1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাগাল্যান্ডে ‘ভুল করে’ কয়লা শ্রমিকদের উপর সেনাদের গুলি

৫ ডিসেম্বর ২০২১

বিদ্রোহী সন্দেহে ভারতের নাগাল্যান্ডে কয়লা শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী৷ পরে এর প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভে গুলি চালালেও হতাহতের ঘটনা ঘটে৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

বিদ্রোহী সন্দেহে ভারতের নাগাল্যান্ডে কয়লা শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী৷ পরে এর প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভে গুলি চালালেও হতাহতের ঘটনা ঘটে৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
নাগাল্যান্ডের রাজধানী কহিমাতে সশস্ত্র অবস্থানে এক সেনা সদস্য৷ ছবিটি ২০১৯ সালে অক্টোবরের৷ছবি: Yirmiyan Arthur/picture alliance/AP Photo

শনিবার ভারতের উত্তরপূর্বের রাজ্য নাগাল্যান্ডের মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে দুটি ঘটনায় সেনাদের গুলিতে অন্তত ১৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ সন্ধ্যায় প্রথম ঘটনায় গুলি চালানো হয় কয়লা খনি থেকে ফেরা শ্রমিকদের বহনকারীর একটি ট্রাক লক্ষ্য করে৷ বার্তা সংস্থা এপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, এলাকাটিতে বিদ্রোহীরা চলাচল করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাকটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে আধা-সামরিক বাহিনী৷ এতে মৃত্যু হয় ট্রাকে থাকা ছয় শ্রমিকের৷

এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে গ্রামবাসী পরবর্তীতে দুটি সেনা ট্রাকে আগুন ধরিয়ে দেয়৷ সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে সেখানে আরো সাতজনের মৃত্যু হয় বলে জানান ঐ কর্মকর্তা৷

চোইয়ের সঙ্গে মিয়ানমারে

01:25

This browser does not support the video element.

এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীর চলাচল সম্পর্কিত ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে' সেখানে কর্মকাণ্ড পরিচালনা করছিল সেনা ইউনিটটি৷ তবে ট্রাকে গুলি ও তার পরবর্তী ঘটনার প্রতিক্রিয়ায় যা ঘটেছে তাতে সেনাবাহিনী ‘অনুতপ্ত' বলে উল্লেখ করা হয়েছ বিবৃতিতে৷ এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা৷

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগাল্যান্ডে অটিংয়ে নিরীহ গ্রামবাসীর মৃত্যুতে ‘ক্ষুব্ধ' বলে জানিয়েছেন৷ নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, রাজ্য থেকে গঠিত তদন্ত কমিটি এই ঘটনার বিশদ খতিয়ে দেখবে৷

হতাহতের ঘটনার নিন্দা প্রকাশ করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও৷

এফএস/এসএস (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ