1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজনাইজেরিয়া

নাইজেরিয়ায় প্রায় দুই টন কোকেন জব্দ

২০ সেপ্টেম্বর ২০২২

নাইজেরিয়ার মাদকবিরোধী সংস্থা রোববার লাগসের এক গুদাম থেকে ১.৮ টন কোকেন জব্দ করেছে, টাকার অংকে যার মূল্য প্রায় দুই হাজার ৮৬৫ কোটি৷ একে দেশের ইতিহাসে কোকেন জব্দের সবচেয়ে বড় ঘটনা বলা হচ্ছে৷

Symbolbild I Drogenhandel Kokain
ছবি: Marcus Brandt/dpa/picture alliance

ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ‘ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি'৷ এর মধ্যে একজন ঐ গুদামের ব্যবস্থাপক, বাকি চারজন ‘মাদক সম্রাট'৷ আটককৃতরা একটি আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের সদস্য এবং ২০১৮ সাল থেকে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল বলেও জানিয়েছে সংস্থাটি৷ যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন তদন্তে সহায়তা করেছে৷

ইউরোপ, এশিয়া ও বিশ্বের অন্যান্য অঞ্চলে মাদক বিক্রির সময় তাদের ধরা হয়৷ মাদকগুলো ১০টি ভ্রমণ ব্যাগ ও ১৩টি ড্রামে পাওয়া গেছে৷

পশ্চিম আফ্রিকায় গত বছর থেকে মাদক উদ্ধারের ঘটনা বাড়ছে৷ এ বছরের এপ্রিলে আইভরিকোস্টে দুই টনের বেশি এবং কেপ ভার্দেতে সাড়ে নয় টন কোকেন উদ্ধার করা হয়৷

ল্যাটিন অ্যামেরিকা ও ইউরোপের মধ্যে মাদক পাচারের রুট হিসেবে আফ্রিকাকে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷

জেডএইচ/কেএম (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ