1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইট ক্লাবের হামলাকারী আটক

১৭ জানুয়ারি ২০১৭

নববর্ষের রাতে তুরস্কের ইস্তানবুলের রাইনা নাইট ক্লাবে হামলা চালানো সম্ভাব্য অভিযুক্ত ব্যক্তিকে সোমবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে৷ তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মঙ্গলবার জানান দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইয়েলডিরিম৷

নাইট ক্লাবের হামলাকারী আটক?
ছবি: picture alliance/AA/A.Coskun

তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটি বলছে, সম্ভাব্য হামলাকারীর নাম আব্দুলগাদির মাশারিপভ৷ তিনি উজবেকিস্তানের নাগরিক বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে৷ ইস্তানবুলের এসেনইয়ুর্ত এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে তার চার বছরের ছেলে সহ গ্রেপ্তার করা হয়৷ মাশারিপভকে ধরতে যৌথভাবে অভিযান চালায় তুর্কি পুলিশ ও এমআইটি নামের একটি গোয়েন্দা সংস্থা৷ অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিলেন কিরঘিস্তানের এক নাগরিক৷ তাকেও গ্রেপ্তার করা হয়েছে৷ এছাড়া মিশর, সোমালিয়া ও সেনেগালের তিন নারীকেও একই জায়গা থেকে ধরা হয়েছে৷

পুলিশ গ্রেপ্তারকৃত মাশারিপভের ছবি প্রকাশ করেছে৷

Police capture Istanbul club attack suspect

00:29

This browser does not support the video element.

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়েলডিরিম মঙ্গলবার রিপোর্টারদের জানান, সম্ভাব্য হামলাকারী মাশারিপভকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

নববর্ষ পালনের জন্য ইস্তানবুলের জনপ্রিয় নাইট ক্লাবটিতে সমবেত হয়েছিলেন প্রায় ৭০০ অতিথি৷ মধ্যরাতের এক ঘণ্টার মধ্যেই মাশারিপভ প্রহরারত এক পুলিশ ও নাইটক্লাবের রক্ষীকে গুলি করে ভিতরে ঢোকে ও এলোপাথাড়ি গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যা করে৷ নিহতদের দুই-তৃতীয়াংশ বিদেশি এবং তাদের অনেকেই মধ্যপ্রাচ্যের নাগরিক৷

হামলার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ শুরুর দিকে মূল হামলাকারী কিরঘিস্তানের নাগরিক হতে পারেন বলে ধারণা করা হয়েছিল৷ হামলাকারী চীনের উইগুর সম্প্রদায়ের কেউ হতে পারেন বলেও তুর্কি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল৷

তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস নাইট ক্লাবে হামলার দায় স্বীকার করে৷ তুরস্কে এই প্রথম কোনো হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি৷

মাশারিপভকে জীবিত ধরতে পারার কারণে ইস্তানবুলে আইএস-এর উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ