কেনিয়ার রাজধানী নাইরোবিতে ফোরটিন রিভারসাইড ড্রাইভ কমপ্লেক্সে হামলা হয়েছে৷ চরমপন্থি জঙ্গি সংগঠন আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে৷ হামলায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর জানা গেছে৷
ছবি: Getty Images/AFP/S. Maina
বিজ্ঞাপন
পুলিশ এখন পর্যন্ত হামলার বিস্তারিত জানাতে পারেনি। তবে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, সোমালিয়ার ইসলামপন্থি জঙ্গি দল আল শাবাব এক বিবৃতিতে এই হামলায় তাদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে৷ হামলার কিছুক্ষণের মধ্যেই আল শাবাব এই বিবৃতি দেয়৷
নাইরোবির পুলিশের অফিশিয়াল টুইটার আইডি থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘‘হামলাস্থলে পুলিশ ও বিশেষ নিরাপত্তাবাহিনী কাজ করছে৷ যে-কোনো তথ্যের জন্য এই আইডিতে নজর রাখুন৷ কিন্তু অনিশ্চিত কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে৷''
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানায়, ঘটনাস্থলে বেশ কয়েকটি লাশ ও ছিন্নভিন্ন দেহ দেখা গেছে৷
ইতোমধ্যে কেনিয়ার কয়েকটি হাসপাতাল নাগরিকদের প্রতি আহতদের রক্ত দেয়ার আহ্বান জানিয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকর্মী জানান, হাসপাতালে নেওয়ার পথে দু'জন মৃত্যুবরণ করেছেন৷
বিশ্বের ভয়ংকর পাঁচ জঙ্গি সংগঠন
তথাকথিত জঙ্গিদের কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছে৷ অনেকেরই ধারণা তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-ই সবচেয়ে ভয়ংকর জঙ্গি গোষ্ঠী৷ কিন্তু বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচি বা গ্লোবাল টেররিজম ইনডেক্স কিন্তু বলছে ভিন্ন কথা৷
ছবি: Getty Images/AFP/I. Lieman
বোকো হারাম
ইসলামিক স্টেট বা আইএস নয়, বিশ্বের ভয়ংকর জঙ্গি সংগঠনগুলোর তালিকার শীর্ষে রয়েছে নাইজেরিয়ার বোকো হারাম৷ ২০১৫ সালে আবু বকর শেকাউ-এর নেতৃত্বে এই জঙ্গি গোষ্ঠীটি ৬ হাজার ৬৪৪ জন মানুষকে হত্যা করেছে৷ তাদের হামলায় আহত হয়েছে ১,৭৪২ জন৷ বেশিরভাগই বেসামরিক নাগরিক৷ এছাড়া হাজারো কিশোরীকে অপহরণ করেছে বোকো হারাম৷
ছবি: picture-alliance/AP Photo/S.Alamba
ইসলামিক স্টেট
যদিও বোকো হারাম আইএস-এর তুলনায় বেশি মানুষকে হত্যা করেছে, কিন্তু আতঙ্ক সৃষ্টির দিক থেকে সবচেয়ে উপরে আছে আইএস৷ বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলা হচ্ছে আইএসকে৷ ২০১৫ সালে তাদের হাতে প্রাণ হারিয়েছে ৬ হাজার ৭৩ জন মানুষ এবং আহত হয় ৫ হাজার ৭৯৯ জন৷ ১০৭১টি হামলা চালিয়েছে তারা বিশ্ব জুড়ে৷ আবু বকর আল-বাগদাদির নেতৃত্বে সংগঠনটি সিরিয়া, ইরাক, তুরস্ক ও ইউরোপ জুড়ে এখনো হামলা চালিয়ে যাচ্ছে৷
ছবি: picture-alliance/dpa
তালেবান
১৯৯৪ সালে আফগানিস্তানে গৃহযুদ্ধ চলার সময় এই জঙ্গি সংগঠনটির আবির্ভাব৷ বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ জঙ্গি সংগঠন বলা হয় এদের৷ ২০১৫ সালে তালেবানের হাতে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৪৭৭ জন এবং আহত হয়েছে ৩ হাজার ৩১০ জন৷ গত বছর বিশ্ব জুড়ে ৮৯১ টি হামলা চালিয়েছে তারা৷ হিবাতুল্লাহ আকন্দজাদা এখন তালেবানের নেতৃত্বে রয়েছেন৷
ছবি: picture-alliance/dpa/Noorullah Shirzada
ফুলানি জঙ্গি গোষ্ঠী
বিশ্বব্যাপী এদের তেমন পরিচিতি নেই৷ এরা নাইজেরিয়ার ফুলা সম্প্রদায়ের মানুষ৷ এদের লক্ষ্য ফুলানির ভূমি মালিকদের হত্যা করা৷ ২০১৫ সালে ১৫০ টি সন্ত্রাসী হামলা চালিয়েছে ফুলানি, তাদের হামলায় মারা গেছে ১ হাজার ২২৯ জন৷
ছবি: Getty Images/AFP/I. Lieman
আল-শাবাব
বোকো হারামকে যদি আইএস-এর সাথে তুলনা করা হয়, তবে আল শাবাবকে তুলনা করা যায় আল-কায়েদার সঙ্গে৷ পূর্ব আফ্রিকায় এদের আধিপত্য অনেক বেশি৷ সোমালিয়াকে ইসলামিক রাষ্ট্র বানানোই তাদের মূল লক্ষ্য৷ গত বছর জঙ্গি গোষ্ঠীটি ৪৯৬টি হামলা চালিয়েছে, হত্যা করেছে ১ হাজার ২১ জন মানুষকে, আহত হয়েছে ৮৫০ জন৷
ছবি: A. Ohanesian
5 ছবি1 | 5
কেনিয়ার পুলিশের মুখপাত্র চার্লস ওইনো বলেন, হামলার পরপরই সেখানে সশস্ত্র নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে৷ তবে রাত নেমে এলেও হামলাকারীদের অবস্থান, কিংবা তারা মারা গেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ৷
ফোরটিন রিভারসাইড ড্রাইভ কমপ্লেক্স নামে একটি হোটেল ছাড়াও ব্যাংক ও আরো কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে৷ হামলার পরপরই কমপ্লেক্সের বাইরের গাড়িগুলোতে আগুন দেখা যায়৷ অগ্নিনির্বাপক কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনে৷ অন্যদিকে টুইটারসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের দৃশ্যসহ, সামরিক বাহিনীর তৎপরতা ও উদ্ধারকর্মী ও উদ্ধারকৃতদের নানারকম ছবি দেখা যায়৷
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে আল শাবাব নাইরোবির ওয়েস্টগেট মলে হামলা চালায়৷ দিনব্যাপী হামলা ও পাল্টা হামলার সে ঘটনায় ৬৭ জন নিহত হয়৷