1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজনাইজেরিয়া

নাইজেরিয়ায় বাড়ি ভেঙে মৃত অন্তত দুই

২৫ আগস্ট ২০২৩

নাইজেরিয়ার রাজধানী আবুজায় ঘনবসতিপূর্ণ এলাকায় দোতলা বাড়িটি ভেঙে পড়ে। উদ্ধাকরারীরা এখনো সেখানে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার নাইজেরিয়ায় এই বাড়িটি ভেঙে পড়ে।
নাইজেরিয়ার ভেঙে পড়া বাড়িতে উদ্ধারকাজ চলছে। ছবি: Chinedu Asadu/AP Photo/picture alliance

বৃহস্পতিবার এই বাড়িটি ভেঙে পড়ে। বুধবার থেকে সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপরেই বাড়িটি ভাঙে বলে এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন। আবুজার ঘণবসতিপূর্ণ গারকি জেলায় এই ঘটনা ঘটেছে।

এই বাড়িতে কয়েকটি দোকান ছিল। মানুষও থাকতেন।

উদ্ধারকাজ চলছে

উদ্ধারকারী দল এলিভেটর ও বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছে।

ভেঙে পড়া বাড়ি থেকে ধ্বসস্তূপ সরানোর কাজ চলছে। ছবি: Chinedu Asadu/AP Photo/picture alliance

নাইজেরিয়ার ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র এনকেচি ইসা সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে, তারা বেঁচে আছেন। যতক্ষণ পুরো ধ্বংসস্তূপ সাফ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবেন। তবে দুজনের মৃতদেহও তারা উদ্ধার করেছেন।

যারা এখনো ধ্বংসস্তূপের তলায় আছেন বলে মনে করা হচ্ছে, তারা সম্ভবত বাড়ির মাঝখানে ছিলেন।

নাইজেরিয়ায় বাড়ি ধসে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। অভিযোগ, সরকারি কর্মকর্তারা বাড়ি বানাবার নিয়ম কড়াভাবে রূপায়ণ করেন না। ফলে বাড়ির কাঁচামাল ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি অবহেলিত থাকে। তারজন্য সেখানে এত বাড়ি ভাঙে।

জিএইচ/এসজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ