1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়া থেকে প্রাকৃতিক গ্যাস পাবে জার্মানি

২২ নভেম্বর ২০২৩

নাইজেরিয়ার সঙ্গে চুক্তি সই হয়েছে জার্মান চ্যান্সেলর ওলফ শলৎসের। জার্মানি নাইজেরিয়াকে বিকল্প শক্তির পরিকাঠামো তৈরি করে দেবে।

নাইজেরিয়ার সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নাইজেরিয়ার থেকে গ্যাস নেবে জার্মানিছবি: picture alliance / ASSOCIATED PRESS

মঙ্গলবার নাইজেরিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই হয়েছে জার্মানি চ্যান্সেলর ওলফ শলৎসের। নাইজেরিয়ার কাছ থেকে প্রাকৃতিক গ্যাস নেবে জার্মানি। অন্যদিকে নাইজেরিয়াকে বিকল্প শক্তির পরিকাঠামো তৈরি করে দেবে জার্মানি। জার্মান চ্যান্সলর জানিয়ছেন, তারা নাইজেরিয়ার বিকল্প শক্তির প্রকল্পের জন্য ৫০০ মিলিয়ন ইউরো খরচ করবে।

জি-২০ বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই চুক্তিতে পৌঁছেছে জার্মানি। জার্মান গ্যাস রপ্তানির প্রধান সংবাদমাধ্য়মের কাছে জানিয়েছেন, আফ্রিকার সঙ্গে প্রথম এমন কোন চুক্তি সই হলো। এটা সার্বিকভাবে বিরাট সাফল্য।

জার্মানি জানিয়েছে, বিকল্প শক্তির প্রকল্পে বিনিয়োগ ছাড়াও জার্মান সংস্থা সিমেন্সকে নাইজেরিয়ার বিদ্যুৎ সরবরাহ প্রকল্পে বিনিয়োগের জন্য বলা হয়েছে। নাইজেরিয়ায় বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত খারাপ। সিমেন্সকে সেই বিষয়টিকে দেখার জন্য বলা হয়েছে।

এর আগে রাশিয়ার থেকে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করতো জার্মানি। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে জার্মানি তা অনেকটাই কমিয়েছে। কিন্তু জার্মানির দৈনন্দিন জীবনে গ্যাস অপরিহার্য। ইউরোপের অন্য দেশগুলি থেকেও বিকল্প ব্যবস্থা হিসেবে জার্মানি গ্যাস নিতে শুরু করেছিল। কিন্তু আফ্রিকার কোনো দেশের সঙ্গে সরসারি এি চুক্তি জার্মানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ