1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রিবেকা চলচ্চিত্র উৎসব

৭ মার্চ ২০১৩

১২ বছর আগে আল কায়েদার হামলায় ধসে পড়েছিল টুইন টাওয়ার৷ নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মৃতি দূরে রেখে সবাইকে স্বাভাবিক জীবনে ফেরাতেই শুরু হয়েছিল ট্রিবেকা চলচ্চিত্র উৎসব৷ নিউইয়র্কে এবারের আসরটি শুরু হবে ১৭ এপ্রিল৷

ছবি: AP/dapd/Gulnara Samoilova

১৭ থেকে ২৮ এপ্রিল- ১২ দিন ধরে চলবে উৎসব৷ ২০০২ সালে যাত্রা শুরুর পর থেকে এ আসরকে ঘিরে চলচ্চিত্রমোদীদের আগ্রহ বেড়েই চলেছে৷ এবার এ আসরে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছিল ৩০টি দেশের ৬ হাজার ছবি৷ সেখান থেকে ৩৪ টি তথ্যচিত্র, ৫৫টি ফিচার ফিল্মসহ আরো অনেক বিচিত্র এবং মজার সব পরিবেশনা নিয়ে দর্শকদের মুগ্ধ করার অপেক্ষায় আছে ট্রিবেকা চলচ্চিত্র উৎসব৷ শুরুর দিনেই থাকছে অনেক চমক৷ চমকগুলোও গতানুগতিক নয়৷ আসরের শুরুতেই ‘মিসটেকেন ফর স্ট্রেঞ্জার্স' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার৷ অস্কারে মনোনয়ন পাওয়া পরিচালক মার্শাল কারি-র এ ছবির বিষয় একটু অন্যরকম৷ আরেক পরিচালক টম ব্যারিঙ্গার তাঁর ছোট ভাই ম্যাটের সঙ্গে একবার সফরে বেরিয়েছিলেন৷ যেনতেন সফর নয়, ম্যাটের রয়েছে রক ব্যান্ড ‘দ্য ন্যাশনাল'৷ সুতরাং তাঁর সফরসঙ্গী হলে অন্যরকম কিছু অভিজ্ঞতা তো হবেই৷ ছবিটি দেখলেই বুঝতে পারবেন কেমন অভিজ্ঞতা হয়েছিল টম ব্যারিঙ্গারের৷

‘মিসটেকেন ফর স্ট্রেঞ্জার্স' ছবির প্রিমিয়ারের পর গানও গাইবেন ম্যাট৷ সেদিন আরো দেখানো হবে ব্র্যাড পিট প্রযোজিত তথ্যচিত্র ‘বিগ মেন'৷ দেখলে ঠকবেননা৷ আফ্রিকা আর যুক্তরাষ্ট্রের তেল শিল্পের ভেতরের গল্পটা জানতে ভালোই লাগার কথা৷ ‘ব্লু বার্ড' দেখার জন্য সবাই মুখিয়ে আছেন সেখানে স্কুল বাস চালকের ভূমিকায় অ্যামি মর্টন কেমন অভিনয় করেছেন সেটা দেখার জন্য৷ ‘অ্যাডাল্ট ওয়ার্ল্ড' নিয়েও কৌতূহলের শেষ নেই৷ ‘প্রাপ্তবয়স্কদের জন্য' – এই শব্দ তিনটি শুনলে অনেকেই নড়ে চড়ে বসেন৷ ‘প্রাপ্তবয়স্কদের জগত'-এ অভিনেত্রী এমা রবার্টস নিয়েছেন পতিতা পল্লীতে চাকরি করতে যাওয়া এক কবির চরিত্র ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ৷ মজার, তাইনা? কয়েকটা মজার কথাই তো শুধু বলা হলো৷ আসর জুড়েই নাকি থাকবে মজা আর মজা৷ কোনোভাবে দেখার সুযোগ পেলে এ সুযোগ হাতছাড়া করার কোনো মানেই হয়না৷

এসিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ