দেশটির উত্তরপূর্বাঞ্চলে ক্যামেরুন সীমান্তের কাছে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে৷ জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা সম্প্রতি এ অঞ্চলটিতে তৎপর হবার পর এ হামলাটি হলো৷
বিজ্ঞাপন
উত্তরপূর্বাঞ্চলের বোর্নো রাজ্যের গাম্বোরু শহরে বুধবার ফজরের নামাযের সময় ঘটনাটি ঘটে৷ কর্তৃপক্ষ ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ হামলায় মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ ‘‘শুধু মুয়াযযিন বেঁচে গিয়েছেন৷ ধ্বংসস্তূপের নিচে আরো মরদেহ আছে বলে মনে হচ্ছে,’’ এএফপিকে জানান উমর কাচালা নামের একজন বেসামরিক কর্মকর্তা৷
তাৎক্ষণিকভাবে ঘটনার জন্য কেউ দায় স্বীকার করেনি৷ তবে জঙ্গি সংগঠন বোকো হারাম এ অঞ্চলটিতে বেশ সক্রিয়৷ তারা প্রায়ই মসজিদ বা মার্কেটে আত্মঘাতী বোমা হামলা চালায়৷
বিশ্বের ভয়ংকর পাঁচ জঙ্গি সংগঠন
তথাকথিত জঙ্গিদের কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছে৷ অনেকেরই ধারণা তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-ই সবচেয়ে ভয়ংকর জঙ্গি গোষ্ঠী৷ কিন্তু বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচি বা গ্লোবাল টেররিজম ইনডেক্স কিন্তু বলছে ভিন্ন কথা৷
ছবি: Getty Images/AFP/I. Lieman
বোকো হারাম
ইসলামিক স্টেট বা আইএস নয়, বিশ্বের ভয়ংকর জঙ্গি সংগঠনগুলোর তালিকার শীর্ষে রয়েছে নাইজেরিয়ার বোকো হারাম৷ ২০১৫ সালে আবু বকর শেকাউ-এর নেতৃত্বে এই জঙ্গি গোষ্ঠীটি ৬ হাজার ৬৪৪ জন মানুষকে হত্যা করেছে৷ তাদের হামলায় আহত হয়েছে ১,৭৪২ জন৷ বেশিরভাগই বেসামরিক নাগরিক৷ এছাড়া হাজারো কিশোরীকে অপহরণ করেছে বোকো হারাম৷
ছবি: picture-alliance/AP Photo/S.Alamba
ইসলামিক স্টেট
যদিও বোকো হারাম আইএস-এর তুলনায় বেশি মানুষকে হত্যা করেছে, কিন্তু আতঙ্ক সৃষ্টির দিক থেকে সবচেয়ে উপরে আছে আইএস৷ বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলা হচ্ছে আইএসকে৷ ২০১৫ সালে তাদের হাতে প্রাণ হারিয়েছে ৬ হাজার ৭৩ জন মানুষ এবং আহত হয় ৫ হাজার ৭৯৯ জন৷ ১০৭১টি হামলা চালিয়েছে তারা বিশ্ব জুড়ে৷ আবু বকর আল-বাগদাদির নেতৃত্বে সংগঠনটি সিরিয়া, ইরাক, তুরস্ক ও ইউরোপ জুড়ে এখনো হামলা চালিয়ে যাচ্ছে৷
ছবি: picture-alliance/dpa
তালেবান
১৯৯৪ সালে আফগানিস্তানে গৃহযুদ্ধ চলার সময় এই জঙ্গি সংগঠনটির আবির্ভাব৷ বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ জঙ্গি সংগঠন বলা হয় এদের৷ ২০১৫ সালে তালেবানের হাতে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৪৭৭ জন এবং আহত হয়েছে ৩ হাজার ৩১০ জন৷ গত বছর বিশ্ব জুড়ে ৮৯১ টি হামলা চালিয়েছে তারা৷ হিবাতুল্লাহ আকন্দজাদা এখন তালেবানের নেতৃত্বে রয়েছেন৷
ছবি: picture-alliance/dpa/Noorullah Shirzada
ফুলানি জঙ্গি গোষ্ঠী
বিশ্বব্যাপী এদের তেমন পরিচিতি নেই৷ এরা নাইজেরিয়ার ফুলা সম্প্রদায়ের মানুষ৷ এদের লক্ষ্য ফুলানির ভূমি মালিকদের হত্যা করা৷ ২০১৫ সালে ১৫০ টি সন্ত্রাসী হামলা চালিয়েছে ফুলানি, তাদের হামলায় মারা গেছে ১ হাজার ২২৯ জন৷
ছবি: Getty Images/AFP/I. Lieman
আল-শাবাব
বোকো হারামকে যদি আইএস-এর সাথে তুলনা করা হয়, তবে আল শাবাবকে তুলনা করা যায় আল-কায়েদার সঙ্গে৷ পূর্ব আফ্রিকায় এদের আধিপত্য অনেক বেশি৷ সোমালিয়াকে ইসলামিক রাষ্ট্র বানানোই তাদের মূল লক্ষ্য৷ গত বছর জঙ্গি গোষ্ঠীটি ৪৯৬টি হামলা চালিয়েছে, হত্যা করেছে ১ হাজার ২১ জন মানুষকে, আহত হয়েছে ৮৫০ জন৷
ছবি: A. Ohanesian
5 ছবি1 | 5
সাম্প্রতিক সময়ে তারা বোর্নো রাজ্যে হামলা শুরু করেছে, বিশেষ করে সংগঠনটির জন্মস্থান মাইদুগুরিতে৷
গেল সপ্তাহে মাইদুগুরি শহরের বাইরে এক বোমা হামলায় ২৫ জন এবং আরেকটি হামলায় শহরে আরো ৪ জন নিহত হয়৷
মঙ্গলবার এক ভিডিও বার্তায় বোকো হারাম নেতা আবু বাকার শেকাও এসব হামলার দায় স্বীকার করেন৷
২০০৯ সালে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে জঙ্গি তৎপরতা শুরুর পর থেকে এ যাবৎ প্রায় ২০ হাজার মানুষকে হত্যা এবং প্রায় ২৬ লাখ মানুষকে ঘরছাড়া করেছে বোকো হারাম৷
নতুন বছরের বার্তায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দাবি করেছেন যে, বোকো হারামকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে৷