1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিকতা কাশ্মীর স্টাইল

৯ সেপ্টেম্বর ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে টেলিফোন, ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে৷ এ কারণে গত এক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তেমন সমস্যায় পড়তে হয়নি বলে পুলিশ দাবি করছে৷ কিন্তু এই পরিবেশে কীভাবে চলছে সাংবাদিকতা?

Indien Kaschmir-Konflikt
ছবি: picture-alliance/AP/M. Khan

একটি জাতীয় পত্রিকায় কাজ করেন ইশফাক তন্ত্রী৷ তাঁর টেবিলে যে কম্পিউটারটি রয়েছে সেখানে কোনো ইন্টারনেট সংযোগ নেই৷ অফিসের টেলিফোন লাইনও কাজ করেনা৷

তাই কম্পিউটারে রিপোর্ট লেখার পর সেটি প্রধান কার্যালয়ে পাঠাতে ইশফাককে সরকার পরিচালিত একটি মিডিয়া সেন্টারে ছুটতে হয়৷ সেখানে শত শত স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সাংবাদিকের জন্য ইন্টারনেট সংযোগসহ মাত্র পাঁচটি কম্পিউটার রয়েছে৷ এর একটি ব্যবহার করেই প্রধান কার্যালয়ে রিপোর্ট পাঠান ইশফাক৷

Is press freedom blocked in Kashmir?

03:34

This browser does not support the video element.

এতো গেল রিপোর্ট পাঠানোর সমস্যার কথা৷ কিন্তু সাংবাদিকের মূল যে কাজ রিপোর্ট সংগ্রহ করা, সেটি টেলিফোন আর ইন্টারনেট সংযোগ ছাড়া অনেকটাই কঠিন৷ তার ওপর আছে সরকারের হস্তক্ষেপ৷

ডয়চে ভেলেকে ইশফাক জানালেন, ইতিমধ্যে সরকারি কর্মকর্তারা অনেক সাংবাদিককে ডেকে নিয়ে তথ্যের সূত্র সম্পর্কে জানতে চেয়েছেন৷ ‘‘এটা এক ধরনের হুমকি ও বলপ্রয়োগ,'' বলে মনে করছেন তিনি৷

রাস্তাঘাটে প্রায়ই ছবি তোলায়ও বাধা দিচ্ছেন কাশ্মীরের নিরাপত্তাকর্মীরা৷ যেমন ডয়চে ভেলের সাংবাদিক নিমিশা জেসওয়ালকে ছবি তোলায় বাধা দিয়েছেন এক পুলিশ৷ কী কারণে এমন করা হচ্ছে, জানতে চাইলে ঐ পুলিশ কোনো উত্তর দেননি৷

এমন পরিস্থিতিতে টিভি কিংবা সংবাদপত্রের খবরে আস্থা হারিয়ে ফেলেছেন কাশ্মীরের মানুষ৷ যেমন শ্রীনগরের এক বাসিন্দা ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা কোনো খবর পাইনা৷ ভারতীয় গণমাধ্যমে ভুয়া খবর প্রকাশিত হচ্ছে৷ তারা বলছে, সব স্কুল খোলা, দোকানপাট খোলা, গাড়িও চলছে৷ কিন্তু আপনার চারদিকে তাকিয়ে দেখুন, আপনি এখন শ্রীনগরের কেন্দ্রে আছেন, অথচ সব দোকান বন্ধ, স্কুলও বন্ধ৷ মানুষ সবাই হতাশায় রয়েছেন৷''

নিমিশা জেসওয়াল/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ