1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাক ভাঙলেন বালাক

২৯ অক্টোবর ২০১১

বুন্ডেসলিগায় দীর্ঘ পাঁচ বছর পর একটি গোল করলেন মিশায়েল বালাক৷ মধ্যমাঠের এই খেলোয়াড় জার্মানির জনপ্রিয় ঘরোয়া লিগে সর্বশেষ গোলটি করেছিলেন ২০০৬ সালে, বায়ার্ন মিউনিখ’এর পক্ষে৷

ছবি: picture alliance / dpa

দীর্ঘ গোল বিরতির পর শুক্রবার ফ্রাইবুর্গের বিরুদ্ধে জয়সূচক একমাত্র গোলটি করেন বালাক৷ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক যখন গোলটি করেন, তখন গ্যালারিতে ছিলেন জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ৷ কয়েক মাস আগে বালাক এর আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টেনে দিয়েছেন ল্যোভ৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শুধু অধিনায়কত্ব নয়, জাতীয় দল থেকেও একেবারেই বাদ বালাক৷

বলাইবাহুল্য, ল্যোভ এর এই সিদ্ধান্তে যারপরনাই হতাশ হন বালাক৷ অথচ দু'জনের মধ্যে একসময় খুব ভালো সম্পর্ক ছিল৷ ল্যোভ চেয়েছিলেন, ব্রাজিলের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়ে সাবেক অধিনায়ক জাতীয় দল থেকে বিদায় নেবেন৷ কিন্তু বালাক সেই ম্যাচে অংশ নেননি৷

খেলার মাঠে বালাকের অ্যাকশনছবি: dapd

বুন্ডেসলিগায় বালাক'এর ক্লাব বায়ার লেভারকুজেন৷ ফ্রাইবুর্গের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে জয়সূচক গোলটি করলেও আহত হন বালাক৷ খেলা শেষে সেদলের বাঙালি কোচ রবিন দত্ত শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, মনে হচ্ছে মিশায়েলের নাক ভেঙে গেছে৷

জাতীয় দলের জন্য না হলেও লেভারকুজেনের কাছে এখনও গুরুত্বপূর্ণ এক সম্পদ মিশায়েল বালাক৷ শনিবার সেদল জানিয়েছে, মিশায়েল'এর নাক ভেঙে গেছে৷ ফলে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী খেলায় তিনি দলে থাকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷

মঙ্গলবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়া'র মুখোমুখি হবে বায়ার লিভারকুজেন৷ ম্যাচের আগে বালাক সুস্থ হয়ে উঠবেন এমন প্রত্যাশাই সেদলের৷ যে কারণে খেলা শুরুর আগ পর্যন্ত দলেই থাকছেন বালাক৷ অর্থাৎ আগেভাগেই দলে তাঁর বিকল্প খোঁজা হচ্ছে না৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ