1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাগরিকদের শান্ত থাকার আহ্বান ইউক্রেন সরকারের

১২ ফেব্রুয়ারি ২০২২

যেকোনো মুহূর্তে রাশিয়া হামলা চালাতে পারে- যুক্তরাষ্ট্রের এমন সতর্কতার মধ্যে দেশটির নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার৷ 

Belarus | Militärmanöver mit Russland
ইউক্রেন সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে রাশিয়া৷ সীমান্তে সৈন্য সমাবেশও করছে দেশটি৷ ছবি: Viktor Tolochko/Sputnik/dpa/picture alliance

শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানোর পাশাপাশি হামলার বিষয়ে কোনো ধরনের আতঙ্ক না ছড়ানোর পরামর্শও দেওয়া হয়৷

বিবৃতিতে বলা হয়, ‘‘এই মুহূর্তে শান্ত থাকা খুব জরুরি৷ প্রয়োজন দেশের ভেতরে একতা তৈরি এবং অস্থিতিশীলতা ও আতঙ্ক ছড়ায় এমন কাজ এড়িয়ে চলা৷’’

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ ইতিমধ্যে সারা বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করেছে৷ যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া৷

ইউক্রেনে হামলা চালালে তার ফল খুব ‘ভয়াবহ' হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন৷ 

তবে যেকোনো সময় হামলা হতে পারে- যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য জনগণের মনোবল নষ্ট করছে এবং দেশটির অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি ইউক্রেনের৷

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে তা প্রতিহত করতে প্রস্তুত আছে৷     

আলোচনায় বাইডেন-পুটিন

এদিকে বার্তা সংস্থাগুলো জানায়, শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বর্তমান সংকট নিয়ে টেলিফোনে আলাপ করবেন৷

তার আগে পুটিন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে জানা গেছে৷  ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে গত সপ্তাহে মস্কো সফর করেছিলেন মাক্রোঁ৷ তবে পুটিনের সাথে পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি৷

তার আগে সংকট নিরসনের চেষ্টায় মস্কো সফর করেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ান৷  

যেকোনো সময় হামলা’

এদিকে ইউক্রেনে যেকানো সময় রাশিয়ায় হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র৷ শুক্রবার হোয়াইট হাউস থেকে বলা হয়, আকাশপথে হামলার মাধ্যমে আক্রমণ চালাতে পারে রাশিয়া৷ এর ফলে বিদেশিদের দেশটি ত্যাগ করা কঠিন হতে পারে এবং সাধারণ নাগরিকরা বিপদাপন্ন হতে পারে৷

এমন সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগের তাগিদ দেয়৷ তবে রাশিয়া বারবারই বলছে, হামলার কোনো পরিকল্পনাই তাদের নেই৷

আরআর/এসিবি (এপি, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ