1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইন-ইলেভেনে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসের আশঙ্কা

১০ সেপ্টেম্বর ২০১১

নাইন-ইলেভেনের দশম বার্ষিকীতে আল-কায়েদা ওয়াশিংটন অথবা নিউ ইয়র্কে হামলা চালানোর পরিকল্পনা করছে এবং সেজন্য বাইরে থেকে হামলাকারী পাঠিয়েছে, বলছেন সরকারি কর্মকর্তারা৷

Emergency Service Unit officers patrol the area in front of the New York Stock Exchange, right, as security is beefed up after terrorist attacks on London's transit system has lead to increased security measures on July 7, 2005 in New York City. The Homeland Security Department has asked authorities in major cities to take precausions although no definite threats have been issued by any terror group. Foto: Monika Graff +++(c) dpa - Report+++
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা বাড়ানো হয়েছেছবি: picture alliance/dpa

মার্কিন কর্মকর্তাদের এ'খবর অংশত সিআইএ'র সূত্রে৷ সরকারি এক কর্মকর্তা বলেছেন, আল-কায়েদা তিনজন হামলাকারি পাঠিয়েছে, যাদের মধ্যে দু'জন মার্কিন নাগরিক হতে পারে৷ তাদের লক্ষ্য হল, ওয়াশিংটন কিংবা নিউ ইয়র্কে একটি গাড়ি-বোমা বিস্ফোরণ ঘটানো৷ এবং তা সম্ভব না হলে, যতটা সম্ভব ক্ষয়ক্ষতি ঘটানো৷ গত সপ্তাহের মাঝামাঝি নাকি এ'খবর মার্কিন কর্মকর্তাদের কাছে পৌঁছয়৷ সিআইএ'র এক অতীতে আস্থাজনক ইনফর্মার বিদেশে গুপ্তচর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানায় যে, আল-কায়েদার নতুন নেতা আয়মান আল জাওয়াহিরি স্বয়ং এই আক্রমণের নির্দেশ দিয়েছে৷

গোপন ঐ তথ্যদাতার খবর, সম্ভাব্য আক্রমণকারিরা জাতিতে আরব হবে এবং সম্ভবত আর্বি ছাড়াও ইংরেজি বলতে পারবে৷ যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ প্রতিরোধ দপ্তরের কর্মকর্তারা নাকি কিছু কিছু বিশেষ নামের উপর নজর রাখছেন - যদিও সেগুলো মেকিও হতে পারে৷ কর্মকর্তারা হুমকিটা কতোদূর সত্য, তা নির্ধরণ করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত আসতে পারেননি৷ কিন্তু ওয়াশিংটন এবং নিউ ইয়র্কে নিরাপত্তা বাড়ানো হয়েছে: বিভিন্ন এলাকায় এ্যাসল্ট রাইফেল হাতে পুলিশ, বিভিন্ন স্থানে মোটরচালকদের জন্য পুলিশি চেকপয়েন্ট৷

মার্কিন জনগণকে সজাগ থাকার আহ্বানছবি: AP

সব সত্ত্বেও নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ সাবওয়ে ধরে সিটি হল'এ তাঁর অফিসে গেছেন৷ নগরবাসীদের প্রতি তাঁর বক্তব্য: সতর্ক থাকুন,  কিন্তু নিজেদের কাজকর্ম ঠিকই করে যান৷ প্রেসিডেন্ট বারাক ওবামা'ও রবিবার নিউ ইয়র্কে গিয়ে নাইন-ইলেভেনের স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরিকল্পনা বজায় রাখছেন৷ বলতে কি, নাইন-ইলেভেনের বার্ষিকী সন্ত্রাসবাদিদের জন্য যে একটি লোভনীয় সুযোগ হতে পারে, মার্কিন কর্তৃপক্ষকে সেটা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই৷ বিশেষ করে যখন ওসামা বিন লাদেনের মৃত্যুর প্রতিশোধও তার একটি উদ্দেশ্য হতে পারে৷

প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেছেন, নাইন-ইলেভেনের দশ বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্র আগের চেয়েও শক্তিশালী৷ মার্কিনিরা যাবতীয় সন্ত্রাসের হুমকি সত্ত্বেও ‘‘কাজ চালিয়ে যাবে''৷ স্বদেশ নিরাপত্তা মন্ত্রী জ্যানেট ন্যাপোলিটানো সব মার্কিনিদের সজাগ থাকতে বলেছেন এবং সন্দেহজনক কোনো কিছু দেখলেই, পুলিশকে তা জানাতে বলেছেন৷ রুডল্ফ জুলিয়ানি, যিনি দশ বছর আগে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইট টাওয়ারের উপর আক্রমণের সময় শহরের মেয়র ছিলেন, তিনি বলেছেন: ‘‘লোকে আমাকে প্রায়ই জিগ্যেস করে: অ্যামেরিকা কি আজ এগারোই সেপ্টেম্বরের চেয়ে বেশি নিরাপদ? উত্তর হল: হ্যাঁ, কিন্তু যতোটা নিরাপদ হতে পারত, ততোটা নয়৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ