1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নাই মামার চেয়ে কানা মামা ভালো’

২৩ এপ্রিল ২০১৮

ফরাসি প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর দু'জনেই বলেছেন, যে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিকল্প নেই৷ দুজনেই চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প-কে বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন৷ ট্রাম্প মতবদল করবেন কিনা তা অস্পষ্ট৷

ছবি: picture-alliance/dpa/K. Nietfeld

চলতি সপ্তাহে পরপর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন৷ ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বর্তমান অনিশ্চয়তার বিষয়টিও তাঁদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে চলেছে৷ ট্রাম্প ১২ই মে এই চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছেন৷ সে ক্ষেত্রে ইরানও পালটা পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছে৷ এই অবস্থায় ট্রাম্পের মতবদলের চেষ্টা করতে চান দুই নেতা৷

মাক্রোঁর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত রসায়ন এ পর্যন্ত বেশ ইতিবাচক৷ ফ্রান্সের জাতীয় দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হয়ে ট্রাম্প অত্যন্ত আপ্লুত হয়েছিলেন৷ সম্প্রতি সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার সময় ফ্রান্সও সেই অভিযানে অংশ নিয়েছিল৷ এবার দুই দেশের মধ্যে সম্পর্কের ২৫০ বছর পূর্তি উৎসবে মাক্রোঁ ওয়াশিংটনে যাচ্ছেন বিশেষ অতিথি হিসেবে৷ ট্রাম্পের আমলে এটাই অ্যামেরিকায় কোনো বিদেশি নেতার প্রথম রাষ্ট্রীয় সফর৷

কেউ যদি ট্রাম্পের মতবদল করতে পারেন, তাহলে সেটা মাক্রোঁ – এমন বিশ্বাস অ্যামেরিকা ও ইউরোপের কূটনৈতিক মহলে বেশ প্রচলিত৷ উল্লেখ্য, এর আগে মাক্রোঁ ইরানের সঙ্গে পরমাণু চুক্তির সীমাবদ্ধতা নীতিগতভাবে মেনে নিয়েছিলেন৷ তবে পরমাণু চুক্তি বাতিল করার বদলে তিনি সে দেশের সঙ্গে এক বাড়তি ব্যালিস্টিক মিসাইল চুক্তির প্রস্তাব দিয়েছেন৷

প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিত যে টেলিভিশন চ্যানেল দেখেন, সেই ফক্স নিউজে রবিবার মাক্রোঁর সঙ্গে ইংরাজি ভাষায় এক সাক্ষাৎকার প্রচারিত হয়েছে৷ তাতে মাক্রোঁ বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তির কোনো ‘প্ল্যান বি’ বা বিকল্প তাঁর কাছে নেই৷

মাক্রোঁ বিফল হলে ম্যার্কেল ট্রাম্পকে বোঝাতে পারবেন, এমন আশা আপাতত অত্যন্ত ক্ষীণ৷ দুই নেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক মোটেই তেমন মধুর নয়৷ তিনি আপাতত ইরান-চুক্তির প্রধান বিরোধী দেশ ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন৷ সে দেশের এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নাই মামার চেয়ে কানা মামা ভালো’৷ অর্থাৎ আদৌ কোনো চুক্তি না থাকার চেয়ে ত্রুটিপূর্ণ চুক্তি শ্রেয়৷ তিনি ইসরায়েলে এ বিষয়ে গভীর দুশ্চিন্তার কারণ বুঝলেও সেই বিপদের মোকাবিলা করতে মতপার্থক্যের উল্লেখ করেন৷

এসবি/এসিবি (এএফপি, এপি, ডিপিএ)

২০ জানুয়ারির এই ছবিঘরটি দেখতে পারেন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ