1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইরোবির হোটেলে জঙ্গি হামলা 

১৫ জানুয়ারি ২০১৯

কেনিয়ার রাজধানী নাইরোবিতে ফোরটিন রিভারসাইড ড্রাইভ কমপ্লেক্সে হামলা হয়েছে৷ চরমপন্থি জঙ্গি সংগঠন আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে৷ হামলায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর জানা গেছে৷

Kenia Angriff auf Hotel in Nairobi
ছবি: Getty Images/AFP/S. Maina

পুলিশ এখন পর্যন্ত হামলার বিস্তারিত জানাতে পারেনি। তবে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, সোমালিয়ার ইসলামপন্থি জঙ্গি দল আল শাবাব এক বিবৃতিতে এই হামলায় তাদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে৷ হামলার কিছুক্ষণের মধ্যেই আল শাবাব এই বিবৃতি দেয়৷

নাইরোবির পুলিশের অফিশিয়াল টুইটার আইডি থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘‘হামলাস্থলে পুলিশ ও বিশেষ নিরাপত্তাবাহিনী কাজ করছে৷ যে-কোনো তথ্যের জন্য এই আইডিতে নজর রাখুন৷ কিন্তু অনিশ্চিত কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে৷''

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানায়, ঘটনাস্থলে বেশ কয়েকটি লাশ ও ছিন্নভিন্ন দেহ দেখা গেছে৷  

ইতোমধ্যে কেনিয়ার কয়েকটি হাসপাতাল নাগরিকদের প্রতি আহতদের রক্ত দেয়ার আহ্বান জানিয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকর্মী জানান, হাসপাতালে নেওয়ার পথে দু'জন মৃত্যুবরণ করেছেন৷ 

কেনিয়ার ‍পুলিশের মুখপাত্র চার্লস ওইনো বলেন, হামলার পরপরই সেখানে  সশস্ত্র নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে৷ তবে রাত নেমে এলেও হামলাকারীদের অবস্থান, কিংবা তারা মারা গেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ৷

ফোরটিন রিভারসাইড ড্রাইভ কমপ্লেক্স নামে একটি হোটেল ছাড়াও ব্যাংক ও আরো কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে৷ হামলার পরপরই কমপ্লেক্সের বাইরের গাড়িগুলোতে আগুন দেখা যায়৷ অগ্নিনির্বাপক কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনে৷ অন্যদিকে টুইটারসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের দৃশ্যসহ, সামরিক বাহিনীর তৎপরতা ও উদ্ধারকর্মী ও উদ্ধারকৃতদের নানারকম ছবি দেখা যায়৷

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে আল শাবাব নাইরোবির ওয়েস্টগেট মলে হামলা চালায়৷ দিনব্যাপী হামলা ও পাল্টা হামলার সে ঘটনায় ৬৭ জন নিহত হয়৷

এফএ/এসিবি (এপি, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ