1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়ায় পোলিও রোধ

১৬ নভেম্বর ২০১৩

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানো রাজ্যের প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্যকর্মীরা গিয়ে হাজির হচ্ছেন৷ পাঁচ বছরের কম বয়সি শিশুদের পোলিও টিকা দেয়া তাদের উদ্দেশ্য৷ আর তাঁদের কর্মসূচি পর্যবেক্ষণ করা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে৷

Ein Junge aus Lagos (Nigeria) erhält eine Polio-Impfung (Archivfoto vom 17.09.2005). Jedes vierte Baby auf der Welt bekommt nach Aussage von UNICEF keinen ausreichenden Impfschutz. Besonders betroffen seien Länder in Afrika südlich der Sahara und in Südasien, teilte das Kinderhilfswerk der Vereinten Nationen am Donnerstag (29.09.2005) in Köln mit. Jährlich sterben deshalb zwei Millionen Menschen, 1,4 Millionen von ihnen Kinder, an vermeidbaren Krankheiten wie Masern, Diphtherie, Keuchhusten, Tetanus oder Kinderlähmung. Foto: Onome Oghene (zu dpa 0320) +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/dpa

পোলিও এমন একটি রোগ যার কারণে দেহের যে-কোনো অংশ বিকল হয়ে যেতে পারে৷ শিশুদের এই রোগ বেশি হয়৷ পানি ও খাবারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এটি৷ অথচ কানোর অভিভাবকরা কিছুতেই শিশুদের পোলিওর টিকা দিতে রাজি নন৷ তাদের রাজি করানোর দায়িত্ব চিকিৎসক মাহমুদ জুবাইরু ও তাঁর ভ্যাকসিনেশন টিমের৷

বার্তা সংস্থা এএফপিকে জুবাইরু বলেন, টিকাদান কর্মসূচি কিভাবে কাজ করছে তা জানা এখন খুব সহজ হয়ে গেছে৷ ভ্যাকসিনেশন দলের সাথে ফোন রয়েছে, সেই ফোন ট্র্যাক করে সেসব তথ্য স্যাটেলাইটের মাধ্যমে ওয়েবসাইটে পৌঁছে যাচ্ছে৷ ফলে তিনি জানতে পারছেন কোথায় কোথায় টিকা দেয়া হয়েছে, আর কোথায় হয়নি৷

‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন'এর হয়ে কাজ করছেন তাঁরা৷ নাইজেরিয়া থেকে পোলিওর প্রাদুর্ভাব দূর করতে চার বছরের প্রকল্পে কাজ করছে এই ফাউন্ডেশন৷

যেভাবে কাজ হচ্ছে তাতে ২০১৪ সালের মধ্যে নাইজেরিয়া থেকে পোলিও দূর হবে বলে আশা করছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথনছবি: picture-alliance/dpa

এ পর্যন্ত নাইজেরিয়ায় ছয়টি স্থান ঠিক করেছেন জুবাইরু৷ সেখানে প্রতিদিন ভ্যাকসিনেশন দল গিয়ে স্থানীয়দের টিকার উপকারিতা বোঝানোর চেষ্টা করছেন৷ গুগল ম্যাপস সফটওয়ারের মাধ্যমে বিভিন্ন অঞ্চল ভাগ করেছেন তিনি এবং লক্ষ্য রাখছেন কোথায় দল গেছে, আর কোথায় যায়নি৷

কানোতে থাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন চিকিৎসক জানালেন, স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা এখন বেশ সচেতন এবং তাঁদের মাধ্যমে এই সচেতনতা প্রতিটি পরিবারে ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে৷

নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন বলেছেন, যেভাবে কাজ হচ্ছে তাতে ২০১৪ সালের মধ্যে নাইজেরিয়া থেকে পোলিও দূর হবে বলে আশা করছেন তিনি৷

গেটস ফাউন্ডেশন নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানোসহ আটটি রাজ্যের ৪০টি স্থান চিহ্নিত করেছে, যে স্থানগুলো পোলিও ঝুঁকিপূর্ণ৷ তবে এই টিকাদান কর্মসূচিতে প্রধান বাধা জঙ্গিগোষ্ঠী৷ এ বছরের ফেব্রুয়ারিতে কানোর দুটি পোলিও ক্লিনিকে বন্দুকধারীদের গুলিতে নিহত হয় নয় নারী কর্মী৷

গেটস ফাউন্ডেশনের কর্মসূচির ফলেই হয়ত এ সপ্তাহে পোলিওতে আক্রান্ত বিশ্বের ৩২৮ জন রোগীর মধ্যে মাত্র ৫১ জন নাইজেরিয়ার৷ অথচ এক বছর আগে বিশ্বের ২২৩ জন রোগীর মধ্যে ১২১ জনই ছিলেন নাইজেরিয়ার৷ জুবাইরুর ধারণা, প্রযুক্তির ব্যবহারের কারণে পোলিও -র সংক্রমণ রোধ করা সম্ভব হচ্ছে৷

নাইজেরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটি দেশে পোলিও-র প্রাদুর্ভাব ভয়াবহছবি: AP

২০০৩ থেকে ২০০৪ সালের মধ্যে ১৩ মাস কানোতে কোনো টিকাদান কর্মসূচি ছিল না৷ কারণ স্থানীয় মুসলিম ধর্মীয় নেতা এবং চিকিৎসকদের অভিযোগ ছিল, এ টিকার মধ্যে এমন পদার্থ রয়েছে যার ফলে নারীরা বন্ধ্যাত্বের শিকার হতে পারেন৷ তাঁদের ধারণা ছিল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব টিকার মাধ্যমে আফ্রিকাকে জনশূন্য করতে এ পরিকল্পনা করছে৷ এর ফলে দেখা গেছে কানোতে পোলিও সংক্রমণ ক্রমেই বেড়ে গেছে৷ অনেক শিশু বিকলাঙ্গ হয়েছে৷ মারাও গেছে অনেকে৷

নাইজেরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটি দেশে পোলিও-র প্রাদুর্ভাব ভয়াবহ৷ তাই এই দেশগুলোকে পোলিও মুক্ত করতে নানা সংগঠন কাজ করে যাচ্ছে৷ সম্প্রতি সোমালিয়া ও সিরিয়াতেও পোলিও ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷

এপিবি/জেডএইচ (এপি,এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ