1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহকর্মীদের প্রতি দৃষ্টিভঙ্গী

২১ অক্টোবর ২০১৫

গৃহকর্মী অধিকার নিয়ে কাজ করেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ৷ তিনি মনে করেন, নাগরিকদের মর্যাদার চেয়ে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য কাজের ব্যবস্থা করা ও বৈদেশিক মুদ্রা আয়কে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে৷

Haushaltshilfen in Indien
ছবি: DW/M. Krishnan

তাই গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইএলও-র যে কনভেনশন আছে তা অনুসমর্থন করছে না বাংলাদেশ৷ ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ‘বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ'-এর সহকারি নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমেদ৷

[No title]

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘বাংলাদেশেরই উচিত ছিল সবার আগে কনভেনশনে সই করে অন্য দেশগুলোকে তাতে স্বাক্ষর করতে অনুরোধ করা৷ কারণ বাংলাদেশ পৃথিবীর কয়েকটি দেশের একটি যাদের দেশের নাগরিকরা অন্য দেশে যায় গৃহকর্মী হিসেবে কাজ করতে৷ যেমন বাংলাদেশ সরকারের উদ্যোগেই এখন হংকং ও সৌদি আরবে গৃহকর্মী যাচ্ছে৷ ঐ সব দেশকে অনুরোধ করে যদি আইএলও কনভেনশনে সই করানো যেত, তাহলে বাংলাদেশি নাগরিকদেরই ভালো হতো৷ কিন্তু বাংলাদেশের ভয়, বেশি চাপ দিলে হয়ত শ্রম বাজার হারাতে হতে পারে৷ আসলে সরকারের কাছে নিজ দেশের নাগরিকদের মর্যাদার চেয়েও কাজ পাওয়া এবং বৈদেশিক মুদ্রার দিকে নজর থাকে সবসময়৷''

সুলতান উদ্দিন আহমেদছবি: BILS

সুলতান উদ্দিন আহমেদ বলেন, গৃহকর্মীরা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী৷ তাই তাদের অধিকার রক্ষার জন্য কোনো আইন হচ্ছে না৷ ‘‘আইন প্রণয়নের কথা হচ্ছে অনেকদিন ধরে৷ কিন্তু হচ্ছে না৷ কারণ গৃহকর্মীদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে আইন প্রণয়ন করতে সরকারকে চাপ দেয়া সম্ভব হয় না৷ আর আমাদের দেশে চাপ না দিলে কোনো কিছু হয় না'', বলেন তিনি৷

বাংলাদেশের সমাজে শ্রমজীবী মানুষের প্রতি অবজ্ঞা, ক্ষোভ সবসময় থেকে থাকে উল্লেখ করে আহমেদ বলেন, ‘‘গৃহকর্মীদের মারাটা অনেকে স্বাভাবিক মনে করে৷ নির্যাতনের একটা পর্যায় পর্যন্ত তারা এটাকে নির্যাতন মনেই করে না৷'' এছাড়া গৃহকর্মী হিসেবে কাজ করতে গ্রাম থেকে যেসব মেয়ে শহরে আসে তারা অসহায় হওয়ার কারণেও তাদের উপর নির্যাতন করা হয়৷

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি গৃহকর্মীরা কেমন আছেন? আপনার কাছে কোন তথ্য থাকলে লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ