না দেওয়ার আহ্বান জানিয়েছিল৷

সাম্প্রতিক বছরগুলোতে, আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশে শিক্ষার্থীদের বারবার অপহরণ করা হচ্ছে৷ ২০১৪ সালে বোকো হারামে ২৭৬ জন স্কুলছাত্রীর নিখোঁজ হওয়া সবচেয়ে বড় অপহরণের ঘটনা৷

অপহরণের বিরুদ্ধে প্রতিবাদ হলেও রাজনীতিবিদরা সহিংসতা বন্ধের কোনও উপায় এখনও পর্যন্ত খুঁজে পাননিছবি: Kola Sulaimon/AFP/Getty Images

জঙ্গিদের একটি দল দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি ইসলামপন্থী রাষ্ট্রের পক্ষে লড়াই করে আসছে৷ আবারও অপহরণের ঘটনায় নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হতে পারে৷ লাগোসের আর্চবিশপ ৬১ বছর বয়সী আলফ্রেড অ্যাডেওয়াল মার্টিনস, বর্তমান  পরিস্থিতিতে নাইজেরিয়ার সরকারকে জরুরি অবস্থা ঘোষণা করার আহ্বান জানিয়েছেন৷ তিনি জোর দিয়ে বলেন, দেশকে নৈরাজ্যের হুমকির হাত থেকে বাঁচাতে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ৷ সারা দেশে অপহরণসহ সব ধরনের সহিংসতা বাড়ায় তিনি উদ্বিগ্ন ৷ তিনি বলেন, দেশের রাজনীতি সর্বস্তরে ব্যর্থ হয়েছে৷

সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে গীর্জা এবং মসজিদ এবং নাগরিক সমাজকে  একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি৷

 

এনএস/কেএম (ডিপিএ,এএফপি,কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ