সুদানের দারফুরের গভর্নর স্থানীয় মানুষদের এই নির্দেশ দিয়েছেন। যুদ্ধ আরো বাড়তে পারে বলে তার আশঙ্কা।
বিজ্ঞাপন
গত এপ্রিল মাসে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। দেশের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে আধাসামরিক বাহিনী আরপিএফ-এর প্রধান। এই পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত রাজধানী খারতুমের ঠিক পাশেই অবস্থিত দারফুরের গভর্নর রাজ্যের নাগরিকদের এই বার্তা দিয়েছেন।
গভর্নর মিনি মিন্নাউই টুইটারে লিখেছেন, পুরুষ-নারী, বৃদ্ধ-জওয়ান নির্বিশেষে সকলের কাছে অনুরোধ, আপনারা অস্ত্র ধরুন। নিজেদের বাসস্থান রক্ষা করুন। দুই দশক আগে আমরা দেখেছি কীভাবে দারফুরকে শ্মশানে পরিণত করা হয়েছিল। আর তা হতে দেওয়া যাবে না।
সুদানে আবার তীব্র লড়াই
আবার তীব্র লড়াই শুরু সুদানে। সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে। খার্তুম ও ওমডারম্যানের পরিস্থিতি ভয়ংকর।
ছবি: AFP
সেনার আক্রমণ
খার্তুম, ওমডারম্যান ও বাহরি থেকে আধাসামরিক বাহিনীকে পুরোপুরি সরিয়ে দেয়ার অভিযানে নেমেছে সেনাবাহিনী। আল-বুরহানের অনুগত এই বাহিনী এখন এই শহরগুলি পুরোপুরি দখল করে নিতে বদ্ধপরিকর।
ছবি: AFP/Getty Images
পাল্লা দিচ্ছে আধাসামরিক বাহিনী
তবে সেনার কাজটা সহজ নয়। কারণ, দাগোলোর নেতৃত্বে আধাসামরিক বাহিনীও প্রবলভাবে লড়াইয়ে আছে। তারা একচুল জমি ছাড়তে রাজি নয়। সেজন্যই খার্তুম ও অন্য শহরে ভয়ংকর লড়াই হচ্ছে।
ছবি: AFP
বিমান-হামলা চলছে
আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে সমানে বিমান-হামলা করা হচ্ছে। সেনার প্রধান অস্ত্র এই বিমান-হামলা। সাধারণত বিদেশি শত্রুর বিরুদ্ধে বিমান-হামলা করা হয়। সুদানে দেশের সেনা তা ব্যবহার করছে দেশের আধা-সামরিক বাহিনীর উপর।
ছবি: Ahmed Satti/Anadolu Agency/picture alliance
ক্ষমতা দখলের লড়াই
কে দেশ চালাবেন, কে সব ক্ষমতা দখল করবেন, তারই লড়াই হচ্ছে সুদানে। এই লড়াইয়ের একদিকে আছেন আবদেল ফত্তেহ আল-বুরহান, তিনি সেনাপ্রধান, অন্যদিকে আধাসামরিক বাহিনী(আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগালো। উপরের ছবিটি আল-বুরহানের।
ছবি: El Tayeb Siddig/REUTERS
অন্তত ৭৫০ জন মৃত
অ্যামেরিকা-ভিত্তিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট জানিয়েছে, অন্ততপক্ষে ৭৫০ জন মারা গেছেন। আহত পাঁচ হাজারের বেশি।
ছবি: AFP/Getty Images
ক্ষুধা ছড়াবে
জাতিসংঘ জানিয়েছে, সুদানে যদি এই সংঘাত চলতে থাকে তাহলে আগামী মাসে আরো ২৫ লাখ মানুষ না খেয়ে থাকবেন। সংঘর্ষের আগেই সুদানের অবস্তা খারাপ ছিল। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সেখানে মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছিল।
ছবি: AFP
সংঘর্ষের পর
সেনা ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে ওয়ার্ল্ড ফুড প্রগ্রামোর অফিস লুট করা হয়েছে। ২৫ শতাংশ খাবার চুরি হয়ে গেছে। উপরের ছবিতে পোর্ট সুদান থেকে ত্রাণের জিনিস সামরিক বিমানে তোলা হচ্ছে।
ছবি: Mohamad Ali Harissi/AFP
জেড্ডায় আলোচনা
সৌদি আরবের উদ্যোগে জেড্ডায় দুই পক্ষের মধ্যে আলোচনাও চলছে। তবে অ্যামেরিকা জানিয়েছে, তারা এই আলোচনা থেকে খুব বেশি কিছু আশা করছে না। যদি মানুষের কাছে ত্রাণ পৌঁছানো যায় এবং সংঘর্ষবিরতি হয়, তাহলেই আলোচনা সফল বলে তারা মনে করবে। উপরের ছবিতে সাউথ সুদানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বুরহানের বিশেষ দূত আল-হজ আলি।
ছবি: JOK SOLOMUN/REUTERS
মানুষ পালাচ্ছে
ইতিমধ্যেই সুদান ছেড়ে অনেকেই প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন। দক্ষিণ সুদানে আপার নাইল স্টেটে জাতিসংঘ একটা অফিস খুলেছে। সেখানে সুদান ছেড়ে আসা মানুষদের খাবার দেয়া হচ্ছে।
ছবি: JOK SOLOMUN/REUTERS
9 ছবি1 | 9
দেশের সেনা বাহিনীর সঙ্গে লড়াই করছে আধাসামরিক গোষ্ঠীর যোদ্ধারা। এর মধ্যে জানজওয়াইদ জঙ্গি গোষ্ঠীর যোদ্ধারাও যোগ দিয়েছে বলে অভিযোগ। আরবের জনজাতি গোষ্ঠীর অন্তর্গত এই যোদ্ধারা ২০০৩ সালে দারফুর যুদ্ধে অংশ নিয়েছিল। গোটা দারফুরকে কার্যত ধ্বংসাবশেষে পরিণত করা হয়েছিল। সেই স্মৃতিই মনে করিয়ে দিয়েছেন গভর্নর। দেশের সেনাবাহিনীকে সমর্থনের আর্জি জানিয়েছেন তিনি।
এদিকে সোমবার বিকেলে দুই যুযুধান গোষ্ঠীর যুদ্ধবিরতির চুক্তি শেষ হবে। সৌদি আরব এবং অ্যামেরিকার মধ্যস্থতায় এই চুক্তি সই হয়েছিল। সোমবার থেকে যাতে আবার নতুন করে লড়াই শুরু না হয় তার আহ্বান জানানো হয়েছে। তবে স্থানীয় সংবাদপত্রের দাবি, ইতিমধ্যেই লড়াই শুরু হয়ে গেছে। নতুন করে বোমা-গুলি-মর্টারের শব্দ শোনা যাচ্ছে।