1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাগর্নো-কারাবাখ: যুদ্ধবিরতি লঙ্ঘনে পরস্পরকে দোষারোপ

১৮ অক্টোবর ২০২০

উত্তপ্ত নাগর্নো-কারাবাখে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণের মাধ্যেই তা আবার ভেঙ্গে পড়েছে৷ যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দোষারোপ করছে আর্মেনিয়া ও আজারবাইজান৷

Konflikt in Berg-Karabach
ছবি: Bulent Kilic/AFP/Getty Images

শনিবার মধ্যরাতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরত কার্যকর হয়েছিল৷ আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুসান স্টেপানিয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেল ও রকেট হামলা করে আজারবাইজান৷

‘‘তারা আবারো যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে৷ তারা আর্টিলারি শেল ও রকেট নিক্ষেপ করেছে,'' বলেন সুসান৷

অন্যদিকে আজারবাইজানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য আর্মেনিয়াকে দায়ী করা হয়েছে৷ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আর্মেনিয়া সেনারা মর্টার শেল ও আর্টিলারি নিক্ষেপ করেছে৷

তবে নতুন  এ হামলার ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷

তার আগে এক যৌথ বিবৃতিতে শনিবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে এমন ঘোষণা দেয় দুই দেশ৷

২৭ সেপ্টেম্বর থেকে রাশিয়ার মিত্র আর্মেনিয়া ও তুরস্কের মিত্র আজারবাইজানের মধ্যে নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাত চলছে৷ সংঘাতের ফলে এখন পর্যন্ত অন্তত ৭৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷

আরআর/এফএস (এপি,এএফপি, রয়টার্স, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ