1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরীয় পতিতা জার্মানির রাস্তায়

১১ ডিসেম্বর ২০১০

ইদানিং জার্মানির বেশ কয়েকটি শহরে নাইজেরিয়ার তরুণীদের দেখা যাচ্ছে৷ পতিতাবৃত্তি করানোর জন্য তাদের জার্মানিতে পাচার করা হচ্ছে৷

জার্মানি, নাইজেরিয়া, তরুণী, পতিতাবৃত্তি, পাচার, ভুডু, যৌন কর্মী, যৌন ব্যবসা, বিদেশি, Germany, Nigeria, Sex work, Prostitute, Prostitution
নাইজেরিয়ার তরুণীছবি: Alamode Film

ইউরোপের পতিতালয়ে বিদেশি মেয়েদের পাচার করে আনা হচ্ছে – এ রকমের ঘটনা নতুন নয়৷ পূর্ব ইউরোপের মেয়েদের পতিতা হিসেবে রাস্তায় দেখা যায় সবচেয়ে বেশি৷

নাইজেরিয়ার মেয়ে রিথা একওয়াজা জানাল, ‘‘সোজা হয়ে দাঁড়িয়ে এসব অভিজ্ঞতার কথা বলা যায় না৷ এত সহজ নয়৷ প্রথমে আমাদের বলা হয়েছিল সব কিছু ঠিক হয়ে যাবে৷ বেশ ভালমত আমাদের দিন কাটবে৷ কিন্তু সব ছিল মিথ্যে৷ প্রথম দিন থেকেই আমরা তা টের পাই৷ আমাদের দিয়ে যা করানো হয়েছে তা বলে বোঝানোর মত নয়৷ আমরা গরিব, ঠিক মত খেতে পেতাম না – সেই সুযোগ নিয়েছিল এরা৷''

আফ্রিকার নানা দেশে এক ধরণের সম্মোহনী যাদুবিদ্যা প্রচলিত - যার নাম ‘ভুডু'৷ রিথা একওয়েজা সেই ‘ভুডু'-র শিকার৷ ২০০৭ সালে তাকে পাচার করে জার্মানিতে আনা হয়৷ সে অবৈধ পতিতা হিসেবে কাজ শুরু করে৷ ফ্রাঙ্কফুর্টের একটি আদালতে রিথা জানায় – কে তাকে জার্মানিতে নিয়ে এসেছে, কাদের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে৷ কাঁদতে, কাঁদতে রিথা বলেছিল তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা৷

জার্মানিতে পাচার হওয়া মেয়ের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে৷ বিশেষ করে আফ্রিকার মেয়েদের রাস্তার কোনায় কোনায় দেখা যাচ্ছে বেশি৷ পাঁচ বছর আগেও যা সহজে চোখে পড়তো না৷ এদের সবাইকে পাচার করে জার্মানিতে আনা হয়েছে এবং জোর করে পতিতালয়ে কাজ করানো হচ্ছে৷ জার্মানির পুলিশ কর্তৃপক্ষ প্রায় ৬০০ বিভিন্ন পতিতালয়ে অভিযান চালিয়ে প্রায় ১৭০ জন নাইজেরিয় মহিলাকে উদ্ধার করে৷ এরা সবাই অবৈধভাবে পতিতা হিসেবে কাজ করছে৷ এদের মধ্যে অন্তত ৫০ জনকে মিথ্যে কথা বলে পাচার করে আনা হয়েছে জার্মানিতে৷

হাইতির ‘ভুডু’ উৎসবছবি: AP

মূল আস্তানা ফ্রাঙ্কফুর্ট

ফ্রাঙ্কফুর্টের সেন্ট্রাল স্টেশন৷ এ শহরের বেশিরভাগ পতিতালয়গুলো স্টেশনেরই আশপাশে৷ এখানে পুলিশ অফিসার মার্কুস স্টাইনারের গাড়ি সারাক্ষণই টহল দিচ্ছে৷ একটি লাল বাড়ির সামনে গাড়িটি এসে থামলো৷ দুটি নগ্ন মহিলার ছবি বড় করে আঁকা বাড়ির দেয়ালে৷ সামনে পার্কিং প্লেসে অনেক দামি গাড়ি পার্ক করা রয়েছে৷ বেশ কিছু ভদ্রলোক একের পর এক বাড়ি থেকে বের হয়ে নিজ নিজ গাড়িতে উঠছে৷ কেউ কেউ বাড়িতে ঢুকছে৷ প্রায় ১৪০ জন পতিতা এই বাড়িতে থাকে, কাজ করে৷ স্টেশনের কাছে অনেকগুলো পতিতালয়৷ সবমিলে প্রায় ৫০০ পতিতা কাজ করে এখানে৷ কথাগুলো জানান পুলিশ অফিসার স্টাইনার৷ বাড়ির পেছনে বেশ কিছু লোক বসে গল্প করছে৷ কারো দৃষ্টি আকর্ষণ করতে এরা আগ্রহী নয়৷ বাড়ির দরজার কাছে একটি একটি লোক উচ্চস্বরে ঝগড়া করছে একটি মহিলার সঙ্গে৷ পরিবেশটা এরকমই৷

অফিসার স্টাইনার বললেন, ‘‘এখানেই বেশির ভাগ মেয়ে কাজ করে৷ নাইজেরিয়া থেকে মেয়েদের এনে এখানেই তোলা হয়৷ সবই গ্রামের মেয়ে৷ এরা জার্মান জানে না৷ এখানকার সংস্কৃতি এবং পরিবেশ সম্পর্কে এদের কোন ধারণা নেই৷ যে পরিবেশ থেকে এরা এসেছে সেই পরিবেশে গলা উঁচু করে কথা বলতে, ঝগড়া করতে এরা অভ্যস্ত৷''

পতিতালয়ের পাশেই একটি বার৷ একটি লোক বারে বসে আছে৷ সে মহিলার কাছ থেকে কিছু টাকা আদায় করেছে৷ বাড়িটি তাঁর৷ পুলিশ বেশ কিছু পতিতালয়ে তল্লাশি চালিয়েছে৷ তবে কোন অবৈধ পতিতাকে তাঁরা খুঁজে বের করতে পারেনি৷ আজ যাদের পাওয়া গেছে তারা সবাই পূর্ব ইউরোপের৷ স্টাইনার আরো জানান, ‘‘আমার মনে হয় কোন আফ্রিকান বা নাইজেরিয় যৌন কর্মীকে খুঁজে পাবো না৷ তবে ফ্রাঙ্কফুর্টে কোন নাইজেরিয় মেয়েকে পাওয়া যাচ্ছে না তাঁর মানে এই নয় যে এরা নেই৷ এদের হয়তো অন্য শহরে পাচার করা হয়েছে৷ হামবুর্গ, হানোফার, স্টুটগার্ট, মিউনিখ অথবা অন্য কোন শহরে৷''

নারী এবং শিশু পাচার বন্ধ করতে জাতিসংঘের প্রটোকল যে সব দেশ সই করেছে নাইজেরিয়া তাদের অন্যতম৷ কিন্তু তারপরেও ১৫ বছরের মেয়ে থেকে শুরু করে ৪৫ বছরের মহিলাদের অবৈধভাবে নাইজেরিয়া থেকে জার্মানিতে এবং ইউরোপের অন্যান্য দেশে পাচার করা হচ্ছে৷

ভুডুর কবলে মেয়েরা

নাইজেরিয়ায় যারা এসব পাচারকারীদের সঙ্গে জড়িত তারা স্থানীয় যাদুবিদ্যা ‘ভুডু'-র আশ্রয় নিয়ে এই কুকর্মগুলো করে যাচ্ছে৷ কীভাবে ‘ভুডু' সাহায্য করে? ইন্সপেক্টর স্টাইনার জানান, যেসব মেয়েদের তারা আটক করেছে তাদের কাছ থেকেই জেনেছেন তিনি৷ ইন্সপেক্টর স্টাইনার বললেন, ‘‘প্রথম যখন একটি মহিলাকে ফ্রাঙ্কফুর্টে আটক করা হয় তখন তিনি জানান, অত্যন্ত সৌভাগ্যবতীদের তিনি একজন৷ কারণ তিনি জার্মানিতে এসে পৌঁছেছেন৷ অর্থাৎ ‘ভুডু' সুফল এনে দিয়েছে৷ অনেক বুঝিয়ে শেষ পর্যন্ত তাঁকে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে রাজি করানো গেছে৷ আমরা এখন অনেক কিছু জানতে পারবো, মহিলাকে সাহায্য করতে পারবো৷ আমরা এটুকু পরিষ্কার বুঝেছি কোন অবস্থাতেই মহিলাটি নাইজেরিয়ায় ফিরে যেতে পারবে না৷''

পুলিশ কর্তৃপক্ষ খুব ভাল করেই জানে নাইজেরিয়ায় ফিরে গেলে এসব মহিলার পরিণতি কী হবে৷ সে কারণে তাদের ফিরিয়ে দেওয়া যাচ্ছে না৷ আশ্রয়প্রার্থী হয়ে এসব মেয়ে জার্মানিতে থাকার সুযোগ পাচ্ছে৷ কিন্তু তারপরেও এসব মেয়ে সব কিছু খুলে বলতে ভয় পায়৷ কারণ ‘ভুডু'র মাধ্যমে তারা প্রতিজ্ঞা করেছে কোন অবস্থাতেই তারা মুখ খুলবে না৷ তারা ‘ভুডু' গুরুর কথা মত কাজ করবে৷

একই ভয়ে আতঙ্কিত ছিল রিথা একওয়েজা৷ রিথা এখন করছে একটি বিউটি পার্লারে৷ তাকে বলা হয়েছিল ইউরোপ পর্যন্ত তাকে আনতে খরচ হয়েছে ৬০ হাজার ইউরো৷ যেভাবেই হোক এই অর্থ তাকে ফেরত দিতে হবে৷ তবে রিথা এখন জেনে গেছে যে, এসব তথ্য ঠিক নয়৷ রিথার আর কোন ভয় নেই৷ অশুভ ‘ভুডু'র প্রভাব থেকে তাকে মুক্ত করা গেছে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ